ফারিয়া ইসলাম দীপ্তি
সময়টা ১৯৪৮। সে সময় ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার যাত্রা শুরু করেছিল কলেজ হিসেবে। তখন নাম ছিল হ্যাটফিল্ড টেকনিক্যাল কলেজ। একে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয় প্রতিষ্ঠার ৪৪ বছর পর, ১৯৯২ সালে। একই সময় প্রতিষ্ঠানটির নাম বদলে রাখা হয় ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার। বর্তমানে এর অবস্থান বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬০১তম। কলেজ লেন এবং ডি হ্যাভিল্যান্ডের দুটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি তার ৯টি স্কুলে ৮০০টির বেশি স্নাতক, স্নাতকোত্তর, অনলাইন কোর্স, দূরশিক্ষণ এবং সংক্ষিপ্ত কোর্স অফার করে থাকে।
সেন্ট্রাল লন্ডনের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে পড়াশোনার ব্যয় ১৯ হাজার থেকে ২০ হাজার পাউন্ড, সেখানে ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে পড়তে প্রতিবছর ব্যয় হয় সাকল্যে ১৪ হাজার পাউন্ড! ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর পর্যায়ে শতভাগ পর্যন্ত স্কলারশিপ দেওয়া হলেও স্নাতক পর্যায়ে স্কলারশিপ তুলনামূলক কম। ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। এটি মূলত দেওয়া হয় একাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে। বিজ্ঞানের বিষয়গুলোতে ৮৫ থেকে ৯০ শতাংশ স্কোর থাকলে এই স্কলারশিপ মেলে।
সাধারণত বিদেশে পড়তে আসা শিক্ষার্থীরা খণ্ডকালীন চাকরি করতে আগ্রহী থাকেন। তবে ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের শিক্ষার্থীদের আলাদা করে চাকরি খুঁজতে হয় না। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার অন্যতম সুবিধা হলো ওয়ার্ক রিপ্লেসমেন্ট সুবিধা। বিশ্ববিদ্যালয় থেকেই ওয়ার্ক রিপ্লেসমেন্ট অফার করা হয়। এখানে ওয়ার্ক রিপ্লেসমেন্টের প্রসেসিংয়ের জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না, যেখানে অন্যান্য ইউনিভার্সিটিতে প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড দরকার হয়। এ ছাড়া বাইরে বিভিন্ন চাকরি করে মাসে প্রায় ৮০০ পাউন্ড আয় করা সম্ভব।
সেন্ট্রাল লন্ডন এবং লন্ডনের বাইরের শহরের জীবনযাপনের খরচে বেশ পার্থক্য আছে। সেন্ট্রাল লন্ডনে খরচ তুলনামূলক বেশি। হার্ট ফোর্ডশায়ার লন্ডন থেকে ২৫ মিনিটের সড়কপথের দূরত্বে হওয়ায় এখানে সব সুবিধাই পাওয়া যায়। ইংল্যান্ডের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে থাকার খরচ বেশি। ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে এক বছরের চুক্তিতে হোস্টেল ভাড়া নিতে হয়। খাবারের জন্য মাসে সাধারণত ১০০ পাউন্ডের মতো খরচ হয়। হোস্টেলে না থেকে আলাদা থাকলে মাসে প্রায় ২৫০ পাউন্ড ব্যয় হয়। ইউনিভার্সিটি হ্যাটফিল্ডে হলেও এর হোস্টেল লুটনে। সেখান থেকে প্রতিদিন অনেক শিক্ষার্থী হ্যাটফিল্ডে যাতায়াত করেন। যাতায়াত খরচও বেশ সাশ্রয়ী। তা ছাড়া প্রায় হাতের নাগালে সবকিছু পাওয়া যায়।
এখানে পড়াশোনার ব্যবস্থা ও কোর্স ডেলিভারি সিস্টেম দারুণ। শিক্ষাব্যবস্থা নিয়ে শিক্ষার্থীরা কতটা সন্তুষ্ট, তা জানতে স্টুডেন্ট সার্ভে করা হয়। এতে শিক্ষার্থীদের সন্তুষ্টির হার ৭৫ শতাংশ। শিক্ষার্থীদের জন্য উন্নত মানের ল্যাব ফ্যাসিলিটি রয়েছে এখানে। থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপে ভাগ করে ক্লাস নেওয়া হয়। শিক্ষকদের আচরণ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। যেকোনো সমস্যায় তাঁদের কাছে যোগাযোগের ব্যবস্থা রয়েছে।
ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার শুধু পড়াশোনার মধ্যেই শিক্ষার্থীদের সীমাবদ্ধ রাখে না; এখানে রয়েছে বিভিন্ন ক্লাবে এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটির সুযোগ। এ ছাড়া বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণেরও সুযোগ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি ভালো দিক হচ্ছে, এখানে অসংখ্য কুইজ ও কমপিটিশনের আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের দেওয়া হয় বায়োপার্ক সুবিধা। বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এই বিজ্ঞান পার্কে জীবনবিজ্ঞান ও স্বাস্থ্যপ্রযুক্তি ব্যবসার জন্য ৬ হাজার বর্গমিটারের একটি ল্যাবরেটরি এবং অফিস স্পেস দেওয়া হয়।
সময়টা ১৯৪৮। সে সময় ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার যাত্রা শুরু করেছিল কলেজ হিসেবে। তখন নাম ছিল হ্যাটফিল্ড টেকনিক্যাল কলেজ। একে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয় প্রতিষ্ঠার ৪৪ বছর পর, ১৯৯২ সালে। একই সময় প্রতিষ্ঠানটির নাম বদলে রাখা হয় ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার। বর্তমানে এর অবস্থান বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬০১তম। কলেজ লেন এবং ডি হ্যাভিল্যান্ডের দুটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি তার ৯টি স্কুলে ৮০০টির বেশি স্নাতক, স্নাতকোত্তর, অনলাইন কোর্স, দূরশিক্ষণ এবং সংক্ষিপ্ত কোর্স অফার করে থাকে।
সেন্ট্রাল লন্ডনের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে পড়াশোনার ব্যয় ১৯ হাজার থেকে ২০ হাজার পাউন্ড, সেখানে ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে পড়তে প্রতিবছর ব্যয় হয় সাকল্যে ১৪ হাজার পাউন্ড! ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর পর্যায়ে শতভাগ পর্যন্ত স্কলারশিপ দেওয়া হলেও স্নাতক পর্যায়ে স্কলারশিপ তুলনামূলক কম। ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। এটি মূলত দেওয়া হয় একাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে। বিজ্ঞানের বিষয়গুলোতে ৮৫ থেকে ৯০ শতাংশ স্কোর থাকলে এই স্কলারশিপ মেলে।
সাধারণত বিদেশে পড়তে আসা শিক্ষার্থীরা খণ্ডকালীন চাকরি করতে আগ্রহী থাকেন। তবে ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের শিক্ষার্থীদের আলাদা করে চাকরি খুঁজতে হয় না। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার অন্যতম সুবিধা হলো ওয়ার্ক রিপ্লেসমেন্ট সুবিধা। বিশ্ববিদ্যালয় থেকেই ওয়ার্ক রিপ্লেসমেন্ট অফার করা হয়। এখানে ওয়ার্ক রিপ্লেসমেন্টের প্রসেসিংয়ের জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না, যেখানে অন্যান্য ইউনিভার্সিটিতে প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড দরকার হয়। এ ছাড়া বাইরে বিভিন্ন চাকরি করে মাসে প্রায় ৮০০ পাউন্ড আয় করা সম্ভব।
সেন্ট্রাল লন্ডন এবং লন্ডনের বাইরের শহরের জীবনযাপনের খরচে বেশ পার্থক্য আছে। সেন্ট্রাল লন্ডনে খরচ তুলনামূলক বেশি। হার্ট ফোর্ডশায়ার লন্ডন থেকে ২৫ মিনিটের সড়কপথের দূরত্বে হওয়ায় এখানে সব সুবিধাই পাওয়া যায়। ইংল্যান্ডের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে থাকার খরচ বেশি। ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে এক বছরের চুক্তিতে হোস্টেল ভাড়া নিতে হয়। খাবারের জন্য মাসে সাধারণত ১০০ পাউন্ডের মতো খরচ হয়। হোস্টেলে না থেকে আলাদা থাকলে মাসে প্রায় ২৫০ পাউন্ড ব্যয় হয়। ইউনিভার্সিটি হ্যাটফিল্ডে হলেও এর হোস্টেল লুটনে। সেখান থেকে প্রতিদিন অনেক শিক্ষার্থী হ্যাটফিল্ডে যাতায়াত করেন। যাতায়াত খরচও বেশ সাশ্রয়ী। তা ছাড়া প্রায় হাতের নাগালে সবকিছু পাওয়া যায়।
এখানে পড়াশোনার ব্যবস্থা ও কোর্স ডেলিভারি সিস্টেম দারুণ। শিক্ষাব্যবস্থা নিয়ে শিক্ষার্থীরা কতটা সন্তুষ্ট, তা জানতে স্টুডেন্ট সার্ভে করা হয়। এতে শিক্ষার্থীদের সন্তুষ্টির হার ৭৫ শতাংশ। শিক্ষার্থীদের জন্য উন্নত মানের ল্যাব ফ্যাসিলিটি রয়েছে এখানে। থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপে ভাগ করে ক্লাস নেওয়া হয়। শিক্ষকদের আচরণ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। যেকোনো সমস্যায় তাঁদের কাছে যোগাযোগের ব্যবস্থা রয়েছে।
ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার শুধু পড়াশোনার মধ্যেই শিক্ষার্থীদের সীমাবদ্ধ রাখে না; এখানে রয়েছে বিভিন্ন ক্লাবে এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটির সুযোগ। এ ছাড়া বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণেরও সুযোগ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি ভালো দিক হচ্ছে, এখানে অসংখ্য কুইজ ও কমপিটিশনের আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের দেওয়া হয় বায়োপার্ক সুবিধা। বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এই বিজ্ঞান পার্কে জীবনবিজ্ঞান ও স্বাস্থ্যপ্রযুক্তি ব্যবসার জন্য ৬ হাজার বর্গমিটারের একটি ল্যাবরেটরি এবং অফিস স্পেস দেওয়া হয়।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫