নাহিন আশরাফ
চলছে অমর একুশে বইমেলা। বইমেলা মানেই ঘরে নতুন বইয়ের আমদানি। এ সময়টায় কমবেশি বই কেনা হয় অনেকের। নতুন ও পুরোনো বই গুছিয়ে তুলতে হিমশিম খেতে হয়। বই সঠিকভাবে গুছিয়ে না রাখায় সেগুলোর কিছু নষ্ট হয়ে যায়। তা ছাড়া গুছিয়ে না রাখলে প্রয়োজনের সময় সঠিক বইটি খুঁজে পেতে কষ্ট হয়। তাই বই সংরক্ষণ বিষয়টি জেনে রাখা জরুরি।
পুরোনো বই পেছনে, নতুন বই
সামনের সারিতে রাখুন
খুব স্বাভাবিকভাবে পড়া হয়নি এমন নতুন বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বেশি। নতুন ও পুরোনো বই একসঙ্গে মিলিয়ে রাখলে পড়ার সময় খুঁজে পেতে হিমশিম খেতে হয়। তাই মেলা থেকে বই কিনে আনার পর পুরোনো বই পেছনের সারিতে এবং নতুনগুলো সামনে রাখুন। বইগুলো এমন করে সারিবদ্ধ করে রাখুন, যাতে সহজে বইয়ের নাম চোখে পড়ে।
নতুন বুকশেলফ কিনুন
অনেকে বুকশেলফে বই না রেখে যেখানে-সেখানে বই ফেলে রাখেন। এতে ঘর যেমন অগোছালো থাকে, তেমনি বইও ক্ষতিগ্রস্ত হয়। বইমেলার এই সময় যেহেতু বইপ্রেমীদের অনেক বই কেনা হয়, তাই এই উপলক্ষে ঘরে একটি নতুন বুকশেলফ কিনতে পারেন। মূল্যবান আসবাব হিসেবে বুকশেলফ ভর্তি বইয়ের তুলনা হয় না।
দেয়ালে বইয়ের তাক
বই সাজিয়ে রাখার জন্য দেয়ালে বইয়ের তাক তৈরি করে নেওয়া যায়। এতে ঘরের জায়গা যেমন অপচয় হয় না, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়ে। বইয়ের তাকের ক্ষেত্রে গতানুগতিক নকশা থেকে বেরিয়ে আসুন। তাতে ঘরে বৈচিত্র্য আসবে।
বসার ঘর সাজান বই দিয়ে
আপনার বসার ঘরটি সাজিয়ে তুলতে পারেন বই দিয়ে। এতে যেমন ঘরের সৌন্দর্য বাড়বে, তেমন পরিচয় পাবে আপনার রুচির। বসার ঘরে কেবিনেট করে নানা রকম বইয়ে সাজিয়ে রাখতে পারেন। যে বইগুলো পড়া হয়ে গেছে কিন্তু মলাট নতুন, সেসব বই বসার ঘরে রাখতে পারেন। আপনার বসার ঘরের এক কোণে বাঁশের কিংবা বেতের ঝুড়িতেও বই রাখতে পারেন। সে ক্ষেত্রে বইয়ের ওপরে অবশ্যই কোনো কভার দিয়ে ঢেকে দিতে হবে। নইলে ধুলো পড়ার আশঙ্কা থাকে।
শোয়ার ঘরে কোন ধরনের বই রাখবেন
একটু হালকা ধাঁচের গল্পের বই শোয়ার ঘরের বেডসাইট টেবিল বা পড়ার টেবিলে রাখতে পারেন। শোয়ার ঘরে এমন বই রাখা উচিত, যা শিগগির পড়ার পরিকল্পনা রয়েছে কিংবা পছন্দের লেখকের বই। যেন পড়তে ইচ্ছা করলে হুট করে হাতে নিয়ে কয়েক পাতা পড়ে নেওয়া যায়। শোয়ার ঘরে বই রাখার জন্য বুকশেলফ কিংবা বইয়ের ঝুড়ির ব্যবস্থাও রাখতে পারেন।
পুরোনো বই দান করুন
অনেকবার পড়ে ফেলা বই কিংবা পুরোনো বই আমাদের ঘরের কোণে পড়ে থেকে ধুলো জমতে থাকে। এতে জায়গা অপচয় ও নতুন বইয়ের জন্য জায়গা করা কঠিন হয়ে যায়। সে ক্ষেত্রে বই দান করতে পারেন। এতে আপনারও উপকার হবে, আবার বইটি আরেকজনও পড়তে পারবে।
বইয়ের যত্ন
দিনের পর দিন বই রেখে দিলে তা নষ্ট হওয়ার শঙ্কা থাকে। তাই মাঝেমধ্যে সেগুলো বের করে রোদে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অনেকের খাওয়ার সময় বই পড়ার অভ্যাস থাকে। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে বইয়ে তেল-ঝোল না লাগে। এতে বই পিঁপড়ায় ধরতে পারে। ধুলো পড়ে যাওয়া বই সপ্তাহে এক দিন সুতির শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। সঠিকভাবে যত্ন নিলে আপনার শখের বইটি ভালো থাকবে অনেক দিন।
চলছে অমর একুশে বইমেলা। বইমেলা মানেই ঘরে নতুন বইয়ের আমদানি। এ সময়টায় কমবেশি বই কেনা হয় অনেকের। নতুন ও পুরোনো বই গুছিয়ে তুলতে হিমশিম খেতে হয়। বই সঠিকভাবে গুছিয়ে না রাখায় সেগুলোর কিছু নষ্ট হয়ে যায়। তা ছাড়া গুছিয়ে না রাখলে প্রয়োজনের সময় সঠিক বইটি খুঁজে পেতে কষ্ট হয়। তাই বই সংরক্ষণ বিষয়টি জেনে রাখা জরুরি।
পুরোনো বই পেছনে, নতুন বই
সামনের সারিতে রাখুন
খুব স্বাভাবিকভাবে পড়া হয়নি এমন নতুন বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বেশি। নতুন ও পুরোনো বই একসঙ্গে মিলিয়ে রাখলে পড়ার সময় খুঁজে পেতে হিমশিম খেতে হয়। তাই মেলা থেকে বই কিনে আনার পর পুরোনো বই পেছনের সারিতে এবং নতুনগুলো সামনে রাখুন। বইগুলো এমন করে সারিবদ্ধ করে রাখুন, যাতে সহজে বইয়ের নাম চোখে পড়ে।
নতুন বুকশেলফ কিনুন
অনেকে বুকশেলফে বই না রেখে যেখানে-সেখানে বই ফেলে রাখেন। এতে ঘর যেমন অগোছালো থাকে, তেমনি বইও ক্ষতিগ্রস্ত হয়। বইমেলার এই সময় যেহেতু বইপ্রেমীদের অনেক বই কেনা হয়, তাই এই উপলক্ষে ঘরে একটি নতুন বুকশেলফ কিনতে পারেন। মূল্যবান আসবাব হিসেবে বুকশেলফ ভর্তি বইয়ের তুলনা হয় না।
দেয়ালে বইয়ের তাক
বই সাজিয়ে রাখার জন্য দেয়ালে বইয়ের তাক তৈরি করে নেওয়া যায়। এতে ঘরের জায়গা যেমন অপচয় হয় না, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়ে। বইয়ের তাকের ক্ষেত্রে গতানুগতিক নকশা থেকে বেরিয়ে আসুন। তাতে ঘরে বৈচিত্র্য আসবে।
বসার ঘর সাজান বই দিয়ে
আপনার বসার ঘরটি সাজিয়ে তুলতে পারেন বই দিয়ে। এতে যেমন ঘরের সৌন্দর্য বাড়বে, তেমন পরিচয় পাবে আপনার রুচির। বসার ঘরে কেবিনেট করে নানা রকম বইয়ে সাজিয়ে রাখতে পারেন। যে বইগুলো পড়া হয়ে গেছে কিন্তু মলাট নতুন, সেসব বই বসার ঘরে রাখতে পারেন। আপনার বসার ঘরের এক কোণে বাঁশের কিংবা বেতের ঝুড়িতেও বই রাখতে পারেন। সে ক্ষেত্রে বইয়ের ওপরে অবশ্যই কোনো কভার দিয়ে ঢেকে দিতে হবে। নইলে ধুলো পড়ার আশঙ্কা থাকে।
শোয়ার ঘরে কোন ধরনের বই রাখবেন
একটু হালকা ধাঁচের গল্পের বই শোয়ার ঘরের বেডসাইট টেবিল বা পড়ার টেবিলে রাখতে পারেন। শোয়ার ঘরে এমন বই রাখা উচিত, যা শিগগির পড়ার পরিকল্পনা রয়েছে কিংবা পছন্দের লেখকের বই। যেন পড়তে ইচ্ছা করলে হুট করে হাতে নিয়ে কয়েক পাতা পড়ে নেওয়া যায়। শোয়ার ঘরে বই রাখার জন্য বুকশেলফ কিংবা বইয়ের ঝুড়ির ব্যবস্থাও রাখতে পারেন।
পুরোনো বই দান করুন
অনেকবার পড়ে ফেলা বই কিংবা পুরোনো বই আমাদের ঘরের কোণে পড়ে থেকে ধুলো জমতে থাকে। এতে জায়গা অপচয় ও নতুন বইয়ের জন্য জায়গা করা কঠিন হয়ে যায়। সে ক্ষেত্রে বই দান করতে পারেন। এতে আপনারও উপকার হবে, আবার বইটি আরেকজনও পড়তে পারবে।
বইয়ের যত্ন
দিনের পর দিন বই রেখে দিলে তা নষ্ট হওয়ার শঙ্কা থাকে। তাই মাঝেমধ্যে সেগুলো বের করে রোদে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অনেকের খাওয়ার সময় বই পড়ার অভ্যাস থাকে। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে বইয়ে তেল-ঝোল না লাগে। এতে বই পিঁপড়ায় ধরতে পারে। ধুলো পড়ে যাওয়া বই সপ্তাহে এক দিন সুতির শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। সঠিকভাবে যত্ন নিলে আপনার শখের বইটি ভালো থাকবে অনেক দিন।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৯ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৯ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২০ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২০ দিন আগে