জীবনধারা ডেস্ক
‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। এরপর ‘কলা’ ও ‘এনিমেল’ চলচ্চিত্রের মাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। স্ক্রিনে সেই অর্থে কখনো লাউড মেকআপে দেখা যায়নি এই তারকাকে। নিয়মিত যাঁরা তৃপ্তি দিমরির ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তাঁরা জানেন, এই নায়িকা আগাগোড়া মিনিমালিস্ট।
মিনিমালিস্ট হলেও বি–টাউনে যাঁর বিচরণ, তাঁর তো সৌন্দর্য মন্ত্র কিছু না কিছু থাকবেই। তৃপ্তি দিমরির ভাষ্য, আত্মবিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই খুব জরুরি। আত্মবিশ্বাস থাকলে দেখতে ভালোলাগে। তা ছাড়া ত্বক ও স্বাস্থ্য়ের প্রতি প্রতিদিনই যত্নবান থাকা প্রয়োজন।
ব্যক্তিগত জীবনে খানিকটা অন্তর্মুখী আর লাজুক স্বভাবের হলেও শুটিংয়ের সেটে গেলে তৃপ্তি দিমরি যেন একেবারেই ভিন্ন মানুষ হয়ে ওঠেন। তিনি নিজেই এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘কাজে যখন থাক, তখন একেবারে চরিত্রে ডুবে যাই, আর এটাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে।’
সুস্বাস্থ্য ও সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি। তৃপ্তি বলেন, ‘যখন থেকে আমি পর্যাপ্ত ঘুমানোর বিষয়ে সচেতন হয়েছি, তখন থেকে আমার ত্বকের সমস্যা কমতে শুরু করেছে ও শরীর–মনও ফুরফুরে থাকছে।’ সুন্দর ত্বক পেতে হলে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে; আর ভালো ঘুম হলে শরীর শক্তি ফিরে পাবে। যোগ করেন তিনি।
ভারী মেকআপে ইতস্তত করলেও পোশাক–আশাক নিয়ে নিরীক্ষা করতে একেবারেই ভয় পান না এই নায়িকা। তবে জুয়েলারি ব্যবহারের ক্ষেত্রে ছিমছাম আর হালকা ধাঁচের গয়নাই তাঁর প্রিয়।
কখনো যদি ভারী মেকআপ করতেই হয়, তখন নজর দেন চোখের সাজে। দিমরির বোল্ড আই মেকআপই বাজিমাত করে দেয়!
সূত্র: ফেমিনা ও অন্যান্য
‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। এরপর ‘কলা’ ও ‘এনিমেল’ চলচ্চিত্রের মাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। স্ক্রিনে সেই অর্থে কখনো লাউড মেকআপে দেখা যায়নি এই তারকাকে। নিয়মিত যাঁরা তৃপ্তি দিমরির ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তাঁরা জানেন, এই নায়িকা আগাগোড়া মিনিমালিস্ট।
মিনিমালিস্ট হলেও বি–টাউনে যাঁর বিচরণ, তাঁর তো সৌন্দর্য মন্ত্র কিছু না কিছু থাকবেই। তৃপ্তি দিমরির ভাষ্য, আত্মবিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই খুব জরুরি। আত্মবিশ্বাস থাকলে দেখতে ভালোলাগে। তা ছাড়া ত্বক ও স্বাস্থ্য়ের প্রতি প্রতিদিনই যত্নবান থাকা প্রয়োজন।
ব্যক্তিগত জীবনে খানিকটা অন্তর্মুখী আর লাজুক স্বভাবের হলেও শুটিংয়ের সেটে গেলে তৃপ্তি দিমরি যেন একেবারেই ভিন্ন মানুষ হয়ে ওঠেন। তিনি নিজেই এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘কাজে যখন থাক, তখন একেবারে চরিত্রে ডুবে যাই, আর এটাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে।’
সুস্বাস্থ্য ও সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি। তৃপ্তি বলেন, ‘যখন থেকে আমি পর্যাপ্ত ঘুমানোর বিষয়ে সচেতন হয়েছি, তখন থেকে আমার ত্বকের সমস্যা কমতে শুরু করেছে ও শরীর–মনও ফুরফুরে থাকছে।’ সুন্দর ত্বক পেতে হলে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে; আর ভালো ঘুম হলে শরীর শক্তি ফিরে পাবে। যোগ করেন তিনি।
ভারী মেকআপে ইতস্তত করলেও পোশাক–আশাক নিয়ে নিরীক্ষা করতে একেবারেই ভয় পান না এই নায়িকা। তবে জুয়েলারি ব্যবহারের ক্ষেত্রে ছিমছাম আর হালকা ধাঁচের গয়নাই তাঁর প্রিয়।
কখনো যদি ভারী মেকআপ করতেই হয়, তখন নজর দেন চোখের সাজে। দিমরির বোল্ড আই মেকআপই বাজিমাত করে দেয়!
সূত্র: ফেমিনা ও অন্যান্য
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
২১ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২১ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২১ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২১ দিন আগে