ডেস্ক রিপোর্ট
ভারত সাগরের মুক্তা বলা হয় শ্রীলঙ্কাকে। ছোট্ট এই দ্বীপদেশটি প্রাচীন সভ্যতা, সোনালি বালুকাময় সমুদ্রসৈকত, পর্বত এবং রাবার ও চা-বাগানের জন্য সুপরিচিত। শুধু প্রকৃতি নয়, এখানে দেখা মিলবে পর্তুগিজ, ডাচ ও ইংরেজদের শাসনামলের ঔপনিবেশিক স্থাপত্য। যাঁরা ঈদ ভ্রমণের তালিকায় রেখেছেন এই দেশ, তাঁদের জন্য অবশ্য দ্রষ্টব্য ৫টি জায়গার তালিকা রইল।
ঐতিহ্য উপভোগ করতে চাইলে চলে যেতে হবে রাজধানী কলম্বোয়। এখানে আকর্ষণীয় স্থাপত্যের মধ্যে রয়েছে প্রাচীন মন্দির এবং ঔপনিবেশিক স্থাপত্য, আকাশচুম্বী ভবন আর শহুরে উদ্যান। জামি উল-আলফা মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা আছে এখানে।
রেইনফরেস্ট, চা-বাগান আর হ্রদের শহর ক্যানডি। এখানে দেখা যাবে পেরাডেনিয়া রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের অর্কিড হাউস। এখানে টেম্পল অব দ্য ট্রুথ নামে একটি মন্দিরে সংরক্ষিত আছে বুদ্ধের দাঁত। শ্রীলঙ্কার বৈচিত্র্যময় উৎসব এসালা পেরাহেরা প্রতিবছরের আগস্টে ক্যানডিতেই অনুষ্ঠিত হয়।
‘মেঘের প্রাসাদ’ নামে পরিচিত সিগিরিয়া আসলে ১৮০ মিটার উঁচু এক পাথরখণ্ডের চূড়া। এই ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে দেখা যাবে চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য। দেখা যাবে পাথরের দেয়ালে সন্ন্যাসীদের আঁকা প্রাচীন শিল্প।
এ দেশে সমুদ্র দেখতে হলে চলে যেতে হবে মিরিসার দিকে। বিশেষত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সেখানে নীল তিমি দেখার সুযোগ থাকে।
সংস্কৃতির খোঁজ পেতে চাইলে যেতে হবে অনুরাধাপুরা ও পোলোনারুওয়া শহরে। অনুরাধাপুরা পরিত্যক্ত প্রাচীন শহর। প্রাচীন রাজপ্রাসাদ ও অন্যান্য রাজকীয় স্থাপনার জন্য পোলোনারুওয়া পর্যটকদের কাছে প্রসিদ্ধ।
ভারত সাগরের মুক্তা বলা হয় শ্রীলঙ্কাকে। ছোট্ট এই দ্বীপদেশটি প্রাচীন সভ্যতা, সোনালি বালুকাময় সমুদ্রসৈকত, পর্বত এবং রাবার ও চা-বাগানের জন্য সুপরিচিত। শুধু প্রকৃতি নয়, এখানে দেখা মিলবে পর্তুগিজ, ডাচ ও ইংরেজদের শাসনামলের ঔপনিবেশিক স্থাপত্য। যাঁরা ঈদ ভ্রমণের তালিকায় রেখেছেন এই দেশ, তাঁদের জন্য অবশ্য দ্রষ্টব্য ৫টি জায়গার তালিকা রইল।
ঐতিহ্য উপভোগ করতে চাইলে চলে যেতে হবে রাজধানী কলম্বোয়। এখানে আকর্ষণীয় স্থাপত্যের মধ্যে রয়েছে প্রাচীন মন্দির এবং ঔপনিবেশিক স্থাপত্য, আকাশচুম্বী ভবন আর শহুরে উদ্যান। জামি উল-আলফা মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা আছে এখানে।
রেইনফরেস্ট, চা-বাগান আর হ্রদের শহর ক্যানডি। এখানে দেখা যাবে পেরাডেনিয়া রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের অর্কিড হাউস। এখানে টেম্পল অব দ্য ট্রুথ নামে একটি মন্দিরে সংরক্ষিত আছে বুদ্ধের দাঁত। শ্রীলঙ্কার বৈচিত্র্যময় উৎসব এসালা পেরাহেরা প্রতিবছরের আগস্টে ক্যানডিতেই অনুষ্ঠিত হয়।
‘মেঘের প্রাসাদ’ নামে পরিচিত সিগিরিয়া আসলে ১৮০ মিটার উঁচু এক পাথরখণ্ডের চূড়া। এই ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে দেখা যাবে চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য। দেখা যাবে পাথরের দেয়ালে সন্ন্যাসীদের আঁকা প্রাচীন শিল্প।
এ দেশে সমুদ্র দেখতে হলে চলে যেতে হবে মিরিসার দিকে। বিশেষত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সেখানে নীল তিমি দেখার সুযোগ থাকে।
সংস্কৃতির খোঁজ পেতে চাইলে যেতে হবে অনুরাধাপুরা ও পোলোনারুওয়া শহরে। অনুরাধাপুরা পরিত্যক্ত প্রাচীন শহর। প্রাচীন রাজপ্রাসাদ ও অন্যান্য রাজকীয় স্থাপনার জন্য পোলোনারুওয়া পর্যটকদের কাছে প্রসিদ্ধ।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৯ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৯ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২০ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২০ দিন আগে