রসুন আমাদের রান্নাঘরের অপরিহার্য উপকরণ। এর ব্যবহার খাবারের ঘ্রাণ ও স্বাদ যেমন বাড়িয়ে দেয়, তেমনি রয়েছে ঔষধি গুণ। যদিও রসুন সারা বছর পাওয়া যায়। তবে ঝামেলা এড়াতে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন। তবে এতেও রয়েছে বিপত্তি। তাপ বা অন্যান্য কারণে রসুন দ্রুত শুকাতে বা নষ্ট হতে পারে। তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি জাদুকরি কিছু সহজ টিপস, যে উপায়ে রসুন সতেজ ও দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে।
রসুন দীর্ঘ সময় তাজা রাখার ৫ সহজ উপায়:
১. এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন
রসুন সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হলো এর খোসা ছাড়িয়ে এয়ারটাইট পাত্রে ফ্রিজে রাখা। এভাবে রসুন এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়। তবে পাত্রে যেন কোনো আর্দ্রতা না থাকে, তা নিশ্চিত করুন। নইলে রসুন নষ্ট হতে পারে। কর্মজীবী নারীদের জন্য এটি হতে পরে সময় বাঁচানো পদ্ধতি। যাঁরা কর্মজীবী নারী, তাঁদের জন্য এটি একটি দারুণ টিপস। কারণ, রসুনের খোসা ছাড়ানো সময়সাপেক্ষ।
২. রসুন বেটে ফ্রিজে রাখুন
প্রতিদিন রান্নার কাজে রসুন ব্যবহারের জন্য পেস্ট তৈরি করে তা ফ্রিজে রাখতে পারেন। দৈনন্দিন রান্নার কাজে এটি হতে পারে সহজ পদ্ধতি। ঘরে থাকা ব্লেন্ডার অথবা শিলে রসুন বেটে নিন। প্লাস্টিক কিংবা কাচের এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। সামান্য সাদা সিরকা দিতে ভুলবেন না। দীর্ঘদিন সংরক্ষণে এটি স্থায়িত্ব বাড়ায়।
৩. পাটের ব্যাগ ব্যবহার করুন
রসুন সংরক্ষণে পাটের ব্যাগ ব্যবহার করতে পারেন। পাটের ব্যাগে বায়ু চলাচলের সুবিধা থাকে, যা রসুনকে দীর্ঘ সময় তাজা রাখতে সাহায্য করে। এভাবে সংরক্ষণ করলে রসুন এক বছর পর্যন্ত ভালো থাকে।
৪. সুতি কাপড় বা ব্যাগ ব্যবহার করুন
যদি পাটের ব্যাগ না থাকে, তবে সুতি কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারেন। একটি সুতার কাপড় দুই ভাঁজ করে রসুনের গোটা মাথা এর মধ্যে রেখে একটি পোঁটলা তৈরি করুন। এটি আলো কম ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন।
৫. কিছু বিষয় মনে রাখুন
রান্নাঘরে রসুন খোলা অবস্থায় রাখলে একটি ঝুড়িতে রাখুন। তবে ঝুড়িতে বাতাস চলাচলের সুবিধা থাকতে হবে। বাজার থেকে রসুন আনার পর কখনো প্লাস্টিকের ব্যাগে রাখবেন না। কারণ, বাতাস চলাচলের অভাবে এটি নষ্ট হতে পারে। ঝুড়িতে আস্ত রসুন রাখুন। কারণ, কোয়া আলাদা করে রাখলে তা দ্রুত নষ্ট হয়ে যাবে।
পরেরবার রসুন সংরক্ষণের সময় এ টিপসগুলো মাথায় রাখুন।
সূত্র: এনডিটিভি
রসুন আমাদের রান্নাঘরের অপরিহার্য উপকরণ। এর ব্যবহার খাবারের ঘ্রাণ ও স্বাদ যেমন বাড়িয়ে দেয়, তেমনি রয়েছে ঔষধি গুণ। যদিও রসুন সারা বছর পাওয়া যায়। তবে ঝামেলা এড়াতে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন। তবে এতেও রয়েছে বিপত্তি। তাপ বা অন্যান্য কারণে রসুন দ্রুত শুকাতে বা নষ্ট হতে পারে। তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি জাদুকরি কিছু সহজ টিপস, যে উপায়ে রসুন সতেজ ও দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে।
রসুন দীর্ঘ সময় তাজা রাখার ৫ সহজ উপায়:
১. এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন
রসুন সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হলো এর খোসা ছাড়িয়ে এয়ারটাইট পাত্রে ফ্রিজে রাখা। এভাবে রসুন এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়। তবে পাত্রে যেন কোনো আর্দ্রতা না থাকে, তা নিশ্চিত করুন। নইলে রসুন নষ্ট হতে পারে। কর্মজীবী নারীদের জন্য এটি হতে পরে সময় বাঁচানো পদ্ধতি। যাঁরা কর্মজীবী নারী, তাঁদের জন্য এটি একটি দারুণ টিপস। কারণ, রসুনের খোসা ছাড়ানো সময়সাপেক্ষ।
২. রসুন বেটে ফ্রিজে রাখুন
প্রতিদিন রান্নার কাজে রসুন ব্যবহারের জন্য পেস্ট তৈরি করে তা ফ্রিজে রাখতে পারেন। দৈনন্দিন রান্নার কাজে এটি হতে পারে সহজ পদ্ধতি। ঘরে থাকা ব্লেন্ডার অথবা শিলে রসুন বেটে নিন। প্লাস্টিক কিংবা কাচের এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। সামান্য সাদা সিরকা দিতে ভুলবেন না। দীর্ঘদিন সংরক্ষণে এটি স্থায়িত্ব বাড়ায়।
৩. পাটের ব্যাগ ব্যবহার করুন
রসুন সংরক্ষণে পাটের ব্যাগ ব্যবহার করতে পারেন। পাটের ব্যাগে বায়ু চলাচলের সুবিধা থাকে, যা রসুনকে দীর্ঘ সময় তাজা রাখতে সাহায্য করে। এভাবে সংরক্ষণ করলে রসুন এক বছর পর্যন্ত ভালো থাকে।
৪. সুতি কাপড় বা ব্যাগ ব্যবহার করুন
যদি পাটের ব্যাগ না থাকে, তবে সুতি কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারেন। একটি সুতার কাপড় দুই ভাঁজ করে রসুনের গোটা মাথা এর মধ্যে রেখে একটি পোঁটলা তৈরি করুন। এটি আলো কম ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন।
৫. কিছু বিষয় মনে রাখুন
রান্নাঘরে রসুন খোলা অবস্থায় রাখলে একটি ঝুড়িতে রাখুন। তবে ঝুড়িতে বাতাস চলাচলের সুবিধা থাকতে হবে। বাজার থেকে রসুন আনার পর কখনো প্লাস্টিকের ব্যাগে রাখবেন না। কারণ, বাতাস চলাচলের অভাবে এটি নষ্ট হতে পারে। ঝুড়িতে আস্ত রসুন রাখুন। কারণ, কোয়া আলাদা করে রাখলে তা দ্রুত নষ্ট হয়ে যাবে।
পরেরবার রসুন সংরক্ষণের সময় এ টিপসগুলো মাথায় রাখুন।
সূত্র: এনডিটিভি
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৯ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৯ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৯ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৯ দিন আগে