আজ জুন মাসের তৃতীয় রোববার, বাবা দিবস। এটিই সত্য যে বাবাকে কখনো বলা হয় না, আমরা তাঁদের ভালোবাসি। বাবাকে নিয়ে তরুণ শিক্ষার্থীরা লিখেছেন তাঁদের আবেগের কথা।
বাবারা ঝিনুকের মতো
বাবারা খারাপ হতে পারেন না। বাবাদের কোনো চাহিদা থাকে না। তাঁদের স্বপ্ন, তাঁদের সন্তান যেন থাকে দুধে-ভাতে। বাবারা ঝিনুকের মতো। কঠিন, গম্ভীর খোলসের আবরণে ভেতরে নরম অচেনা মানুষ। সন্তানেরা এই গুরুগম্ভীর মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে।
নিশু আক্তার, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
হয়নি বলা, বাবা তোমায় ভালোবাসি
ভরসা ও ছায়ার নাম বাবা। বাবা মানে উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। বাবা পরম নির্ভরতার প্রতীক। বাবা শব্দটির মধ্যে বিশালতার ছোঁয়া পাওয়া যায়। পাওয়া যায় নির্ভরতার আলিঙ্গন। বাবা মানে আশ্রয়। বাবা মানে একটি বৃক্ষ।
বাবাকে সব সময় সত্যিকারের হিরো হিসেবেই পেয়েছি। ভালোবাসা, শাসন-বারণ আর যত্নের মধ্যে কখন যে জীবনের ২১টি বছর পার করেছি, তা বুঝতেই পারিনি। এখনো বাবার কাছে সেই ছোট্ট শিশুটি আমি। জীবনসংসারের মায়াজালে রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে অজানা গন্তব্যে সংসার নামে সদস্যদের শান্তির বার্তাবাহক বাবা।
বাবারা সাধারণত সুপার হিরো। ঝামেলা-ঝঞ্ঝাটে যখন জীবন বিষময়, তখন বাবা হাজির হন সুপার হিরো হিসেবে। পুরো পৃথিবী যখন মুখ ফিরিয়ে নেয় আমার দিক থেকে, তখন আমার সুপার হিরো চট করে সব সমস্যার সমাধান দেন। সে জন্যই ভালোবাসি বাবা।
নিশাত তাসনিম সুপ্তি, শিক্ষার্থী, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভালো থাকুন সব বাবা
আজ বিশ্ব বাবা দিবস। প্রচণ্ড মিস করছি বাবাকে। ভালো থাকুন সব বাবা, যাঁরা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানকে স্বপ্ন দেখতে শেখান। আমার কৃষক পরিবারে জন্ম হওয়ার সূত্রে খুব কাছ থেকে দেখেছি, কীভাবে একজন কৃষক বাবা তাঁর রক্ত পানি করে গড়ে তোলেন প্রিয় সন্তানকে। পৃথিবীর সব বাবা ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।
মো. মনিরুল ইসলাম, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ
আজ জুন মাসের তৃতীয় রোববার, বাবা দিবস। এটিই সত্য যে বাবাকে কখনো বলা হয় না, আমরা তাঁদের ভালোবাসি। বাবাকে নিয়ে তরুণ শিক্ষার্থীরা লিখেছেন তাঁদের আবেগের কথা।
বাবারা ঝিনুকের মতো
বাবারা খারাপ হতে পারেন না। বাবাদের কোনো চাহিদা থাকে না। তাঁদের স্বপ্ন, তাঁদের সন্তান যেন থাকে দুধে-ভাতে। বাবারা ঝিনুকের মতো। কঠিন, গম্ভীর খোলসের আবরণে ভেতরে নরম অচেনা মানুষ। সন্তানেরা এই গুরুগম্ভীর মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে।
নিশু আক্তার, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
হয়নি বলা, বাবা তোমায় ভালোবাসি
ভরসা ও ছায়ার নাম বাবা। বাবা মানে উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। বাবা পরম নির্ভরতার প্রতীক। বাবা শব্দটির মধ্যে বিশালতার ছোঁয়া পাওয়া যায়। পাওয়া যায় নির্ভরতার আলিঙ্গন। বাবা মানে আশ্রয়। বাবা মানে একটি বৃক্ষ।
বাবাকে সব সময় সত্যিকারের হিরো হিসেবেই পেয়েছি। ভালোবাসা, শাসন-বারণ আর যত্নের মধ্যে কখন যে জীবনের ২১টি বছর পার করেছি, তা বুঝতেই পারিনি। এখনো বাবার কাছে সেই ছোট্ট শিশুটি আমি। জীবনসংসারের মায়াজালে রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে অজানা গন্তব্যে সংসার নামে সদস্যদের শান্তির বার্তাবাহক বাবা।
বাবারা সাধারণত সুপার হিরো। ঝামেলা-ঝঞ্ঝাটে যখন জীবন বিষময়, তখন বাবা হাজির হন সুপার হিরো হিসেবে। পুরো পৃথিবী যখন মুখ ফিরিয়ে নেয় আমার দিক থেকে, তখন আমার সুপার হিরো চট করে সব সমস্যার সমাধান দেন। সে জন্যই ভালোবাসি বাবা।
নিশাত তাসনিম সুপ্তি, শিক্ষার্থী, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভালো থাকুন সব বাবা
আজ বিশ্ব বাবা দিবস। প্রচণ্ড মিস করছি বাবাকে। ভালো থাকুন সব বাবা, যাঁরা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানকে স্বপ্ন দেখতে শেখান। আমার কৃষক পরিবারে জন্ম হওয়ার সূত্রে খুব কাছ থেকে দেখেছি, কীভাবে একজন কৃষক বাবা তাঁর রক্ত পানি করে গড়ে তোলেন প্রিয় সন্তানকে। পৃথিবীর সব বাবা ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।
মো. মনিরুল ইসলাম, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৮ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৮ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৮ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৮ দিন আগে