সানজিদা সামরিন, ঢাকা
সম্প্রতি ফেসবুক স্ক্রল করলেই বেশকিছু পেজে ভেসে উঠছে ত্বকে ব্যবহার করার জন্য নীল রংয়ের এক ধরনের নতুন প্যাকের ভিডিও। কোনো পেজে আবার এই নীল পাউডার কিনতেও পাওয়া যাচ্ছে। ব্লু মাস্ক বা মরোক্কান নীলা পাউডার নামে উল্লেখিত এই প্যাক আসলে কী?
মরোক্কান নীলা পাউডার, ব্লু ক্লে নামেও পরিচিত। অনেক বিউটি ইনফ্লুয়েন্সার এটিকে মরুভূমির খনিজের সুক্ষ্ণ গুঁড়ো ও উদ্ভিদের নির্যাসের সংমিশ্রণে তৈরি বলে উল্লেখ করছেন। আর এই পাউডারের আকর্ষণীয় নীল রঙটি প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণ থেকেই এসেছে। এই ব্লু ক্লে ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ; যা ত্বককে উজ্জ্বল, পরিষ্কার এবং দাগমুক্ত করে তুলতে সহায়তা করে।
আবার অনেক জায়গায় উল্লেখ রয়েছে, মরোক্কান নীলা পাউডার ইন্ডিগোফেরা টিনক্টোরিয়া উদ্ভিদ থেকে তৈরি। এই উদ্ভিদটি মরক্কোর অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে জন্মায়। এই গাছের পাতা সংগ্রহ করে, শুকিয়ে মিহি নীল গুঁড়ো করে ত্বকে ব্যবহৃত হয়। প্রশ্ন হচ্ছে, এই নীলা পাউডার বা ব্লু ক্লে হিসেবে পরিচিত এই রূপচর্চার উপকরণটি এতদিন কোথায় ছিল? বিভিন্ন জায়গায় তথ্য খুঁজে জানা যায়, ত্বকচর্চায় এই উপাদান ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। সাহারা মরুভূমিতে নারীরা সূর্যের ক্ষতি থেকে ত্বক বাঁচাতে ও প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করার জন্য ব্লু ক্লে ব্যবহার করতেন।
প্রাচীন সৌন্দর্যের একটি রীতি ছিল, নীলা পাউডার মেশানো পানিতে লম্বা দৈর্ঘ্য়ের কাপড় ভিজিয়ে রেখে নারীরা তা দিয়ে শরীরের রোদে পোড়া অংশ মুড়িয়ে রাখতেন। এতে ত্বক হয়ে উঠত উজ্জ্বল ও পূনরুজ্জীবিত। তবে আবার অনেকেই বলেন, ত্বকে ব্যবহারের জন্য এই ব্লু ক্লে মূলত সাহারার পাথুরে পাহাড়ে পাওয়া একটি প্রাকৃতিক খনিজ।
উপকারিতা
ত্বকের রঙ উন্নত করতেই মূলত মরোক্কান নীলা পাউডার ব্যবহৃত হয়। এর পাশাপাশি ত্বকের নিস্তজভঅব কমাতে, অসমান রঙ ঠিক করতে, ব্রণের দাগ দূর করতে, ত্বকের জ্বালাপোড়া কমিয়ে ত্বককে নরম, কোমল এবং পুষ্ট করতে এটি ভালো কাজ করে। ত্বকের ভেতর থেকে বিষাক্ত উপাদান বের করে আনতেও মরোক্কান নীলা পাউডার বেশ কার্যকর বলে ধারণা করা হয়।
ত্বকের দাগছোপ কমাতে অতুলনীয়
মরোক্কান নীলা পাউডার মুখের সামগ্রিক হাইপারপিগমেন্টেশন এবং কালো দাগ কমাতে সক্ষম। এর প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধিকারী উপাদানগুলো সময়ের সঙ্গে সঙ্গে ত্বকের বিবর্ণতা দূর করতে কাজ করে। এই পাউডার ভিটামিন সি, হাইড্রোকুইনোন এবং নিয়াসিনামাইড সমৃদ্ধ, যা হাইপারপিগমেন্টেশনের ক্ষেত্রে খুব ভালো করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বল আভা এনে দেয়।
যেভাবে ব্যবহার করা যায়
মরোক্কান নীলা পাউডার গোলাপজল ও অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে ফেসিয়াল মাস্ক তৈরি করা যায়। নিয়ম অনুযায়ী, ত্বকে ব্যবহারের পর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হয়। ত্বকের ছোপছোপ দাগ ও ব্রণের দাগ দূর করতে এটি সপ্তাহে তিনবার ব্যবহার কো যেতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া
খুব সংবেদনশীল ত্বকে মরোক্কান নীলা পাউডার হালকা জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে এবং ত্বকে র্যাগ হতে পারে। বিশেষ করে, ব্যবহার সময় যদি এটি সঠিকভাবে না মেশানো হয় তাহলে ত্বকের বিভিন্ন স্থানে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই নীলা পাউডার ব্যবহারের আগে ত্বকের প্যাচ পরীক্ষা করে নেওয়া উচিৎ। যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা এই ফেসিয়াল পেস্টটি এড়িয়ে চলুন। কারণ এটি আপনার ত্বককে আরও বেমি ডিহাইড্রেট করে তুলতে পারে ও ত্বকে ফুসকুড়ি এবং লালচেভাব দেখা দিতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
সম্প্রতি ফেসবুক স্ক্রল করলেই বেশকিছু পেজে ভেসে উঠছে ত্বকে ব্যবহার করার জন্য নীল রংয়ের এক ধরনের নতুন প্যাকের ভিডিও। কোনো পেজে আবার এই নীল পাউডার কিনতেও পাওয়া যাচ্ছে। ব্লু মাস্ক বা মরোক্কান নীলা পাউডার নামে উল্লেখিত এই প্যাক আসলে কী?
মরোক্কান নীলা পাউডার, ব্লু ক্লে নামেও পরিচিত। অনেক বিউটি ইনফ্লুয়েন্সার এটিকে মরুভূমির খনিজের সুক্ষ্ণ গুঁড়ো ও উদ্ভিদের নির্যাসের সংমিশ্রণে তৈরি বলে উল্লেখ করছেন। আর এই পাউডারের আকর্ষণীয় নীল রঙটি প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণ থেকেই এসেছে। এই ব্লু ক্লে ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ; যা ত্বককে উজ্জ্বল, পরিষ্কার এবং দাগমুক্ত করে তুলতে সহায়তা করে।
আবার অনেক জায়গায় উল্লেখ রয়েছে, মরোক্কান নীলা পাউডার ইন্ডিগোফেরা টিনক্টোরিয়া উদ্ভিদ থেকে তৈরি। এই উদ্ভিদটি মরক্কোর অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে জন্মায়। এই গাছের পাতা সংগ্রহ করে, শুকিয়ে মিহি নীল গুঁড়ো করে ত্বকে ব্যবহৃত হয়। প্রশ্ন হচ্ছে, এই নীলা পাউডার বা ব্লু ক্লে হিসেবে পরিচিত এই রূপচর্চার উপকরণটি এতদিন কোথায় ছিল? বিভিন্ন জায়গায় তথ্য খুঁজে জানা যায়, ত্বকচর্চায় এই উপাদান ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। সাহারা মরুভূমিতে নারীরা সূর্যের ক্ষতি থেকে ত্বক বাঁচাতে ও প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করার জন্য ব্লু ক্লে ব্যবহার করতেন।
প্রাচীন সৌন্দর্যের একটি রীতি ছিল, নীলা পাউডার মেশানো পানিতে লম্বা দৈর্ঘ্য়ের কাপড় ভিজিয়ে রেখে নারীরা তা দিয়ে শরীরের রোদে পোড়া অংশ মুড়িয়ে রাখতেন। এতে ত্বক হয়ে উঠত উজ্জ্বল ও পূনরুজ্জীবিত। তবে আবার অনেকেই বলেন, ত্বকে ব্যবহারের জন্য এই ব্লু ক্লে মূলত সাহারার পাথুরে পাহাড়ে পাওয়া একটি প্রাকৃতিক খনিজ।
উপকারিতা
ত্বকের রঙ উন্নত করতেই মূলত মরোক্কান নীলা পাউডার ব্যবহৃত হয়। এর পাশাপাশি ত্বকের নিস্তজভঅব কমাতে, অসমান রঙ ঠিক করতে, ব্রণের দাগ দূর করতে, ত্বকের জ্বালাপোড়া কমিয়ে ত্বককে নরম, কোমল এবং পুষ্ট করতে এটি ভালো কাজ করে। ত্বকের ভেতর থেকে বিষাক্ত উপাদান বের করে আনতেও মরোক্কান নীলা পাউডার বেশ কার্যকর বলে ধারণা করা হয়।
ত্বকের দাগছোপ কমাতে অতুলনীয়
মরোক্কান নীলা পাউডার মুখের সামগ্রিক হাইপারপিগমেন্টেশন এবং কালো দাগ কমাতে সক্ষম। এর প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধিকারী উপাদানগুলো সময়ের সঙ্গে সঙ্গে ত্বকের বিবর্ণতা দূর করতে কাজ করে। এই পাউডার ভিটামিন সি, হাইড্রোকুইনোন এবং নিয়াসিনামাইড সমৃদ্ধ, যা হাইপারপিগমেন্টেশনের ক্ষেত্রে খুব ভালো করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বল আভা এনে দেয়।
যেভাবে ব্যবহার করা যায়
মরোক্কান নীলা পাউডার গোলাপজল ও অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে ফেসিয়াল মাস্ক তৈরি করা যায়। নিয়ম অনুযায়ী, ত্বকে ব্যবহারের পর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হয়। ত্বকের ছোপছোপ দাগ ও ব্রণের দাগ দূর করতে এটি সপ্তাহে তিনবার ব্যবহার কো যেতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া
খুব সংবেদনশীল ত্বকে মরোক্কান নীলা পাউডার হালকা জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে এবং ত্বকে র্যাগ হতে পারে। বিশেষ করে, ব্যবহার সময় যদি এটি সঠিকভাবে না মেশানো হয় তাহলে ত্বকের বিভিন্ন স্থানে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই নীলা পাউডার ব্যবহারের আগে ত্বকের প্যাচ পরীক্ষা করে নেওয়া উচিৎ। যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা এই ফেসিয়াল পেস্টটি এড়িয়ে চলুন। কারণ এটি আপনার ত্বককে আরও বেমি ডিহাইড্রেট করে তুলতে পারে ও ত্বকে ফুসকুড়ি এবং লালচেভাব দেখা দিতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৭ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৭ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৮ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৮ দিন আগে