ফিচার ডেস্ক
ঈদের সময়ও আবহাওয়া অনেকটা গরম থাকবে বোঝা যাচ্ছে। ঈদে রান্নাঘরের ব্যস্ততা যত থাকুক, বাইরে গেলে একটু সাজগোজ তো করা হয়ই। গরমে ঘাম হবে। আর ঘাম হলে মুখের সাজ যদি গলে যায়—এ নিয়ে দুশ্চিন্তা আছে প্রায় সবার। গরমের ঈদে ঘাম প্রতিরোধী বা সোয়েটপ্রুফ মেকআপ করার কিছু ধাপ মেনে চললে থাকা যাবে নিশ্চিন্ত।
ধাপ ১
মেকআপ করার আগে পাতলা কাপড়ে বরফ জড়িয়ে মুখে ৫ মিনিট বুলিয়ে নিন। এতে মেকআপ করতে সুবিধা হবে, গলে যাওয়ার আশঙ্কা থাকবে না এবং লোমকূপ বন্ধ হয়ে যাওয়ায় ত্বক মসৃণ লাগবে।
ধাপ ২
বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মেকআপের আগে ত্বকে ময়শ্চারাইজার লাগাতে হবে। ত্বক তৈলাক্ত হলে ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক ঘেমে যাওয়ার প্রবণতা কমবে।
ধাপ ৩
এরপর সানস্ক্রিন লাগাতে হবে। আমাদের যে ধরনের আবহাওয়ায় থাকতে হয়, তাতে অন্তত এসপিএফ ৩০ প্রয়োজন। যদি খুব অল্প সময়ের জন্য রোদে থাকেন, সে ক্ষেত্রে এর থেকে কম ব্যবহার করতে পারেন। রোদে থাকার সময় যত বেশি, এসপিএফের মানও তত বাড়াতে হবে। এ ক্ষেত্রে ওয়াটার বেসড বা পাউডার ফরমের সানস্ক্রিন ব্যবহার করুন। শরীরের যে অংশগুলো রোদের সংস্পর্শে আসবে, সে অংশগুলোতে সানস্ক্রিন মাখতে হবে।
ধাপ ৪
সানস্ক্রিন ব্যবহারের কয়েক মিনিট পর প্রাইমার লাগাতে হবে। এরপর ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। এ সময় ওয়াটার বেসড বা তরল ফাউন্ডেশন ব্যবহার করা ভালো।
ধাপ ৫
যাঁরা খুব বেশি মেকআপ করবেন না ভাবছেন, তাঁরা ত্বকে অল্প কনসিলার ব্যবহার করে নিতে পারেন। আজকাল কমপ্যাক্টও হালকা কভারেজ দিয়ে থাকে। বেস খুব হালকা রাখার চেষ্টা করুন, এতে সাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কমে।
ধাপ ৬
এ সময় ওয়াটারপ্রুফ আইলাইনার বা ঘেমে গেলে ছড়িয়ে যাবে না, এমন কাজল ব্যবহার করুন। ছড়িয়ে যাওয়ার আশঙ্কা কমাতে কাজলের রেখার ওপর একই রঙের আইশ্যাডো বুলিয়ে নিন। মাসকারার ক্ষেত্রেও ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করুন। তবে ল্যাশ ঘন হলে মাসকারা ব্যবহার না করলেও হয়। আর নষ্ট যাতে না হয়, সে জন্য বেছে নিন ম্যাট লিপস্টিক।
সূত্র: পাম্প অ্যান্ড পুশ আপস
ঈদের সময়ও আবহাওয়া অনেকটা গরম থাকবে বোঝা যাচ্ছে। ঈদে রান্নাঘরের ব্যস্ততা যত থাকুক, বাইরে গেলে একটু সাজগোজ তো করা হয়ই। গরমে ঘাম হবে। আর ঘাম হলে মুখের সাজ যদি গলে যায়—এ নিয়ে দুশ্চিন্তা আছে প্রায় সবার। গরমের ঈদে ঘাম প্রতিরোধী বা সোয়েটপ্রুফ মেকআপ করার কিছু ধাপ মেনে চললে থাকা যাবে নিশ্চিন্ত।
ধাপ ১
মেকআপ করার আগে পাতলা কাপড়ে বরফ জড়িয়ে মুখে ৫ মিনিট বুলিয়ে নিন। এতে মেকআপ করতে সুবিধা হবে, গলে যাওয়ার আশঙ্কা থাকবে না এবং লোমকূপ বন্ধ হয়ে যাওয়ায় ত্বক মসৃণ লাগবে।
ধাপ ২
বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মেকআপের আগে ত্বকে ময়শ্চারাইজার লাগাতে হবে। ত্বক তৈলাক্ত হলে ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক ঘেমে যাওয়ার প্রবণতা কমবে।
ধাপ ৩
এরপর সানস্ক্রিন লাগাতে হবে। আমাদের যে ধরনের আবহাওয়ায় থাকতে হয়, তাতে অন্তত এসপিএফ ৩০ প্রয়োজন। যদি খুব অল্প সময়ের জন্য রোদে থাকেন, সে ক্ষেত্রে এর থেকে কম ব্যবহার করতে পারেন। রোদে থাকার সময় যত বেশি, এসপিএফের মানও তত বাড়াতে হবে। এ ক্ষেত্রে ওয়াটার বেসড বা পাউডার ফরমের সানস্ক্রিন ব্যবহার করুন। শরীরের যে অংশগুলো রোদের সংস্পর্শে আসবে, সে অংশগুলোতে সানস্ক্রিন মাখতে হবে।
ধাপ ৪
সানস্ক্রিন ব্যবহারের কয়েক মিনিট পর প্রাইমার লাগাতে হবে। এরপর ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। এ সময় ওয়াটার বেসড বা তরল ফাউন্ডেশন ব্যবহার করা ভালো।
ধাপ ৫
যাঁরা খুব বেশি মেকআপ করবেন না ভাবছেন, তাঁরা ত্বকে অল্প কনসিলার ব্যবহার করে নিতে পারেন। আজকাল কমপ্যাক্টও হালকা কভারেজ দিয়ে থাকে। বেস খুব হালকা রাখার চেষ্টা করুন, এতে সাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কমে।
ধাপ ৬
এ সময় ওয়াটারপ্রুফ আইলাইনার বা ঘেমে গেলে ছড়িয়ে যাবে না, এমন কাজল ব্যবহার করুন। ছড়িয়ে যাওয়ার আশঙ্কা কমাতে কাজলের রেখার ওপর একই রঙের আইশ্যাডো বুলিয়ে নিন। মাসকারার ক্ষেত্রেও ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করুন। তবে ল্যাশ ঘন হলে মাসকারা ব্যবহার না করলেও হয়। আর নষ্ট যাতে না হয়, সে জন্য বেছে নিন ম্যাট লিপস্টিক।
সূত্র: পাম্প অ্যান্ড পুশ আপস
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫