সানজিদা সামরিন, ঢাকা
বলিউডের জবরদস্ত হিরোরাও কিন্তু বাড়ি ফিরে ফ্যামিলি ম্যান। বাবা হিসেবে তাঁদের অনেকের তুলনা হয় না। কেউ সন্তান ছাড়া কিছুই বোঝেন না, আবার কেউ সন্তানকে বড় করতে চান নিখুঁত মানুষ হিসেবে। বাবা দিবসে বি-টাউন সেলিব্রিটি বাবাদের প্যারেন্টিং ভাবনা রইল আপনাদের জন্য।
‘ছেলে ও মেয়ে সন্তানকে আলাদা করে দেখতে নেই’— শাহরুখ খান
শাহরুখ খান ছেলে ও মেয়ে সন্তানকে সমান ভাবতেই বিশ্বাসী। সুযোগ, সুবিধা ও অধিকারের ব্যাপারে কাউকে আলাদা বা বিশেষ করে দেখার পক্ষপাতী নন। তাঁর ভাষ্য, ‘যে কাজটা আমরা আমার ছেলে করতে পারবে, আমার মেয়েরও সেটা করার অধিকার আছে। আর যে কাজ আমার মেয়ে করতে পারবে না, সেটা আমার ছেলের জন্যও করা বারণ।’ শুধু নিজের জন্য নয়, সন্তানদেরও এই নীতিতে বিশ্বাসী হতে শেখান তিনি। তিনি তাঁর ছেলেসন্তানদের শেখান, ‘বাড়িতে স্বল্প কাপড়ে যদি মা ও বোনকে দেখে তোমাদের অস্বস্তি হয়, তাহলে তোমরাও এমন পোশাক পরবে না।’
‘বাবার দায়িত্ব পালনের মধ্য়ে অন্য রকম আনন্দ আছে’—রণবীর সিং
গত বছরের ৮ সেপ্টেম্বর রণবীর-দীপিকার কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান দু’আ। সন্তানের দেখভালের ক্ষেত্রে বাবা-মা দুজনেই সমান দায়িত্ব পালন করছেন। বলিউড কাঁপানো হিরো বলেই রণবীর সিং এর ব্যতিক্রম নন। দীপিকার মতো কন্যা দু’আর দেখাশোনা, খাওয়ানো ও অন্যান্য যত্ন নিতে এতটুকু অধৈর্য হন না তিনি। বিভিন্ন সময় ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, নতুন বাবা হওয়ার পর অন্য এক আমিকে খুঁজে পেয়েছেন তিনি। দু’আর সঙ্গে সময় কাটাতে তাঁর অদ্ভুত রকম ভালো লাগে। তাঁর ভাষ্য, ‘বাবার দায়িত্ব পালনের মধ্য়ে অন্য রকম আনন্দ আছে। প্রতিদিনই আমি নতুন রকম সুখানুভূতি পাচ্ছি। আর এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।’
‘সন্তানকে সহানুভূতিশীল করে গড়ে তুলতে হলে তাঁর প্রতি সহানুভূতি দেখাতে হবে’— রণবীর কাপুর
সন্তানের সঙ্গে খেলা থেকে শুরু করে নতুন দক্ষতা শিখতে সহায়তা করা; এর সবটাই মন দিয়ে করেন রণবীর কাপুর। বিভিন্ন টক শোতে আলিয়া ভাট নিজেই এসব কথা বলেছেন। বাবা হিসেবে রণবীর কাপুরের যে তুলনা নেই, এ কথা বারবার স্বীকার করেছেন তিনি। রণবীর কাপুরও নিজের মেয়ের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে। তাঁর ভাষ্য, ‘বাবা হওয়া মানে জীবন বদলে যাওয়া। এক অসাধারণভাবে নিজেকে আবিষ্কার করা।’ তিনি মনে করেন, কেউ যদি চান তাঁর সন্তান দয়ালু, সহানুভূতিশীল এবং অন্য়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বেড়ে উঠুক; তাহলে সবার আগে সন্তানের প্রতি এগুলো প্রদর্শন করতে হবে।
‘শিশু কো-প্যারেন্টিংয়ের মাধ্যমেই বিকশিত হতে পারে’—শহিদ কাপুর
শহিদ কাপুর বিশ্বাস করেন, সন্তানকে পৃথিবীর উপযোগী করে গড়ে তোলার জন্য ভুল করতে দেওয়াটা জরুরি। ভুল করলে বাবা-মা ও কাছের অন্য মানুষগুলোর উচিত শাস্তি না দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলা। শুধরে দেওয়া। কড়া শাসনে বড় হলে শিশুরা বাইরের পৃথিবীতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে। সেখানে ভুল করলে প্রত্যাখ্যান ও অপমান ছাড়া ভালো কিছু জোটে না। ফলে নিজের জীবনকে যেন তারা আবিষ্কার করতে পারে, সেই সুযোগ সন্তানকে দেওয়ার চেষ্টা করেন শহিদ কাপুর। তিনি আরও মনে করেন, সন্তান পালন কেবল মায়ের দায়িত্ব নয়। একটা শিশু কো-প্যারেন্টিংয়ের মাধ্যমেই সবচেয়ে ভালো বিকশিত হতে পারে।
‘সন্তানকে কষ্ট পাওয়া থেকে রক্ষা করাই বাবার কাজ’—বরুণ ধাওয়ান
বরুণ ও তাঁর স্ত্রী নাতাশা গত বছরের জুন মাসে প্রথম কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। নিজের মেয়র ব্যাপারে বরাবরই স্পর্শকাতর এই তারকা। তিনি মনে করেন, বাবা হওয়ার পর একজন পুরুষ বদলে যায়। অবিশ্বাস্য রকম সেই বদল। তাঁর ক্ষেত্রেও তাই হয়েছে। মেয়েকে এতটুকু কষ্ট পেতে দেন না বরুণ। তিনি মনে করেন, বাবা হিসেবে তাঁর সবচেয়ে বড় দায়িত্ব সন্তানকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট থেকে দূরে রাখা।
বলিউডের জবরদস্ত হিরোরাও কিন্তু বাড়ি ফিরে ফ্যামিলি ম্যান। বাবা হিসেবে তাঁদের অনেকের তুলনা হয় না। কেউ সন্তান ছাড়া কিছুই বোঝেন না, আবার কেউ সন্তানকে বড় করতে চান নিখুঁত মানুষ হিসেবে। বাবা দিবসে বি-টাউন সেলিব্রিটি বাবাদের প্যারেন্টিং ভাবনা রইল আপনাদের জন্য।
‘ছেলে ও মেয়ে সন্তানকে আলাদা করে দেখতে নেই’— শাহরুখ খান
শাহরুখ খান ছেলে ও মেয়ে সন্তানকে সমান ভাবতেই বিশ্বাসী। সুযোগ, সুবিধা ও অধিকারের ব্যাপারে কাউকে আলাদা বা বিশেষ করে দেখার পক্ষপাতী নন। তাঁর ভাষ্য, ‘যে কাজটা আমরা আমার ছেলে করতে পারবে, আমার মেয়েরও সেটা করার অধিকার আছে। আর যে কাজ আমার মেয়ে করতে পারবে না, সেটা আমার ছেলের জন্যও করা বারণ।’ শুধু নিজের জন্য নয়, সন্তানদেরও এই নীতিতে বিশ্বাসী হতে শেখান তিনি। তিনি তাঁর ছেলেসন্তানদের শেখান, ‘বাড়িতে স্বল্প কাপড়ে যদি মা ও বোনকে দেখে তোমাদের অস্বস্তি হয়, তাহলে তোমরাও এমন পোশাক পরবে না।’
‘বাবার দায়িত্ব পালনের মধ্য়ে অন্য রকম আনন্দ আছে’—রণবীর সিং
গত বছরের ৮ সেপ্টেম্বর রণবীর-দীপিকার কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান দু’আ। সন্তানের দেখভালের ক্ষেত্রে বাবা-মা দুজনেই সমান দায়িত্ব পালন করছেন। বলিউড কাঁপানো হিরো বলেই রণবীর সিং এর ব্যতিক্রম নন। দীপিকার মতো কন্যা দু’আর দেখাশোনা, খাওয়ানো ও অন্যান্য যত্ন নিতে এতটুকু অধৈর্য হন না তিনি। বিভিন্ন সময় ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, নতুন বাবা হওয়ার পর অন্য এক আমিকে খুঁজে পেয়েছেন তিনি। দু’আর সঙ্গে সময় কাটাতে তাঁর অদ্ভুত রকম ভালো লাগে। তাঁর ভাষ্য, ‘বাবার দায়িত্ব পালনের মধ্য়ে অন্য রকম আনন্দ আছে। প্রতিদিনই আমি নতুন রকম সুখানুভূতি পাচ্ছি। আর এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।’
‘সন্তানকে সহানুভূতিশীল করে গড়ে তুলতে হলে তাঁর প্রতি সহানুভূতি দেখাতে হবে’— রণবীর কাপুর
সন্তানের সঙ্গে খেলা থেকে শুরু করে নতুন দক্ষতা শিখতে সহায়তা করা; এর সবটাই মন দিয়ে করেন রণবীর কাপুর। বিভিন্ন টক শোতে আলিয়া ভাট নিজেই এসব কথা বলেছেন। বাবা হিসেবে রণবীর কাপুরের যে তুলনা নেই, এ কথা বারবার স্বীকার করেছেন তিনি। রণবীর কাপুরও নিজের মেয়ের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে। তাঁর ভাষ্য, ‘বাবা হওয়া মানে জীবন বদলে যাওয়া। এক অসাধারণভাবে নিজেকে আবিষ্কার করা।’ তিনি মনে করেন, কেউ যদি চান তাঁর সন্তান দয়ালু, সহানুভূতিশীল এবং অন্য়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বেড়ে উঠুক; তাহলে সবার আগে সন্তানের প্রতি এগুলো প্রদর্শন করতে হবে।
‘শিশু কো-প্যারেন্টিংয়ের মাধ্যমেই বিকশিত হতে পারে’—শহিদ কাপুর
শহিদ কাপুর বিশ্বাস করেন, সন্তানকে পৃথিবীর উপযোগী করে গড়ে তোলার জন্য ভুল করতে দেওয়াটা জরুরি। ভুল করলে বাবা-মা ও কাছের অন্য মানুষগুলোর উচিত শাস্তি না দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলা। শুধরে দেওয়া। কড়া শাসনে বড় হলে শিশুরা বাইরের পৃথিবীতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে। সেখানে ভুল করলে প্রত্যাখ্যান ও অপমান ছাড়া ভালো কিছু জোটে না। ফলে নিজের জীবনকে যেন তারা আবিষ্কার করতে পারে, সেই সুযোগ সন্তানকে দেওয়ার চেষ্টা করেন শহিদ কাপুর। তিনি আরও মনে করেন, সন্তান পালন কেবল মায়ের দায়িত্ব নয়। একটা শিশু কো-প্যারেন্টিংয়ের মাধ্যমেই সবচেয়ে ভালো বিকশিত হতে পারে।
‘সন্তানকে কষ্ট পাওয়া থেকে রক্ষা করাই বাবার কাজ’—বরুণ ধাওয়ান
বরুণ ও তাঁর স্ত্রী নাতাশা গত বছরের জুন মাসে প্রথম কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। নিজের মেয়র ব্যাপারে বরাবরই স্পর্শকাতর এই তারকা। তিনি মনে করেন, বাবা হওয়ার পর একজন পুরুষ বদলে যায়। অবিশ্বাস্য রকম সেই বদল। তাঁর ক্ষেত্রেও তাই হয়েছে। মেয়েকে এতটুকু কষ্ট পেতে দেন না বরুণ। তিনি মনে করেন, বাবা হিসেবে তাঁর সবচেয়ে বড় দায়িত্ব সন্তানকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট থেকে দূরে রাখা।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৮ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৮ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৮ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৮ দিন আগে