নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অসংখ্য দ্বীপের দেশ মালদ্বীপ পৃথিবীর অন্যতম ভ্রমণগন্তব্য। দেশটিতে রয়েছে অনেক দর্শনীয় স্থান। যাঁরা সমুদ্র আর নির্মল প্রকৃতি ভালোবাসেন, তাঁদের কাছে মালদ্বীপ একটি আকর্ষণীয় গন্তব্য।
মালে: ছোট ছোট প্রায় ১ হাজার ২০০ দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। পর্যটকদের বিশেষ আকর্ষণ দেশটির রাজধানী মালে। প্রায় দেড় কিলোমিটার লম্বা ও এক কিলোমিটার চওড়া এই দ্বীপ বিশ্বের জনবহুল শহরের মধ্যে একটি।
ওয়াটার স্পট: রংবেরঙের ভবন ও পুরোনো আমলের মসজিদ দেখা যায় এখানে। যাঁরা সমুদ্রের সৌন্দর্য নিবিড়ভাবে উপভোগ করতে চান, তাঁদের জন্য মালদ্বীপের ওয়াটার স্পট প্রথম আকর্ষণের জায়গা। এখানে কিছুক্ষণ খেলাধুলা করলে মন দ্রুত ভালো হয়ে যাবে এবং হতাশা ও দুশ্চিন্তা থেকে অনেকটাই দূরে থাকা যাবে।
মাফুশি দ্বীপ: মাফুশি দ্বীপে না গেলে একজন পর্যটকের মালদ্বীপ ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যাবে। ডাইভিং ও স্নোরকেলিংয়ের জন্য আকর্ষণীয় এই দ্বীপ। এখানে ছোট ছোট হাঙর, কচ্ছপ, মন্টা ও ক্রান্তীয় মাছ দেখা যাবে।
বানানা রিফ: ইংরেজিতে বানানা রিফ নামে পরিচিত কলাবর্ম মালদ্বীপের অন্যতম আকর্ষণীয় আরেকটি দ্বীপ। প্রবালের সৃষ্ট এই কলাবর্ম মালদ্বীপের অন্যতম প্রাচীন নিদর্শন।
কৃত্রিম সৈকত: শুধু প্রাকৃতিক নয়, মালদ্বীপে আছে কৃত্রিম সৈকত। পর্যটকেরা মালে গিয়ে প্রাকৃতিক সৈকতের পাশাপাশি দেখতে পাবেন পৃথিবীর একমাত্র মানুষের তৈরি সৈকতটি।
অসংখ্য দ্বীপের দেশ মালদ্বীপ পৃথিবীর অন্যতম ভ্রমণগন্তব্য। দেশটিতে রয়েছে অনেক দর্শনীয় স্থান। যাঁরা সমুদ্র আর নির্মল প্রকৃতি ভালোবাসেন, তাঁদের কাছে মালদ্বীপ একটি আকর্ষণীয় গন্তব্য।
মালে: ছোট ছোট প্রায় ১ হাজার ২০০ দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। পর্যটকদের বিশেষ আকর্ষণ দেশটির রাজধানী মালে। প্রায় দেড় কিলোমিটার লম্বা ও এক কিলোমিটার চওড়া এই দ্বীপ বিশ্বের জনবহুল শহরের মধ্যে একটি।
ওয়াটার স্পট: রংবেরঙের ভবন ও পুরোনো আমলের মসজিদ দেখা যায় এখানে। যাঁরা সমুদ্রের সৌন্দর্য নিবিড়ভাবে উপভোগ করতে চান, তাঁদের জন্য মালদ্বীপের ওয়াটার স্পট প্রথম আকর্ষণের জায়গা। এখানে কিছুক্ষণ খেলাধুলা করলে মন দ্রুত ভালো হয়ে যাবে এবং হতাশা ও দুশ্চিন্তা থেকে অনেকটাই দূরে থাকা যাবে।
মাফুশি দ্বীপ: মাফুশি দ্বীপে না গেলে একজন পর্যটকের মালদ্বীপ ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যাবে। ডাইভিং ও স্নোরকেলিংয়ের জন্য আকর্ষণীয় এই দ্বীপ। এখানে ছোট ছোট হাঙর, কচ্ছপ, মন্টা ও ক্রান্তীয় মাছ দেখা যাবে।
বানানা রিফ: ইংরেজিতে বানানা রিফ নামে পরিচিত কলাবর্ম মালদ্বীপের অন্যতম আকর্ষণীয় আরেকটি দ্বীপ। প্রবালের সৃষ্ট এই কলাবর্ম মালদ্বীপের অন্যতম প্রাচীন নিদর্শন।
কৃত্রিম সৈকত: শুধু প্রাকৃতিক নয়, মালদ্বীপে আছে কৃত্রিম সৈকত। পর্যটকেরা মালে গিয়ে প্রাকৃতিক সৈকতের পাশাপাশি দেখতে পাবেন পৃথিবীর একমাত্র মানুষের তৈরি সৈকতটি।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫