জীবনধারা ডেস্ক
এই তো গেল জুনের ২৩ তারিখ, বিয়ে করলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। বিয়েতে তাঁর সাদামাটা সাজপোশাকই নজর কেড়েছে সবার। বিয়েতে তিনি পরেছিলেন মা পুনম সিনহার আইভরিরঙা ভিন্টেজ শাড়ি ও গয়না।
পরিনীতি চোপড়া বিয়েতে লেহেঙ্গার সঙ্গে কোমরে গুজেছিলেন তাঁর নানির অর্নামেন্টেড চাবির গোছা। তাঁর নানি শাড়ির সঙ্গে কোমরে চাবিসহ বিভিন্ন ধরনের অর্নামেন্টেড চাবির গোছা পরতেন। এই সাজে যখন তিনি পুরো বাড়িতে হেঁটে বেড়াতেন, তখন তাঁকে দেখতে রানির মতো লাগত। এটা ছিল সে সময়কার গৃহকর্ত্রীদের অনন্য এক লুক। আর পরিনীতির এই ইচ্ছেকে পূরণ করতেই ডিজাইনার মনিষ মালহোত্রা তাঁর বিয়ের লেহেঙ্গা তৈরির সময় চাবির গোছাটি সংযুক্ত করে দেন।
স্টাইল আইকন সোনম কাপুর আনন্দ আহুজাকে বিয়ে করেন ২০১৮ সালে। বিয়েতে পরার জন্য তিনি তাঁর মা সুনিতা কাপুরের সংগ্রহ থেকে জুয়েলারি বেছে নেন। ভিন্টেজ এই গয়নায় তিনি সেজে ওঠেন চিরাচরিত ভারতীয় নববধূর সাজে।
কারিনা কাপুর খান তাঁর বিয়েতে শাশুড়ি শর্মিলা ঠাকুরের ব্রাইডাল সারারা পরেছিলেন।
শোনা যায়, প্রিয়াংকা চোপড়া নাকি নিক জোনাসের মায়ের বিয়ের গাউন সেলাই করে নিয়েছিলেন রাল্ফ লরেন থেকে তৈরি করা নিজের বিয়ের গাউনের সঙ্গে।
ইয়ামি গৌতমকে বিয়ের দিন লাগছিল ‘সিম্পল অ্যান্ড সুইট’। এই দিন তিনি পরেছিলেন, সুতোর কাজ করা তাঁর মায়ের ট্র্যাডিশনাল লাল সিল্কের শাড়ি।
সূত্র: নিউজ১৮ ও অন্যান্য
এই তো গেল জুনের ২৩ তারিখ, বিয়ে করলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। বিয়েতে তাঁর সাদামাটা সাজপোশাকই নজর কেড়েছে সবার। বিয়েতে তিনি পরেছিলেন মা পুনম সিনহার আইভরিরঙা ভিন্টেজ শাড়ি ও গয়না।
পরিনীতি চোপড়া বিয়েতে লেহেঙ্গার সঙ্গে কোমরে গুজেছিলেন তাঁর নানির অর্নামেন্টেড চাবির গোছা। তাঁর নানি শাড়ির সঙ্গে কোমরে চাবিসহ বিভিন্ন ধরনের অর্নামেন্টেড চাবির গোছা পরতেন। এই সাজে যখন তিনি পুরো বাড়িতে হেঁটে বেড়াতেন, তখন তাঁকে দেখতে রানির মতো লাগত। এটা ছিল সে সময়কার গৃহকর্ত্রীদের অনন্য এক লুক। আর পরিনীতির এই ইচ্ছেকে পূরণ করতেই ডিজাইনার মনিষ মালহোত্রা তাঁর বিয়ের লেহেঙ্গা তৈরির সময় চাবির গোছাটি সংযুক্ত করে দেন।
স্টাইল আইকন সোনম কাপুর আনন্দ আহুজাকে বিয়ে করেন ২০১৮ সালে। বিয়েতে পরার জন্য তিনি তাঁর মা সুনিতা কাপুরের সংগ্রহ থেকে জুয়েলারি বেছে নেন। ভিন্টেজ এই গয়নায় তিনি সেজে ওঠেন চিরাচরিত ভারতীয় নববধূর সাজে।
কারিনা কাপুর খান তাঁর বিয়েতে শাশুড়ি শর্মিলা ঠাকুরের ব্রাইডাল সারারা পরেছিলেন।
শোনা যায়, প্রিয়াংকা চোপড়া নাকি নিক জোনাসের মায়ের বিয়ের গাউন সেলাই করে নিয়েছিলেন রাল্ফ লরেন থেকে তৈরি করা নিজের বিয়ের গাউনের সঙ্গে।
ইয়ামি গৌতমকে বিয়ের দিন লাগছিল ‘সিম্পল অ্যান্ড সুইট’। এই দিন তিনি পরেছিলেন, সুতোর কাজ করা তাঁর মায়ের ট্র্যাডিশনাল লাল সিল্কের শাড়ি।
সূত্র: নিউজ১৮ ও অন্যান্য
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৭ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৮ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৮ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৮ দিন আগে