আনিসুল ইসলাম নাঈম
আরিফুল ইসলাম নাঈমের জন্ম ও বেড়ে ওঠা বন্দরনগরী চট্টগ্রামের একটি সরকারি কলোনিতে। তাঁর শৈশব ও কৈশোরের অনেকটা সময় কেটেছে সেখানে।
আরিফের বড় বোন আমেনা খাতুন ছিলেন নাচের মানুষ। তাঁকে দেখে নাচের প্রতি ঝোঁক চাপে আরিফের।
বড় বোন তাঁর আগ্রহ দেখে বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম জেলা শাখায় ভর্তি করিয়ে দেন। এর কিছুদিন মধ্যে পড়াশোনার ব্যস্ততা আর পারিবারিক কারণে এসএসসি পরীক্ষার আগেই চাঁদপুরে চলে আসতে হয় তাঁকে।
এরপর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সৃজনশীল নৃত্যকলা বিভাগে নৃত্যগুরু সোমা দত্তের কাছে নাচের তালিম নেন। ২০১৮ সালে নৃত্যকলার ওপর চার বছর মেয়াদি প্রশিক্ষণ শেষ করেন।
বর্তমানে আরিফ চাঁদপুরের পুরান বাজার ডিগ্রি কলেজে বাংলা সাহিত্যে স্নাতক চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।
নৃত্যে আরিফের অর্জন অনেক। তাঁর উল্লেখযোগ্য অর্জন রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সহযোগিতায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ। এটি ছিল আন্তর্জাতিক পুরস্কার। ২০১৬ সাল থেকে এ বছর পর্যন্ত অনেক স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছেন। এর মধ্যে আছে এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপ।
আরিফ ইতিমধ্যে বেশ কিছু শিক্ষার্থীকে নাচ শেখাচ্ছেন। এ কাজ চালিয়ে যেতে চান তিনি। তবে তাঁর ইচ্ছা, ভবিষ্যতে নৃত্য বিষয়ে উচ্চতর লেখাপড়া করা।
আরিফুল ইসলাম নাঈমের জন্ম ও বেড়ে ওঠা বন্দরনগরী চট্টগ্রামের একটি সরকারি কলোনিতে। তাঁর শৈশব ও কৈশোরের অনেকটা সময় কেটেছে সেখানে।
আরিফের বড় বোন আমেনা খাতুন ছিলেন নাচের মানুষ। তাঁকে দেখে নাচের প্রতি ঝোঁক চাপে আরিফের।
বড় বোন তাঁর আগ্রহ দেখে বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম জেলা শাখায় ভর্তি করিয়ে দেন। এর কিছুদিন মধ্যে পড়াশোনার ব্যস্ততা আর পারিবারিক কারণে এসএসসি পরীক্ষার আগেই চাঁদপুরে চলে আসতে হয় তাঁকে।
এরপর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সৃজনশীল নৃত্যকলা বিভাগে নৃত্যগুরু সোমা দত্তের কাছে নাচের তালিম নেন। ২০১৮ সালে নৃত্যকলার ওপর চার বছর মেয়াদি প্রশিক্ষণ শেষ করেন।
বর্তমানে আরিফ চাঁদপুরের পুরান বাজার ডিগ্রি কলেজে বাংলা সাহিত্যে স্নাতক চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।
নৃত্যে আরিফের অর্জন অনেক। তাঁর উল্লেখযোগ্য অর্জন রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সহযোগিতায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ। এটি ছিল আন্তর্জাতিক পুরস্কার। ২০১৬ সাল থেকে এ বছর পর্যন্ত অনেক স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছেন। এর মধ্যে আছে এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপ।
আরিফ ইতিমধ্যে বেশ কিছু শিক্ষার্থীকে নাচ শেখাচ্ছেন। এ কাজ চালিয়ে যেতে চান তিনি। তবে তাঁর ইচ্ছা, ভবিষ্যতে নৃত্য বিষয়ে উচ্চতর লেখাপড়া করা।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫