ভ্রমণ ডেস্ক
আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সিলেট। শুধু চা-বাগান কিংবা জাফলং নয়; ৩ হাজার ৪৫২ বর্গকিলোমিটার আয়তনের সিলেট জেলায় দেখার মতো অনেক কিছু আছে।
চা-বাগান
সিলেটে ২০টির মতো চা-বাগান আছে। এসব চা-বাগানের মধ্যে আছে উপমহাদেশের প্রাচীনতম চা-বাগান মালিনীছড়া। সিলেট সদরে রয়েছে লাক্কাতুরা, মালনীছড়া, আলীবাহার, ডালিয়া, খাদিম, বুরজান, তারাপুর চা-বাগান। জৈন্তাপুর উপজেলায় লালাখাল, হাবিবনগর, আফিফানগর, শ্রীপুর, খান, দি মেঘালয় টি এস্টেট, গোয়াইনঘাট উপজেলায় ফতেহপুর ও জাফলং, কানাইঘাট উপজেলায় লোভাছড়া ও ডোনা এবং ফেঞ্চুগঞ্জে আছে মণিপুর, মোমিনছড়া ও ডালুছড়া চা-বাগান।
বিল
ছোট-বড় মিলিয়ে সিলেটে ৮২টি বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া ও চাতলা বিল উল্লেখযোগ্য।
রিজার্ভ ফরেস্ট
এ জেলায় মোট রিজার্ভ ফরেস্ট আছে ২৩৬ দশমিক ৪২ বর্গকিলোমিটার। উত্তর-পূর্ব কোণে ভারতের খাসিয়া ও জৈন্তা পাহাড়ের অংশ হিসেবে সিলেটে বেশ কিছু ছোট পাহাড় ও টিলা রয়েছে। এগুলোর মধ্যে জৈন্তাপুর, সারি, লালাখাল উল্লেখযোগ্য।
নদী
এ জেলায় বেশ কয়েকটি নদী আছে। নদীগুলোর মধ্যে বড় সুরমা ও কুশিয়ারা। এ ছাড়া রয়েছে সারি, পিয়াইনসহ বেশ কিছু ছোট নদ–নদী।
জনপ্রিয় গন্তব্য
জাফলং, বিছানাকান্দি, পান্থুমাই ঝরনা, লোভাছড়া, সংগ্রামপুঞ্জি জলপ্রপাত, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, হজরত শাহজালাল (রা.) মাজার, হজরত শাহপরান (রা.) মাজার, শাহী ঈদগা, তামাবিল, খাদিমনগর জাতীয় উদ্যান, লক্ষণছড়া, ভোলাগঞ্জ, উৎমাছড়া, ডিবির হাওর, জুগিরকান্দি মায়াবন, ক্বীন ব্রিজ।
আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সিলেট। শুধু চা-বাগান কিংবা জাফলং নয়; ৩ হাজার ৪৫২ বর্গকিলোমিটার আয়তনের সিলেট জেলায় দেখার মতো অনেক কিছু আছে।
চা-বাগান
সিলেটে ২০টির মতো চা-বাগান আছে। এসব চা-বাগানের মধ্যে আছে উপমহাদেশের প্রাচীনতম চা-বাগান মালিনীছড়া। সিলেট সদরে রয়েছে লাক্কাতুরা, মালনীছড়া, আলীবাহার, ডালিয়া, খাদিম, বুরজান, তারাপুর চা-বাগান। জৈন্তাপুর উপজেলায় লালাখাল, হাবিবনগর, আফিফানগর, শ্রীপুর, খান, দি মেঘালয় টি এস্টেট, গোয়াইনঘাট উপজেলায় ফতেহপুর ও জাফলং, কানাইঘাট উপজেলায় লোভাছড়া ও ডোনা এবং ফেঞ্চুগঞ্জে আছে মণিপুর, মোমিনছড়া ও ডালুছড়া চা-বাগান।
বিল
ছোট-বড় মিলিয়ে সিলেটে ৮২টি বিল রয়েছে। এগুলোর মধ্যে সিংগুয়া ও চাতলা বিল উল্লেখযোগ্য।
রিজার্ভ ফরেস্ট
এ জেলায় মোট রিজার্ভ ফরেস্ট আছে ২৩৬ দশমিক ৪২ বর্গকিলোমিটার। উত্তর-পূর্ব কোণে ভারতের খাসিয়া ও জৈন্তা পাহাড়ের অংশ হিসেবে সিলেটে বেশ কিছু ছোট পাহাড় ও টিলা রয়েছে। এগুলোর মধ্যে জৈন্তাপুর, সারি, লালাখাল উল্লেখযোগ্য।
নদী
এ জেলায় বেশ কয়েকটি নদী আছে। নদীগুলোর মধ্যে বড় সুরমা ও কুশিয়ারা। এ ছাড়া রয়েছে সারি, পিয়াইনসহ বেশ কিছু ছোট নদ–নদী।
জনপ্রিয় গন্তব্য
জাফলং, বিছানাকান্দি, পান্থুমাই ঝরনা, লোভাছড়া, সংগ্রামপুঞ্জি জলপ্রপাত, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, হজরত শাহজালাল (রা.) মাজার, হজরত শাহপরান (রা.) মাজার, শাহী ঈদগা, তামাবিল, খাদিমনগর জাতীয় উদ্যান, লক্ষণছড়া, ভোলাগঞ্জ, উৎমাছড়া, ডিবির হাওর, জুগিরকান্দি মায়াবন, ক্বীন ব্রিজ।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
২৩ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২৪ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২৪ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২৪ দিন আগে