দেশে ভ্রমণের ক্ষেত্রে সিলেট যেন এক মহারানি। চা-বাগান, পাহাড়, নদী, ঝরনা, বিল কী নেই এ জেলায়। এ জেলারই এক উপজেলা জৈন্তাপুর। এখানে দেখা যাবে নীল পানির সারি নদী, চা-বাগান আর লাল শাপলার বিল। শীতে বেরিয়ে পড়বেন না কি? ছবি তুলেছেন মো. রেজওয়ান করিম সাব্বির।
জীবনধারা ডেস্ক
মেঘালয়ের জংলা টিলা ছাপিয়ে দূরের আবছা পাহাড়ের আড়াল ভেদ করে ভারতের মাইনথু নদীটি কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে এ দেশে সারি নদী নামে পরিচিতি পেয়েছে।
ভূমি রূপের কারণে নদীটির পানি কোথাও সবুজ আবার কোথাও পান্না রং ধারণ করে।
শীতের শুরু থেকে গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত নীল স্বচ্ছ পানি চোখে পড়বে সারি নদীতে।
সারি নদী ও লালাখাল নাম ভিন্ন হলেও আসলে একই নদী।
লালাখাল পর্যটনকেন্দ্রটি সারি নদীরই অংশ।
সারিঘাট থেকে নৌকায় লালাখাল হয়ে ভারত সীমান্তের জিরো পয়েন্টে পৌঁছাতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে।
সারিঘাট থেকে নৌকায় জিরো পয়েন্ট পর্যন্ত ভাড়া প্রায় দুই হাজার টাকা।
শাপলা কিন্তু লাল রঙেরও হয়।
জৈন্তাপুরে রয়েছে লাল শাপলার বিল ও লাল শাপলার লেক।
লাল শাপলার বিল ও লেক আপনাকে দেবে আলাদা আলাদা অভিজ্ঞতা।
সারি নদীর তীরেই আছে লালাখাল চা-বাগান।
সারি নদী, লাল শাপলার বিল দেখে যেতে পারেন লালাখাল চা-বাগান দেখতে।
মেঘালয়ের জংলা টিলা ছাপিয়ে দূরের আবছা পাহাড়ের আড়াল ভেদ করে ভারতের মাইনথু নদীটি কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে এ দেশে সারি নদী নামে পরিচিতি পেয়েছে।
ভূমি রূপের কারণে নদীটির পানি কোথাও সবুজ আবার কোথাও পান্না রং ধারণ করে।
শীতের শুরু থেকে গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত নীল স্বচ্ছ পানি চোখে পড়বে সারি নদীতে।
সারি নদী ও লালাখাল নাম ভিন্ন হলেও আসলে একই নদী।
লালাখাল পর্যটনকেন্দ্রটি সারি নদীরই অংশ।
সারিঘাট থেকে নৌকায় লালাখাল হয়ে ভারত সীমান্তের জিরো পয়েন্টে পৌঁছাতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে।
সারিঘাট থেকে নৌকায় জিরো পয়েন্ট পর্যন্ত ভাড়া প্রায় দুই হাজার টাকা।
শাপলা কিন্তু লাল রঙেরও হয়।
জৈন্তাপুরে রয়েছে লাল শাপলার বিল ও লাল শাপলার লেক।
লাল শাপলার বিল ও লেক আপনাকে দেবে আলাদা আলাদা অভিজ্ঞতা।
সারি নদীর তীরেই আছে লালাখাল চা-বাগান।
সারি নদী, লাল শাপলার বিল দেখে যেতে পারেন লালাখাল চা-বাগান দেখতে।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫