ফিচার ডেস্ক
দেশের হাওর ও নদীকেন্দ্রিক নৌ পর্যটনের সম্ভাবনাকে বেশ খানিক এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশ হাউসবোট মালিক সমিতি। পর্যটনের এই খাতকে আরও এগিয়ে নিতে প্রথমবারের মতো রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে বাংলাদেশ হাউসবোট মেলা। ২০ ও ২১ জুন, শুক্র ও শনিবার আগারগাঁওয়ের পর্যটন ভবন প্রাঙ্গণে এই ব্যতিক্রমী মেলার আয়োজন করেছে বাংলাদেশ হাউসবোট মালিক সমিতি। এ মেলার সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের হাউসবোট ও পানিকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা তুলে ধরা।
মেলায় অংশ নেবে হাউসবোট মালিক, পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী এবং হাজারো দর্শনার্থী।
মেলায় প্রদর্শিত হবে আধুনিক ও দৃষ্টিনন্দন হাউসবোট, যা শুধু ভ্রমণের জন্যই নয়, বসবাসযোগ্য ভাসমান ঘর হিসেবেও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। পাশাপাশি থাকবে হাউসবোট প্রযুক্তি, ডিজাইন ও আরামদায়ক জলজ জীবনযাপনের প্রদর্শনী ও আলোচনা সভা। এই আয়োজন জলভিত্তিক টেকসই জীবনের ধারণাকে উৎসাহিত করবে এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্যের নতুন মাত্রা উন্মোচন করবে।
হাউসবোট মেলায় অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। এখানে জানা যাবে জলজ পর্যটনের আধুনিক দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। এতে দেশের পর্যটন খাতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের আশা, নিরাপদ, সংগঠিত ও পরিবেশবান্ধব পর্যটন গড়ে তুলতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের হাওর ও নদীকেন্দ্রিক নৌ পর্যটনের সম্ভাবনাকে বেশ খানিক এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশ হাউসবোট মালিক সমিতি। পর্যটনের এই খাতকে আরও এগিয়ে নিতে প্রথমবারের মতো রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে বাংলাদেশ হাউসবোট মেলা। ২০ ও ২১ জুন, শুক্র ও শনিবার আগারগাঁওয়ের পর্যটন ভবন প্রাঙ্গণে এই ব্যতিক্রমী মেলার আয়োজন করেছে বাংলাদেশ হাউসবোট মালিক সমিতি। এ মেলার সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের হাউসবোট ও পানিকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা তুলে ধরা।
মেলায় অংশ নেবে হাউসবোট মালিক, পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী এবং হাজারো দর্শনার্থী।
মেলায় প্রদর্শিত হবে আধুনিক ও দৃষ্টিনন্দন হাউসবোট, যা শুধু ভ্রমণের জন্যই নয়, বসবাসযোগ্য ভাসমান ঘর হিসেবেও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। পাশাপাশি থাকবে হাউসবোট প্রযুক্তি, ডিজাইন ও আরামদায়ক জলজ জীবনযাপনের প্রদর্শনী ও আলোচনা সভা। এই আয়োজন জলভিত্তিক টেকসই জীবনের ধারণাকে উৎসাহিত করবে এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্যের নতুন মাত্রা উন্মোচন করবে।
হাউসবোট মেলায় অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। এখানে জানা যাবে জলজ পর্যটনের আধুনিক দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। এতে দেশের পর্যটন খাতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের আশা, নিরাপদ, সংগঠিত ও পরিবেশবান্ধব পর্যটন গড়ে তুলতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫