ফিচার ডেস্ক
এবারের ঈদে বেশ লম্বা ছুটি পাওয়া যাবে। এই ছুটিগুলো কাটিয়ে দিতে পারেন ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেক কনকর্ডে। ঢাকার কর্মব্যস্ত মানুষের জন্য বর্ণিলভাবে সাজানো হয়েছে থিম পার্ক ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং আর হেরিটেজ পার্ক। আর চট্টগ্রামের মানুষদের জন্য আছে প্রকৃতির কোল ঘেঁষে তৈরি ফয়’স লেক কনকর্ড।
দেশের প্রথম স্বয়ংসম্পূর্ণ থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে থ্রিলিং সব রাইডের সঙ্গে আছে বিশাল ওয়াটার কিংডম। আধুনিক বিনোদন জগতের সঙ্গে তাল মিলিয়ে রয়েছে রোমাঞ্চকর এক্সট্রিম রেসিং গো-কার্ট। আছে রোলার কোস্টার, ফেরিস হুইল, জুজু ট্রেন, বাম্পার কার, হ্যাপি ক্যাঙারু, ম্যাজিক কার্পেট, হারিকেন ৩৬০ ভি আরসহ ২০টির বেশি রাইড। আরও আছে দেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের রেপ্লিকা। খাবারের স্বাদ নিতে রয়েছে লিয়া রেস্টুরেন্টের মতো মাল্টি-কুইজিন রেস্টুরেন্ট। সঙ্গে রাতযাপন এবং বারবিকিউ উপভোগের জন্য রিসোর্ট আটলান্টিস।
ফ্যান্টাসি কিংডমের পাশেই আছে ওয়াটার কিংডম। এতে উপভোগ করা যাবে বিভিন্ন ওয়েভ রাইডস, জায়ান্ট পুল, লেজি রিভার এবং ডিজে পার্টি।
এই ঈদে চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে ভিন্ন রকম সাজে। এই পার্ক কমপ্লেক্সে রয়েছে সি ওয়ার্ল্ড কনকর্ড এবং ফয়’স লেক রিসোর্ট। পার্কটিতে শহরের কোলাহল নেই। পাবেন মনোরম প্রাকৃতিক পরিবেশ আর জীববৈচিত্র্য। পাহাড়ের সঙ্গে আছে বিরল প্রজাতির বিভিন্ন গাছগাছালি। ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক সাজানো হয়েছে শিশু ও বড়দের বিভিন্ন রাইড দিয়ে। এখানকার রাইডগুলোর মধ্যে ফেরিস হুইল, বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, পনি অ্যাডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন প্রভৃতি উল্লেখযোগ্য।
এবারের ঈদে এখানে যোগ হতে যাচ্ছে এয়ারবর্ন শট, ফ্লাইং বাস, হ্যাপি ক্যাঙারু, সান অ্যান্ড মুন, স্কাই হুপার এবং রিয়েলিটি রাইড হারিকেন ৩৬০। এই রাইডগুলো অতিথিদের আনন্দ এবং রোমাঞ্চের মাত্রা আরও বাড়িয়ে দেবে।
এবারের ঈদে বেশ লম্বা ছুটি পাওয়া যাবে। এই ছুটিগুলো কাটিয়ে দিতে পারেন ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেক কনকর্ডে। ঢাকার কর্মব্যস্ত মানুষের জন্য বর্ণিলভাবে সাজানো হয়েছে থিম পার্ক ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং আর হেরিটেজ পার্ক। আর চট্টগ্রামের মানুষদের জন্য আছে প্রকৃতির কোল ঘেঁষে তৈরি ফয়’স লেক কনকর্ড।
দেশের প্রথম স্বয়ংসম্পূর্ণ থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে থ্রিলিং সব রাইডের সঙ্গে আছে বিশাল ওয়াটার কিংডম। আধুনিক বিনোদন জগতের সঙ্গে তাল মিলিয়ে রয়েছে রোমাঞ্চকর এক্সট্রিম রেসিং গো-কার্ট। আছে রোলার কোস্টার, ফেরিস হুইল, জুজু ট্রেন, বাম্পার কার, হ্যাপি ক্যাঙারু, ম্যাজিক কার্পেট, হারিকেন ৩৬০ ভি আরসহ ২০টির বেশি রাইড। আরও আছে দেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের রেপ্লিকা। খাবারের স্বাদ নিতে রয়েছে লিয়া রেস্টুরেন্টের মতো মাল্টি-কুইজিন রেস্টুরেন্ট। সঙ্গে রাতযাপন এবং বারবিকিউ উপভোগের জন্য রিসোর্ট আটলান্টিস।
ফ্যান্টাসি কিংডমের পাশেই আছে ওয়াটার কিংডম। এতে উপভোগ করা যাবে বিভিন্ন ওয়েভ রাইডস, জায়ান্ট পুল, লেজি রিভার এবং ডিজে পার্টি।
এই ঈদে চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে ভিন্ন রকম সাজে। এই পার্ক কমপ্লেক্সে রয়েছে সি ওয়ার্ল্ড কনকর্ড এবং ফয়’স লেক রিসোর্ট। পার্কটিতে শহরের কোলাহল নেই। পাবেন মনোরম প্রাকৃতিক পরিবেশ আর জীববৈচিত্র্য। পাহাড়ের সঙ্গে আছে বিরল প্রজাতির বিভিন্ন গাছগাছালি। ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক সাজানো হয়েছে শিশু ও বড়দের বিভিন্ন রাইড দিয়ে। এখানকার রাইডগুলোর মধ্যে ফেরিস হুইল, বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, পনি অ্যাডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন প্রভৃতি উল্লেখযোগ্য।
এবারের ঈদে এখানে যোগ হতে যাচ্ছে এয়ারবর্ন শট, ফ্লাইং বাস, হ্যাপি ক্যাঙারু, সান অ্যান্ড মুন, স্কাই হুপার এবং রিয়েলিটি রাইড হারিকেন ৩৬০। এই রাইডগুলো অতিথিদের আনন্দ এবং রোমাঞ্চের মাত্রা আরও বাড়িয়ে দেবে।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
২২ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২২ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২৩ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২৩ দিন আগে