ফিচার ডেস্ক
চুল ধীরে ধীরে আরও পাতলা হয়ে যাওয়াকে বলে হেয়ার থিনিং। এটি বিভিন্ন কারণে হতে পারে। এগুলোর মধ্যে আছে জিনগত কারণ, হরমোনের ভারসাম্যহীনতা, মানসিক চাপ, খাদ্যতালিকায় পুষ্টিকর খাবারের অভাব, চিকিৎসা বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি। চুল যদি বেশি পড়তে থাকে, চুলের টেক্সচারে পরিবর্তন হয় বা মাথার ত্বক আরও দৃশ্যমান হয়ে উঠতে থাকে, তবে এটি হেয়ার থিনিংয়ের পর্যায়ে পড়তে পারে।
এই অবস্থার মোকাবিলা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। যা করতে পারেন—
» চুল পর্যাপ্ত ভিটামিন এবং খনিজ পাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে আয়রন, ভিটামিন ডি, বায়োটিন ও জিংক।
» পার্ম, ডাই ও রিল্যাক্সারের মতো রাসায়নিক চিকিৎসা কম করাতে হবে। এগুলো চুল দুর্বল করে দেয়।
» হালকা এবং সালফেটমুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে।
» চুলে তাপ দিয়ে স্টাইল করা থেকে বিরত থাকতে হবে। অথবা স্টাইল করার সময় যন্ত্রের তাপে চুলের ক্ষতি কম হয়, সে রকম প্রোটেকট্যান্ট ব্যবহার করতে হবে।
» দীর্ঘস্থায়ী মানসিক চাপে চুল পড়তে পারে। যোগব্যায়াম, ধ্যান বা গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপের স্তর কমাতে সাহায্য করতে পারে। তাতে চুল থাকবে স্বাস্থ্যকর।
» মাথার ত্বকে মৃদু ম্যাসাজ রক্তসঞ্চালন বাড়ায়। এটি চুল বৃদ্ধি করতে সহায়ক।
» চুলে চাপ কমানোর জন্য টান টান করে অনেকে চুল বাঁধেন। কোনোভাবেই এটি করা ঠিক হবে না।
চুল ধীরে ধীরে আরও পাতলা হয়ে যাওয়াকে বলে হেয়ার থিনিং। এটি বিভিন্ন কারণে হতে পারে। এগুলোর মধ্যে আছে জিনগত কারণ, হরমোনের ভারসাম্যহীনতা, মানসিক চাপ, খাদ্যতালিকায় পুষ্টিকর খাবারের অভাব, চিকিৎসা বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি। চুল যদি বেশি পড়তে থাকে, চুলের টেক্সচারে পরিবর্তন হয় বা মাথার ত্বক আরও দৃশ্যমান হয়ে উঠতে থাকে, তবে এটি হেয়ার থিনিংয়ের পর্যায়ে পড়তে পারে।
এই অবস্থার মোকাবিলা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। যা করতে পারেন—
» চুল পর্যাপ্ত ভিটামিন এবং খনিজ পাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে আয়রন, ভিটামিন ডি, বায়োটিন ও জিংক।
» পার্ম, ডাই ও রিল্যাক্সারের মতো রাসায়নিক চিকিৎসা কম করাতে হবে। এগুলো চুল দুর্বল করে দেয়।
» হালকা এবং সালফেটমুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে।
» চুলে তাপ দিয়ে স্টাইল করা থেকে বিরত থাকতে হবে। অথবা স্টাইল করার সময় যন্ত্রের তাপে চুলের ক্ষতি কম হয়, সে রকম প্রোটেকট্যান্ট ব্যবহার করতে হবে।
» দীর্ঘস্থায়ী মানসিক চাপে চুল পড়তে পারে। যোগব্যায়াম, ধ্যান বা গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপের স্তর কমাতে সাহায্য করতে পারে। তাতে চুল থাকবে স্বাস্থ্যকর।
» মাথার ত্বকে মৃদু ম্যাসাজ রক্তসঞ্চালন বাড়ায়। এটি চুল বৃদ্ধি করতে সহায়ক।
» চুলে চাপ কমানোর জন্য টান টান করে অনেকে চুল বাঁধেন। কোনোভাবেই এটি করা ঠিক হবে না।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
২৪ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২৪ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২৫ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২৫ দিন আগে