শারমিন কচি
প্রশ্ন: ডিসেম্বর মাসে আমার বিয়ে। আরও এক মাস সময় আছে। ত্বক অনেকটাই শুষ্ক ধরনের। বিয়ের আগে ত্বক উজ্জ্বল করতে কী করতে পারি? একটা কমপ্লিট রুটিন পেলে ভালো হতো।
মেঘনা সরকার, ঢাকা
উত্তর: এ ক্ষেত্রে যাঁরা বাড়িতে যত্ন নেওয়ার সময় পান না বা চাকরি করেন, তাঁরা ভালো কোনো স্যালন বা পারলারে গিয়ে প্রি-ব্রাইডাল প্যাকেজ নিতে পারেন। পারলারগুলোয় এখন বিভিন্ন ধরনের প্রি ও পোস্ট ব্রাইডাল প্যাকেজ থাকে। এর বাইরে ঘরে বসে যত্ন নিতে পারেন। এখন বড় বড় দোকানে ডিপ ক্লিনজার কিনতে পাওয়া যায়। সেগুলো দিয়ে সপ্তাহে একবার ত্বক ডিপ ক্লিন ও স্ক্রাব করে একটা ভালো প্যাক লাগিয়ে নিতে পারেন। এ ছাড়া ত্বকে নিয়মিত উপটান ব্যবহার করতে পারেন। ত্বকে অ্যালার্জি থাকলে হলুদ ছাড়া উপটান মেখে নিতে পারেন।
প্রশ্ন: শীত আসার আগেই আমার কনুই ও গোড়ালিতে সাদা স্তর পড়ে। গোসলের সময় পামিস স্টোন ও ব্রাশ দিয়ে ঘষলেও এই সাদাটে ভাব রয়ে যায়। সমস্যা সমাধানের জন্য কী করতে পারি?
রিভু ফারহানা, পিরোজপুর
উত্তর: এটা ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও হতে পারে। এ জন্য অলিভ অয়েলের সঙ্গে গোলাপজল বা সাধারণ পানি মিশিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। পাশাপাশি ডিপ ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আপার লিপ থ্রেডিং করার পর ছোট ছোট র্যাশ বের হয়। এই র্যাশগুলো পরে কালো হয়ে যায়। এই কালচে দাগ সরে না, থেকেই যায়। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার
উত্তর: থ্রেড অ্যালার্জি রয়েছে আপনার। এ জন্য এখন থেকে পারলারে গেলে বলতে হবে, যাতে থ্রেডিংয়ের সময় পাউডার ব্যবহার না করে এবং ত্বক পানি দিয়ে ভিজিয়ে তারপর সুতো দিয়ে থ্রেড করে। থ্রেডিং শেষে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে। এ ছাড়া পেভিসন অয়েনমেন্টও ভালো কাজ করে। থ্রেডিংয়ের পর বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করে ওই জায়গায় এই অয়েনমেন্ট ব্যবহারেও উপকার পাওয়া যায়।
পরামর্শ: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
প্রশ্ন: ডিসেম্বর মাসে আমার বিয়ে। আরও এক মাস সময় আছে। ত্বক অনেকটাই শুষ্ক ধরনের। বিয়ের আগে ত্বক উজ্জ্বল করতে কী করতে পারি? একটা কমপ্লিট রুটিন পেলে ভালো হতো।
মেঘনা সরকার, ঢাকা
উত্তর: এ ক্ষেত্রে যাঁরা বাড়িতে যত্ন নেওয়ার সময় পান না বা চাকরি করেন, তাঁরা ভালো কোনো স্যালন বা পারলারে গিয়ে প্রি-ব্রাইডাল প্যাকেজ নিতে পারেন। পারলারগুলোয় এখন বিভিন্ন ধরনের প্রি ও পোস্ট ব্রাইডাল প্যাকেজ থাকে। এর বাইরে ঘরে বসে যত্ন নিতে পারেন। এখন বড় বড় দোকানে ডিপ ক্লিনজার কিনতে পাওয়া যায়। সেগুলো দিয়ে সপ্তাহে একবার ত্বক ডিপ ক্লিন ও স্ক্রাব করে একটা ভালো প্যাক লাগিয়ে নিতে পারেন। এ ছাড়া ত্বকে নিয়মিত উপটান ব্যবহার করতে পারেন। ত্বকে অ্যালার্জি থাকলে হলুদ ছাড়া উপটান মেখে নিতে পারেন।
প্রশ্ন: শীত আসার আগেই আমার কনুই ও গোড়ালিতে সাদা স্তর পড়ে। গোসলের সময় পামিস স্টোন ও ব্রাশ দিয়ে ঘষলেও এই সাদাটে ভাব রয়ে যায়। সমস্যা সমাধানের জন্য কী করতে পারি?
রিভু ফারহানা, পিরোজপুর
উত্তর: এটা ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও হতে পারে। এ জন্য অলিভ অয়েলের সঙ্গে গোলাপজল বা সাধারণ পানি মিশিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। পাশাপাশি ডিপ ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আপার লিপ থ্রেডিং করার পর ছোট ছোট র্যাশ বের হয়। এই র্যাশগুলো পরে কালো হয়ে যায়। এই কালচে দাগ সরে না, থেকেই যায়। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার
উত্তর: থ্রেড অ্যালার্জি রয়েছে আপনার। এ জন্য এখন থেকে পারলারে গেলে বলতে হবে, যাতে থ্রেডিংয়ের সময় পাউডার ব্যবহার না করে এবং ত্বক পানি দিয়ে ভিজিয়ে তারপর সুতো দিয়ে থ্রেড করে। থ্রেডিং শেষে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে। এ ছাড়া পেভিসন অয়েনমেন্টও ভালো কাজ করে। থ্রেডিংয়ের পর বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করে ওই জায়গায় এই অয়েনমেন্ট ব্যবহারেও উপকার পাওয়া যায়।
পরামর্শ: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
২৪ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২৪ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২৪ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২৪ দিন আগে