ফিচার ডেস্ক, ঢাকা
চলছে আমের মৌসুম। বাজার ভর্তি বিভিন্ন আম। দেখলে তো বটে, নাম শুনলেই জিবে জল আসে। শহরে বসেও কেউ ক্রেট ভরে গ্রাম থেকে আনিয়ে নেন প্রিয় আম। কেউ আবার ডজন ডজন কিনে রাখেন, কেউ দুপুরের খাবারের পর আম না খেলে উশখুশ করতে থাকেন। মোটকথা, আম নিয়ে আমাদের আবেগ ও উদ্দীপনার যেন শেষ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভালোবাসা কি কখনো অতিরিক্ত হয়ে পড়ে? আরও বড় প্রশ্ন, প্রতিদিন আম খাওয়া কি শরীরের জন্য ভালো? ডায়াবেটিস বা ওজন কমানোর চেষ্টায় থাকা মানুষদের জন্য এটি কি ক্ষতিকর?
পুষ্টিবিদ ও বিশেষজ্ঞদের বক্তব্য, আম বেশ পুষ্টিসমৃদ্ধ ফল। তবে এটি খাওয়ার ক্ষেত্রে পরিমিতি থাকা উচিত।
আমের পুষ্টিগুণ
কেবল স্বাদে নয়, আম গুণেও রাজা। একটি মাঝারি আকারের আমে রয়েছে প্রচুর ভিটামিন সি ও এ। এই দুটি ভিটামিন শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। দুবাইয়ের পুষ্টিবিদ লিনা দোমানি বলেন, ‘এই দুই ভিটামিন শরীরে কোলাজেন উৎপাদনে সহায়তা করে ত্বক উজ্জ্বল রাখে। এ ছাড়া এগুলো রক্তনালির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এ ছাড়া আমে থাকে পলিফেনল। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষের ক্ষয় রোধ করে এবং শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে।
আমের আঁশ হজমপ্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। প্রতি কাপ কাটা আমে রয়েছে প্রায় ২ দশমিক ৬ গ্রাম আঁশ। এ ছাড়া এতে রয়েছে লুটেইন ও জিয়াজ্যানথিন। এ দুটি উপাদান চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করে এবং বয়সজনিত চক্ষু সমস্যার ঝুঁকি কমায়।
চিনি নিয়ে সতর্কতা
আমের স্বাদ যতই মধুর হোক, এতে রয়েছে প্রাকৃতিক চিনি। একটি মাঝারি আকারের আমে থাকে গড়ে ৪৫ গ্রাম চিনি। অন্যদিকে এক কাপ কাটা আমে থাকে ২২ গ্রাম। ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস থাকলে চিনির এই মাত্রা চিন্তার কারণ হতে পারে।
লিনা দোমানির পরামর্শ, ‘আম খাওয়ার সময় সঙ্গে প্রোটিন বা চর্বিজাতীয় খাবার; যেমন বাদাম, চিজ বা গ্রিক দই খেলে রক্তে চিনির হঠাৎ বৃদ্ধি রোধ করা সম্ভব।’ এর ফলে শরীরে ইনসুলিনের প্রভাবও সুষম থাকে।
ওজন ও হরমোন সচেতনতা
অনেকে ভাবেন, আম খেলেই ওজন বাড়বে। এটা একদম ভুল ধারণা। আম হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। এতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, এমনকি পেটের ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্যকারী পেকটিন ও আঁশ রয়েছে।
একটি আমে থাকে প্রায় ১৪০ ক্যালরি। এটি দৈনিক ভিটামিন সি এর চাহিদার ৭৫ শতাংশ এবং ভিটামিন এ এর ২০ শতাংশ চাহিদা পূরণ করতে পারে।
তবে দুবাইয়ের ডায়েট কোচ দিপ্তি পালিজার পরামর্শ দিয়েছেন, যেদিন আম খাবেন, সেদিন অন্য ফল বা চিনিযুক্ত খাবার খাবেন না। তাতে দৈনিক চিনি গ্রহণের সীমা ঠিক থাকবে। এতে ওজন বা হরমোনের ভারসাম্য বজায় থাকবে।
কাদের জন্য ঝুঁকিপূর্ণ
সবার শরীর এক রকম নয়। যাদের ফ্রুকটোজ ম্যালঅ্যাবজর্পশন রয়েছে, তাদের জন্য আম হতে পারে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা বা ডায়রিয়ার কারণ।
এমন মানুষের জন্য পুষ্টিবিদদের পরামর্শ, প্রথমে ৩০ থেকে ৫০ গ্রাম আম খেয়ে শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে রান্না করে, যেমন আমের চাটনি বা সেদ্ধ আম খাওয়াই নিরাপদ। এ ছাড়া যাদের কাজু, পেস্তা বা ল্যাটেক্স অ্যালার্জি রয়েছে, তাদের জন্য আমের চামড়া বা রস থেকে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। এদের ক্ষেত্রে আম ভালোভাবে ধুয়ে, চামড়া ছাড়িয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
আম স্বাস্থ্যের শত্রু নয়। শত্রু হলো এটি অতিরিক্ত ও ভুল সময়ে খাওয়া। প্রতিদিন একটি মাঝারি আকারের আম খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে, যদি সেটি সুষম খাদ্যতালিকার অংশ হয়।
পুষ্টিবিদদের মতে, সকালের নাশতার পরে বা দুপুরের খাবারের কিছুক্ষণ পর আম খাওয়া ভালো। খালি পেটে বা রাতে ঘুমানোর আগে আম খাবেন না।
সূত্র: গালফ নিউজ
চলছে আমের মৌসুম। বাজার ভর্তি বিভিন্ন আম। দেখলে তো বটে, নাম শুনলেই জিবে জল আসে। শহরে বসেও কেউ ক্রেট ভরে গ্রাম থেকে আনিয়ে নেন প্রিয় আম। কেউ আবার ডজন ডজন কিনে রাখেন, কেউ দুপুরের খাবারের পর আম না খেলে উশখুশ করতে থাকেন। মোটকথা, আম নিয়ে আমাদের আবেগ ও উদ্দীপনার যেন শেষ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভালোবাসা কি কখনো অতিরিক্ত হয়ে পড়ে? আরও বড় প্রশ্ন, প্রতিদিন আম খাওয়া কি শরীরের জন্য ভালো? ডায়াবেটিস বা ওজন কমানোর চেষ্টায় থাকা মানুষদের জন্য এটি কি ক্ষতিকর?
পুষ্টিবিদ ও বিশেষজ্ঞদের বক্তব্য, আম বেশ পুষ্টিসমৃদ্ধ ফল। তবে এটি খাওয়ার ক্ষেত্রে পরিমিতি থাকা উচিত।
আমের পুষ্টিগুণ
কেবল স্বাদে নয়, আম গুণেও রাজা। একটি মাঝারি আকারের আমে রয়েছে প্রচুর ভিটামিন সি ও এ। এই দুটি ভিটামিন শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। দুবাইয়ের পুষ্টিবিদ লিনা দোমানি বলেন, ‘এই দুই ভিটামিন শরীরে কোলাজেন উৎপাদনে সহায়তা করে ত্বক উজ্জ্বল রাখে। এ ছাড়া এগুলো রক্তনালির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এ ছাড়া আমে থাকে পলিফেনল। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষের ক্ষয় রোধ করে এবং শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে।
আমের আঁশ হজমপ্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। প্রতি কাপ কাটা আমে রয়েছে প্রায় ২ দশমিক ৬ গ্রাম আঁশ। এ ছাড়া এতে রয়েছে লুটেইন ও জিয়াজ্যানথিন। এ দুটি উপাদান চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করে এবং বয়সজনিত চক্ষু সমস্যার ঝুঁকি কমায়।
চিনি নিয়ে সতর্কতা
আমের স্বাদ যতই মধুর হোক, এতে রয়েছে প্রাকৃতিক চিনি। একটি মাঝারি আকারের আমে থাকে গড়ে ৪৫ গ্রাম চিনি। অন্যদিকে এক কাপ কাটা আমে থাকে ২২ গ্রাম। ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস থাকলে চিনির এই মাত্রা চিন্তার কারণ হতে পারে।
লিনা দোমানির পরামর্শ, ‘আম খাওয়ার সময় সঙ্গে প্রোটিন বা চর্বিজাতীয় খাবার; যেমন বাদাম, চিজ বা গ্রিক দই খেলে রক্তে চিনির হঠাৎ বৃদ্ধি রোধ করা সম্ভব।’ এর ফলে শরীরে ইনসুলিনের প্রভাবও সুষম থাকে।
ওজন ও হরমোন সচেতনতা
অনেকে ভাবেন, আম খেলেই ওজন বাড়বে। এটা একদম ভুল ধারণা। আম হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। এতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, এমনকি পেটের ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্যকারী পেকটিন ও আঁশ রয়েছে।
একটি আমে থাকে প্রায় ১৪০ ক্যালরি। এটি দৈনিক ভিটামিন সি এর চাহিদার ৭৫ শতাংশ এবং ভিটামিন এ এর ২০ শতাংশ চাহিদা পূরণ করতে পারে।
তবে দুবাইয়ের ডায়েট কোচ দিপ্তি পালিজার পরামর্শ দিয়েছেন, যেদিন আম খাবেন, সেদিন অন্য ফল বা চিনিযুক্ত খাবার খাবেন না। তাতে দৈনিক চিনি গ্রহণের সীমা ঠিক থাকবে। এতে ওজন বা হরমোনের ভারসাম্য বজায় থাকবে।
কাদের জন্য ঝুঁকিপূর্ণ
সবার শরীর এক রকম নয়। যাদের ফ্রুকটোজ ম্যালঅ্যাবজর্পশন রয়েছে, তাদের জন্য আম হতে পারে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা বা ডায়রিয়ার কারণ।
এমন মানুষের জন্য পুষ্টিবিদদের পরামর্শ, প্রথমে ৩০ থেকে ৫০ গ্রাম আম খেয়ে শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে রান্না করে, যেমন আমের চাটনি বা সেদ্ধ আম খাওয়াই নিরাপদ। এ ছাড়া যাদের কাজু, পেস্তা বা ল্যাটেক্স অ্যালার্জি রয়েছে, তাদের জন্য আমের চামড়া বা রস থেকে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। এদের ক্ষেত্রে আম ভালোভাবে ধুয়ে, চামড়া ছাড়িয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
আম স্বাস্থ্যের শত্রু নয়। শত্রু হলো এটি অতিরিক্ত ও ভুল সময়ে খাওয়া। প্রতিদিন একটি মাঝারি আকারের আম খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে, যদি সেটি সুষম খাদ্যতালিকার অংশ হয়।
পুষ্টিবিদদের মতে, সকালের নাশতার পরে বা দুপুরের খাবারের কিছুক্ষণ পর আম খাওয়া ভালো। খালি পেটে বা রাতে ঘুমানোর আগে আম খাবেন না।
সূত্র: গালফ নিউজ
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৭ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৭ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৮ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৮ দিন আগে