ফিচার ডেস্ক
ডিজনিল্যান্ড ফিরে আসছে তাদের নতুন নতুন স্থাপনা আর আকর্ষণ নিয়ে। সম্প্রতি তারা তাদের ডি২৩: দ্য আনলিমিটেড ফান ইভেন্ট পার্কের পরিকল্পনা প্রকাশ করেছে। ক্যালিফোর্নিয়ার আনাহেইমে আলটিমেট ডিজনি ফান ইভেন্টগুলো আয়োজন করা হবে। ডিজনি এক্সপেরিয়েন্সের চেয়ারম্যান জোশ ডি’মারো যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ইউএসএ টুডেকে বলেছেন, ‘আমাদের অনুরাগীদের জন্য সম্পূর্ণ নতুন উদ্ভাবনী উপায়ে নতুন গল্প নিয়ে আসব।’
যা আসছে
ম্যাজিক কিংডম
এখানে থাকছে নতুন ভিলেনস ল্যান্ড। ডিজনির জনপ্রিয় ভিলেনদের দেখা যাবে এখানে। এর পাশাপাশি সেখানে থাকবে কেনাকাটা এবং খাবারের জায়গা। ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চারে কারস ল্যান্ডের বিপরীতে ফ্রন্টিয়ারল্যান্ডের কিছু অংশ থাকবে। নতুন স্থানটির একটি অংশ তরুণ পর্যটকদের কথা বিবেচনায় রেখে তৈরি করা হবে। এর নির্মাণকাজ শুরু হবে ২০২৫ সালে। মেইন স্ট্রিট ইলেকট্রিক্যাল প্যারেডের আদলে একটি নতুন নাইট টাইম প্যারেড আসছে ২০২৫ সালের গ্রীষ্মে। একে বলা হবে ডিজনি স্টারলাইট। ম্যাজিক কিংডমের নতুন পাইরেটস থিমযুক্ত রিসোর্ট খুলবে ২০২৫ সালে।
ডিজনির হলিউড স্টুডিও
এখানে আসছে ডিজনি পার্কের প্রথম মনস্টারস। এর নাম ইনকরপোরেটেড ল্যান্ড। এর নির্মাণও শুরু হবে ২০২৫ সালে। পেক্সারের সিনেমার চরিত্রগুলোর মধ্যে জনপ্রিয় হলো মনস্টার বা দানব। তাই এসব চরিত্র দিয়ে সাজানো হয়েছে এই ফ্র্যাঞ্চাইজিকে।
অ্যানিমেল কিংডম
ডিজনির পূর্বঘোষিত ট্রপিক্যাল আমেরিকাস থিমযুক্ত আয়োজনটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে ২০২৭ সালে। ডিনোল্যান্ড ইউএসএর জায়গায় নির্মাণ করা হচ্ছে এই নতুন থিম পার্ক। তাই এটি বন্ধ হওয়ার আগে অতিথিদের শেষবারের মতো ডাইনোসরে চড়ার সুযোগ রাখা হয়েছে। নতুন থিম পার্কে ইন্ডিয়ানা জোনসের নতুন আকর্ষণ তৈরি করা হবে। এটি ডিজনির প্রথম এনক্যান্টো থিমের পার্ক হতে যাচ্ছে। ডিজনির বিভিন্ন গল্পের চরিত্রগুলোকে মানুষের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হবে এখানে। ২০২৫ সালের শীতে ট্রি অব লাইফ থিয়েটারে শুরু হবে একটি নতুন জুটোপিয়া বেটার টুগেদার শো।
শুধু ডিজনি ওয়ার্ল্ড নয়, বদল আসছে ডিজনিল্যান্ডেও। দর্শকদের জন্য নতুন চমক তৈরির কাজ চলছে ডিজনির প্রায় সব ফ্র্যাঞ্চাইজিতে। আগামী বছরের গ্রীষ্ম থেকে এগুলো ধীরে ধীরে উন্মুক্ত করে দেওয়া হবে দর্শকের জন্য।
ডিজনিল্যান্ড ফিরে আসছে তাদের নতুন নতুন স্থাপনা আর আকর্ষণ নিয়ে। সম্প্রতি তারা তাদের ডি২৩: দ্য আনলিমিটেড ফান ইভেন্ট পার্কের পরিকল্পনা প্রকাশ করেছে। ক্যালিফোর্নিয়ার আনাহেইমে আলটিমেট ডিজনি ফান ইভেন্টগুলো আয়োজন করা হবে। ডিজনি এক্সপেরিয়েন্সের চেয়ারম্যান জোশ ডি’মারো যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ইউএসএ টুডেকে বলেছেন, ‘আমাদের অনুরাগীদের জন্য সম্পূর্ণ নতুন উদ্ভাবনী উপায়ে নতুন গল্প নিয়ে আসব।’
যা আসছে
ম্যাজিক কিংডম
এখানে থাকছে নতুন ভিলেনস ল্যান্ড। ডিজনির জনপ্রিয় ভিলেনদের দেখা যাবে এখানে। এর পাশাপাশি সেখানে থাকবে কেনাকাটা এবং খাবারের জায়গা। ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চারে কারস ল্যান্ডের বিপরীতে ফ্রন্টিয়ারল্যান্ডের কিছু অংশ থাকবে। নতুন স্থানটির একটি অংশ তরুণ পর্যটকদের কথা বিবেচনায় রেখে তৈরি করা হবে। এর নির্মাণকাজ শুরু হবে ২০২৫ সালে। মেইন স্ট্রিট ইলেকট্রিক্যাল প্যারেডের আদলে একটি নতুন নাইট টাইম প্যারেড আসছে ২০২৫ সালের গ্রীষ্মে। একে বলা হবে ডিজনি স্টারলাইট। ম্যাজিক কিংডমের নতুন পাইরেটস থিমযুক্ত রিসোর্ট খুলবে ২০২৫ সালে।
ডিজনির হলিউড স্টুডিও
এখানে আসছে ডিজনি পার্কের প্রথম মনস্টারস। এর নাম ইনকরপোরেটেড ল্যান্ড। এর নির্মাণও শুরু হবে ২০২৫ সালে। পেক্সারের সিনেমার চরিত্রগুলোর মধ্যে জনপ্রিয় হলো মনস্টার বা দানব। তাই এসব চরিত্র দিয়ে সাজানো হয়েছে এই ফ্র্যাঞ্চাইজিকে।
অ্যানিমেল কিংডম
ডিজনির পূর্বঘোষিত ট্রপিক্যাল আমেরিকাস থিমযুক্ত আয়োজনটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে ২০২৭ সালে। ডিনোল্যান্ড ইউএসএর জায়গায় নির্মাণ করা হচ্ছে এই নতুন থিম পার্ক। তাই এটি বন্ধ হওয়ার আগে অতিথিদের শেষবারের মতো ডাইনোসরে চড়ার সুযোগ রাখা হয়েছে। নতুন থিম পার্কে ইন্ডিয়ানা জোনসের নতুন আকর্ষণ তৈরি করা হবে। এটি ডিজনির প্রথম এনক্যান্টো থিমের পার্ক হতে যাচ্ছে। ডিজনির বিভিন্ন গল্পের চরিত্রগুলোকে মানুষের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হবে এখানে। ২০২৫ সালের শীতে ট্রি অব লাইফ থিয়েটারে শুরু হবে একটি নতুন জুটোপিয়া বেটার টুগেদার শো।
শুধু ডিজনি ওয়ার্ল্ড নয়, বদল আসছে ডিজনিল্যান্ডেও। দর্শকদের জন্য নতুন চমক তৈরির কাজ চলছে ডিজনির প্রায় সব ফ্র্যাঞ্চাইজিতে। আগামী বছরের গ্রীষ্ম থেকে এগুলো ধীরে ধীরে উন্মুক্ত করে দেওয়া হবে দর্শকের জন্য।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৭ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৭ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৮ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৮ দিন আগে