জীবনধারা ডেস্ক
বিশ্বের খ্যাতিমান এমন অনেক তারকা আছেন যাঁদের একনামে সবাই চেনে। আবার পড়াশোনা ও বুদ্ধির দিক দিয়েও তাঁদের নাগাল পাওয়া কঠিন। কেউ ছিলেন স্কুলের সেরা শিক্ষার্থী, একসঙ্গে আয়ত্ত করেছেন বেশ কয়েকটি ভাষা। কেউ আবার বইপোকা, সিনেমা করার আগেও একটু পড়াশোনা করে তবেই কাজটা করতে চেয়েছেন। কারও আবার ঝটপট শিখতে পারার ক্ষমতা অসীম। এককথায় যে রাঁধে, সে চুলও বাঁধে। জেনে নিন আন্তর্জাতিক অঙ্গনের এমনই ৫ জন তারকার কথা।
বিশ্বের সেরা সংগীতশিল্পীদের মধ্য়ে অন্যতম শাকিরা। শুধু গায়কিই নয়, জ্ঞানগত জায়গাতেও তাঁকে অনেকের চেয়ে এগিয়ে রাখতে হবে। বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম আইকিউ সোসাইটি মেনসা ইন্টারন্যাশনাল পরিচালিত আইকিউ পরীক্ষায় তিনি ১৪০ আইকিউ এর অধিকারী হয়েছিলেন বলে জানা যায়। কলম্বিয়ান এই শিল্পী ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ ও ইতালিয়ান ভাষায় সমানতালে কথা বলতে পারদর্শী। পাশাপাশি কবিতা পড়তেও ভালোবাসেন তিনি।
এমা ওয়াটসন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেন। পাশাপাশি অক্সফোর্ডেও পড়াশোনা চালিয়ে যান।
মেগান মার্কেল ২০০৩ সালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। এ ছাড়া তিনি কাপা কাপা গামা সরোরিটির সদস্য। কাপা কাপা গামা সরোরিটি কেকেজি নামেও পরিচিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মনমাউথ কলেজে প্রতিষ্ঠিত একটি কলেজিয়েট সরোরিটি। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দুই লাখ ৬০ হাজারেরও বেশি নারীর সদস্যপদ রয়েছে।
আশির দশকের জনপ্রিয় আমেরিকান সুপারমডেল সিন্ডি ক্রফোর্ড। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছিলেন তিনি। তার আগে হাইস্কুল পর্যায়ে ছিলেন ছাত্রীদের মধ্য়ে অন্যতম। পরবর্তীতে ‘ভোগ’ ম্যাগাজিনের কভারে তো জায়গা করে নিয়েছেনই, পাশাপাশি সেরা সুপারমডেলদের তালিকায়ও নাম লিখিয়েছেন।
ব্রিটিশ তারকা কেট বেকিংসেলকে বলা হয় বইপোকা। আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম সিরিজ ‘আন্ডারওয়ার্ল্ড’ এ কাজ করার আগে তিনি অক্সফোর্ডে ফরাসি ও রুশ সাহিত্যে পড়াশোনা করেছেন। তিনি ফরাসি, রুশ, জার্মান ও ইংরেজি এই চারটি ভাষায় অনর্গল কথা বলতেও পারদর্শী।
সূত্র: এমএসএন ডট কম
বিশ্বের খ্যাতিমান এমন অনেক তারকা আছেন যাঁদের একনামে সবাই চেনে। আবার পড়াশোনা ও বুদ্ধির দিক দিয়েও তাঁদের নাগাল পাওয়া কঠিন। কেউ ছিলেন স্কুলের সেরা শিক্ষার্থী, একসঙ্গে আয়ত্ত করেছেন বেশ কয়েকটি ভাষা। কেউ আবার বইপোকা, সিনেমা করার আগেও একটু পড়াশোনা করে তবেই কাজটা করতে চেয়েছেন। কারও আবার ঝটপট শিখতে পারার ক্ষমতা অসীম। এককথায় যে রাঁধে, সে চুলও বাঁধে। জেনে নিন আন্তর্জাতিক অঙ্গনের এমনই ৫ জন তারকার কথা।
বিশ্বের সেরা সংগীতশিল্পীদের মধ্য়ে অন্যতম শাকিরা। শুধু গায়কিই নয়, জ্ঞানগত জায়গাতেও তাঁকে অনেকের চেয়ে এগিয়ে রাখতে হবে। বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম আইকিউ সোসাইটি মেনসা ইন্টারন্যাশনাল পরিচালিত আইকিউ পরীক্ষায় তিনি ১৪০ আইকিউ এর অধিকারী হয়েছিলেন বলে জানা যায়। কলম্বিয়ান এই শিল্পী ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ ও ইতালিয়ান ভাষায় সমানতালে কথা বলতে পারদর্শী। পাশাপাশি কবিতা পড়তেও ভালোবাসেন তিনি।
এমা ওয়াটসন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেন। পাশাপাশি অক্সফোর্ডেও পড়াশোনা চালিয়ে যান।
মেগান মার্কেল ২০০৩ সালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। এ ছাড়া তিনি কাপা কাপা গামা সরোরিটির সদস্য। কাপা কাপা গামা সরোরিটি কেকেজি নামেও পরিচিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মনমাউথ কলেজে প্রতিষ্ঠিত একটি কলেজিয়েট সরোরিটি। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দুই লাখ ৬০ হাজারেরও বেশি নারীর সদস্যপদ রয়েছে।
আশির দশকের জনপ্রিয় আমেরিকান সুপারমডেল সিন্ডি ক্রফোর্ড। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছিলেন তিনি। তার আগে হাইস্কুল পর্যায়ে ছিলেন ছাত্রীদের মধ্য়ে অন্যতম। পরবর্তীতে ‘ভোগ’ ম্যাগাজিনের কভারে তো জায়গা করে নিয়েছেনই, পাশাপাশি সেরা সুপারমডেলদের তালিকায়ও নাম লিখিয়েছেন।
ব্রিটিশ তারকা কেট বেকিংসেলকে বলা হয় বইপোকা। আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম সিরিজ ‘আন্ডারওয়ার্ল্ড’ এ কাজ করার আগে তিনি অক্সফোর্ডে ফরাসি ও রুশ সাহিত্যে পড়াশোনা করেছেন। তিনি ফরাসি, রুশ, জার্মান ও ইংরেজি এই চারটি ভাষায় অনর্গল কথা বলতেও পারদর্শী।
সূত্র: এমএসএন ডট কম
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫