নাজমুল ইসলাম
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি করে চিহ্ন থাকে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিহ্ন হলো আনন্দসরোবর লেক।
দক্ষিণ-পশ্চিম দিকে কেন্দ্রীয় মাঠের প্রান্ত ঘেঁষে গড়ে উঠেছে এটি। ইংরেজি ‘এল’ বর্ণের আকৃতির এ লেকের পেছনে রয়েছে ছেলেদের আবাসিক হল। লেকটির পূর্ব দিকে আছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’। লেকের পূর্ব দিকের পাড় ঘেঁষে রয়েছে মনমাতানো সৌন্দর্য ও বাহারি সুগন্ধি ফুলের বাগান। এর উত্তর দিকে আছে ক্যাম্পাসের সাংস্কৃতিক কেন্দ্রস্থল কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চ।
আনন্দসরোবর লেকটি কচ্ছপ ও বিভিন্ন জলজ প্রাণীর অভয়ারণ্য। নির্মাণের পরপরই বেশ কিছু কচ্ছপ ও রঙিন মাছ অবমুক্ত করা হয় এখানে। লেকের পাড়ে বড়শি হাতে বসে শিক্ষার্থীদের মাছ ধরতেও দেখা যায় মাঝেমধ্যে। আবাসিক শিক্ষার্থীদের লেকের পানিতে সাঁতার কাটার অনুমতি আছে।
আনন্দসরোবরের বিকেলগুলো জমে ওঠে আড্ডায়। শিক্ষার্থীরা গিটার হাতে বসে পড়েন বন্ধুদের সঙ্গে।
লেকটির রাতের সৌন্দর্য যেন আরেক নতুন দিকের সূচনা করে। জোছনা রাতে আনন্দসরোবরের ঢেউয়ে যেন নৃত্য করে আকাশের চাঁদ। কখনোবা অন্ধকার রাতে নীরব হয়ে যায় চারপাশ।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি করে চিহ্ন থাকে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিহ্ন হলো আনন্দসরোবর লেক।
দক্ষিণ-পশ্চিম দিকে কেন্দ্রীয় মাঠের প্রান্ত ঘেঁষে গড়ে উঠেছে এটি। ইংরেজি ‘এল’ বর্ণের আকৃতির এ লেকের পেছনে রয়েছে ছেলেদের আবাসিক হল। লেকটির পূর্ব দিকে আছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’। লেকের পূর্ব দিকের পাড় ঘেঁষে রয়েছে মনমাতানো সৌন্দর্য ও বাহারি সুগন্ধি ফুলের বাগান। এর উত্তর দিকে আছে ক্যাম্পাসের সাংস্কৃতিক কেন্দ্রস্থল কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চ।
আনন্দসরোবর লেকটি কচ্ছপ ও বিভিন্ন জলজ প্রাণীর অভয়ারণ্য। নির্মাণের পরপরই বেশ কিছু কচ্ছপ ও রঙিন মাছ অবমুক্ত করা হয় এখানে। লেকের পাড়ে বড়শি হাতে বসে শিক্ষার্থীদের মাছ ধরতেও দেখা যায় মাঝেমধ্যে। আবাসিক শিক্ষার্থীদের লেকের পানিতে সাঁতার কাটার অনুমতি আছে।
আনন্দসরোবরের বিকেলগুলো জমে ওঠে আড্ডায়। শিক্ষার্থীরা গিটার হাতে বসে পড়েন বন্ধুদের সঙ্গে।
লেকটির রাতের সৌন্দর্য যেন আরেক নতুন দিকের সূচনা করে। জোছনা রাতে আনন্দসরোবরের ঢেউয়ে যেন নৃত্য করে আকাশের চাঁদ। কখনোবা অন্ধকার রাতে নীরব হয়ে যায় চারপাশ।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫