ক্যাম্পাস ডেস্ক
ডেটা সায়েন্স বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এ অবস্থায় দেশে প্রথম ডেটা সায়েন্স বিষয়ে স্নাতক প্রোগ্রামের অনুমোদন পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
সদ্য অনুমোদিত প্রোগ্রামের ক্লাস এ বছরের ফল সেমিস্টার থেকে শুরু হবে। বিভাগটি ইন্ডাস্ট্রি ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে চতুর্থ শিল্পবিপ্লবের দিকে জাতীয় অগ্রযাত্রায় মুখ্য ভূমিকা পালন করতে চায়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘সামনের দিনের চ্যালেঞ্জ হলো স্নাতকদের কম্পিউটিং এবং ডেটা অ্যানালাইসিসে দক্ষ করে তোলা। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এই দক্ষতা সহায়ক হিসেবে কাজ করবে।আমরা বিশ্বাস করি, নতুন অনুমোদিত প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করবেন।’
বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগে ইতিমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন জিপিইউভিত্তিক কম্পিউটিং সুবিধা স্থাপন করা হয়েছে। প্রাসঙ্গিক ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক একাডেমিক এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের কাছ থেকে নেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পাঠ্যক্রমটি তৈরি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সালেকুল ইসলাম বলেন, ‘ডেটা সায়েন্স অদূর ভবিষ্যতে সবচেয়ে চাহিদাপূর্ণ বিষয় হবে এবং দেশে ও বিদেশে অসংখ্য চাকরির সুযোগ তৈরি হবে। আমরা সেরা গ্র্যাজুয়েট তৈরি করতে আত্মবিশ্বাসী এবং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশকে নেতৃত্ব দেবে।’
ডেটা সায়েন্স বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এ অবস্থায় দেশে প্রথম ডেটা সায়েন্স বিষয়ে স্নাতক প্রোগ্রামের অনুমোদন পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
সদ্য অনুমোদিত প্রোগ্রামের ক্লাস এ বছরের ফল সেমিস্টার থেকে শুরু হবে। বিভাগটি ইন্ডাস্ট্রি ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে চতুর্থ শিল্পবিপ্লবের দিকে জাতীয় অগ্রযাত্রায় মুখ্য ভূমিকা পালন করতে চায়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘সামনের দিনের চ্যালেঞ্জ হলো স্নাতকদের কম্পিউটিং এবং ডেটা অ্যানালাইসিসে দক্ষ করে তোলা। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এই দক্ষতা সহায়ক হিসেবে কাজ করবে।আমরা বিশ্বাস করি, নতুন অনুমোদিত প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করবেন।’
বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগে ইতিমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন জিপিইউভিত্তিক কম্পিউটিং সুবিধা স্থাপন করা হয়েছে। প্রাসঙ্গিক ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক একাডেমিক এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের কাছ থেকে নেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পাঠ্যক্রমটি তৈরি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সালেকুল ইসলাম বলেন, ‘ডেটা সায়েন্স অদূর ভবিষ্যতে সবচেয়ে চাহিদাপূর্ণ বিষয় হবে এবং দেশে ও বিদেশে অসংখ্য চাকরির সুযোগ তৈরি হবে। আমরা সেরা গ্র্যাজুয়েট তৈরি করতে আত্মবিশ্বাসী এবং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশকে নেতৃত্ব দেবে।’
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৯ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৯ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২০ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২০ দিন আগে