জুবায়ের ইবনে কামাল
প্রতি বৃহস্পতিবার ক্লাসের সময়টা শেষ হতেই কিছু শিক্ষার্থী চলে যাচ্ছেন ক্যাম্পাসের নির্দিষ্ট একটি জায়গায়। একেক বিভাগের ক্লাস শেষ হচ্ছে একেক সময়। তাই আগেই চলে আসা শিক্ষার্থীরা অপেক্ষা করছেন বন্ধুদের জন্য। কেউ কেউ একবার চোখ বুলিয়ে নিচ্ছেন হাতের নোটবুকে। সেখানে গোটা গোটা অক্ষরে পয়েন্ট দিয়ে অনেক কিছু লেখা।
যেকোনো বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাসে উঁকি দিলে দেখা যায় এই দৃশ্য। তাঁরা সবাই বিতার্কিক এবং বিশ্ববিদ্যালয়টির বিতর্ক ক্লাবের সদস্য। প্রতি সপ্তাহে নিয়মিত বিতর্কচর্চার কোনো এদিক-সেদিক ঘটে না গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের।
১৩ বছরে পদার্পণ করল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিবেটিং ক্লাব। বিশ্ববিদ্যালয়টির প্রথম ক্লাব এটি। এক যুগে জাতীয় পর্যায়ে অনেক অর্জন রয়েছে ক্লাবটির। এ ছাড়া কয়েক বছরে বাংলাদেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলের বিতর্ক প্রতিযোগিতায় নিয়মিত চ্যাম্পিয়ন হয়ে আসছে ক্লাবটি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়মে কড়াকড়ি থাকায় শুরুর দিকে এই বিতর্ক ক্লাবের অনেক সদস্য ক্লাবটির কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে ছিলেন সন্দিহান। কিন্তু ক্লাবটি প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি, দ্রুতই সেটিকে সক্রিয় করে তোলেন সেই সময়ের শিক্ষার্থীরা। অন্যান্য শিক্ষার্থীর মাঝে ক্লাবটিকে জনপ্রিয় করতেও কাজ করেছেন তাঁরা। এই ক্লাবের সদস্যদের প্রচেষ্টায় প্রথম কয়েক বছরের মধ্যে আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা দলের ট্রফির বাইরেও, ২০তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় শীর্ষ চারটি বিশ্ববিদ্যালয়ের একটি হয় গ্রিন ইউনিভার্সিটি।
‘মুক্তি মোদের যুক্তির মাঝে’ স্লোগান নিয়ে এগিয়ে চলা ক্লাবটি ইতিমধ্যে অর্জন করেছে অসংখ্য পুরস্কার। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিতর্কগুলোকে সমান মর্যাদা দিয়ে থাকেন তাঁরা। প্রতি সপ্তাহে বাধ্যতামূলক একটি বিতর্কের আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন বিশেষ দিবসকে কেন্দ্র করে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন
করে ক্লাবটি। গত বছর বিজয় দিবসে ‘যুক্তির বিজয়, মুক্তির আলোড়ন’ স্লোগান সামনে রেখে একটি আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে গ্রিন ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস ও স্থায়ী ক্যাম্পাসে আলাদা আয়োজন করে দুটি দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনের বাইরেও টিভি বিতর্কে সমানভাবে অংশগ্রহণ করে গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (জিইউডিসি)।গত মাসে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার আয়োজনে প্রাইম ইউনিভার্সিটির বিপরীতে গ্রিন ইউনিভার্সিটির হয়ে অংশ নেয় এ ডিবেটিং ক্লাব। এর বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলা ও ইংরেজি–উভয় ভাষার বিতর্কেই নিজেদের শক্তির জানান দিয়েছেন গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সদস্যরা।
প্রতি বৃহস্পতিবার ক্লাসের সময়টা শেষ হতেই কিছু শিক্ষার্থী চলে যাচ্ছেন ক্যাম্পাসের নির্দিষ্ট একটি জায়গায়। একেক বিভাগের ক্লাস শেষ হচ্ছে একেক সময়। তাই আগেই চলে আসা শিক্ষার্থীরা অপেক্ষা করছেন বন্ধুদের জন্য। কেউ কেউ একবার চোখ বুলিয়ে নিচ্ছেন হাতের নোটবুকে। সেখানে গোটা গোটা অক্ষরে পয়েন্ট দিয়ে অনেক কিছু লেখা।
যেকোনো বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাসে উঁকি দিলে দেখা যায় এই দৃশ্য। তাঁরা সবাই বিতার্কিক এবং বিশ্ববিদ্যালয়টির বিতর্ক ক্লাবের সদস্য। প্রতি সপ্তাহে নিয়মিত বিতর্কচর্চার কোনো এদিক-সেদিক ঘটে না গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের।
১৩ বছরে পদার্পণ করল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিবেটিং ক্লাব। বিশ্ববিদ্যালয়টির প্রথম ক্লাব এটি। এক যুগে জাতীয় পর্যায়ে অনেক অর্জন রয়েছে ক্লাবটির। এ ছাড়া কয়েক বছরে বাংলাদেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলের বিতর্ক প্রতিযোগিতায় নিয়মিত চ্যাম্পিয়ন হয়ে আসছে ক্লাবটি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়মে কড়াকড়ি থাকায় শুরুর দিকে এই বিতর্ক ক্লাবের অনেক সদস্য ক্লাবটির কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে ছিলেন সন্দিহান। কিন্তু ক্লাবটি প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি, দ্রুতই সেটিকে সক্রিয় করে তোলেন সেই সময়ের শিক্ষার্থীরা। অন্যান্য শিক্ষার্থীর মাঝে ক্লাবটিকে জনপ্রিয় করতেও কাজ করেছেন তাঁরা। এই ক্লাবের সদস্যদের প্রচেষ্টায় প্রথম কয়েক বছরের মধ্যে আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা দলের ট্রফির বাইরেও, ২০তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় শীর্ষ চারটি বিশ্ববিদ্যালয়ের একটি হয় গ্রিন ইউনিভার্সিটি।
‘মুক্তি মোদের যুক্তির মাঝে’ স্লোগান নিয়ে এগিয়ে চলা ক্লাবটি ইতিমধ্যে অর্জন করেছে অসংখ্য পুরস্কার। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিতর্কগুলোকে সমান মর্যাদা দিয়ে থাকেন তাঁরা। প্রতি সপ্তাহে বাধ্যতামূলক একটি বিতর্কের আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন বিশেষ দিবসকে কেন্দ্র করে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন
করে ক্লাবটি। গত বছর বিজয় দিবসে ‘যুক্তির বিজয়, মুক্তির আলোড়ন’ স্লোগান সামনে রেখে একটি আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে গ্রিন ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস ও স্থায়ী ক্যাম্পাসে আলাদা আয়োজন করে দুটি দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনের বাইরেও টিভি বিতর্কে সমানভাবে অংশগ্রহণ করে গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (জিইউডিসি)।গত মাসে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার আয়োজনে প্রাইম ইউনিভার্সিটির বিপরীতে গ্রিন ইউনিভার্সিটির হয়ে অংশ নেয় এ ডিবেটিং ক্লাব। এর বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলা ও ইংরেজি–উভয় ভাষার বিতর্কেই নিজেদের শক্তির জানান দিয়েছেন গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সদস্যরা।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫