মিনহাজ তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গল্পের শুরু ২০১৬ সালের এপ্রিলে। বৃষ্টিস্নাত এক সকালের কথা। কেবল ঘুম থেকে উঠেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম। হঠাৎ খবর পেলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে জালের সঙ্গে আটকে আছে বিশালাকৃতির এক সাপ। তখন উদ্ধার তো দূরের কথা, সাপের প্রজাতিগুলোই ভালো করে চিনতেন না। তবু একবুক সাহস নিয়ে ছুটে গেলেন সাপটিকে বাঁচাতে। গিয়ে দেখেন, আটকে পড়া সাপটি জলঢোঁড়া। কয়েকজনের সহায়তায় ব্লেড দিয়ে জাল কেটে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে অবমুক্ত করলেন পাশের খালে। কিছুক্ষণের মধ্যেই এ খবর ছড়িয়ে যায় ক্যাম্পাসজুড়ে।
২০১৬ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত পাঁচ শতাধিক সাপ জীবিত উদ্ধার করেছেন রফিকুল। সেগুলোর অধিকাংশই বিষধর। রাতে কিংবা দিনে, রোদ কিংবা বৃষ্টি–যখনই কোথাও সাপ আটকে পড়ার খবর পান, রফিক ছুটে যান। সাপ উদ্ধার করেই থেমে থাকেন না তিনি; অসুস্থ হলে চিকিৎসা দিয়ে সুস্থ করে ছেড়ে দিয়ে আসেন নিরাপদ জায়গায়। পাশাপাশি মানুষকে সচেতন করেন সাপ না মারতে।
রফিকের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। চার ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে বর্তমানে ভেনম রিসার্চ সেন্টারে গবেষণা করছেন রফিক। সাপ উদ্ধার করা, অসুস্থ ও আক্রান্ত সাপকে চিকিৎসা দিয়ে সুস্থ করে নিরাপদ জায়গায় অবমুক্ত করা রফিকের নেশা। সে জন্য তিনি ইতিমধ্যে ‘সর্পবন্ধু’ উপাধি পেয়েছেন ক্যাম্পাসে। মানুষের মন থেকে সাপের ভয় দূর করতে এবং তাদের বাঁচাতে রফিকুল ২০২০ সালে প্রতিষ্ঠা করেছেন ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্নেক অ্যাওয়ারনেস’। যার অধিকাংশ সদস্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রফিক বলেন, ‘প্রতিবছর আমাদের দেশে ছয় হাজারের বেশি মানুষ সাপের কামড়ে মারা যায়। সাপ সম্পর্কে মানুষ প্রচলিত ভুল, কুসংস্কার ও গুজবগুলো এখনো বিশ্বাস করে আসছে, যার নেতিবাচক প্রভাবে মানুষের প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। দেশকে সাপবিষয়ক কুসংস্কার ও গুজবমুক্ত রাখতে এই সংগঠন করার ভাবনা মাথায় আসে।’ প্রতিষ্ঠার পর ধীরে ধীরে সদস্য বাড়তে থাকে গ্রুপটির। এখানকার সদস্যরা সাপ-সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে গ্রুপে পোস্ট করেন। সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিস্তারিত তথ্য জানান। এই গ্রুপের পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গেছে ইতিমধ্যে। বর্তমানে এই গ্রুপের সদস্যসংখ্যা ২৬ হাজার। মাধ্যমে গত কয়েক বছর উদ্ধার হওয়া বিষধর সাপগুলোর মধ্যে আছে শঙ্খচূড়, পদ্মগোখরা, বড় কালকেউটে, শঙ্খিনী, চন্দ্রবোড়া, ওয়ালস্ ক্রেইট, সবুজ বোড়া ও লাল ঘাড় ঢোঁড়া সাপ। মৃদু বিষধর সাপের মধ্যে লাউঢগা, নকল বোড়া, ফণীমনসা। নির্বিষ সাপের মধ্যে আছে অজগর, দাঁড়াশ, ঘরগিন্নি, ঢোঁড়া সাপ, দুধরাজ, বেত আছড়া, দুমুখো পুয়ে সাপ ইত্যাদি।
রফিক জানিয়েছেন, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, তাঁর সংগঠনের স্বেচ্ছাসেবীরা মুন্সিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের পার্বত্য অঞ্চলেও সাপ উদ্ধার করেছেন। ভবিষ্যতে সুযোগ পেলে সাপ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে তাঁর। পাশাপাশি সাপের কামড়ে মৃত্যু কমাতে দেশের প্রতিটি জেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ইচ্ছা আছে রফিকের।
সাপ নিরীহ প্রাণী। এই প্রাণী না কানে শুনতে পায়, না মানুষকে মনে রাখতে পারে। সাপের স্মৃতিশক্তি প্রখর নয়। এটি পোষ মানার মতোও নয়। রফিকের ভাষ্য, সাপ কেবল সহজাত প্রবৃত্তি হিসেবে নিজের প্রাণ বাঁচাতে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং বাধ্য হয়ে দংশন করে। নিজের খাবারের জন্য শিকার করতে মজুত রাখা মূল্যবান বিষ সাপ অপচয় করতে চায় না। সাপ সম্পর্কে সচেতন হওয়া জরুরি, যার সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর বিষয় জড়িত।
গল্পের শুরু ২০১৬ সালের এপ্রিলে। বৃষ্টিস্নাত এক সকালের কথা। কেবল ঘুম থেকে উঠেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম। হঠাৎ খবর পেলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে জালের সঙ্গে আটকে আছে বিশালাকৃতির এক সাপ। তখন উদ্ধার তো দূরের কথা, সাপের প্রজাতিগুলোই ভালো করে চিনতেন না। তবু একবুক সাহস নিয়ে ছুটে গেলেন সাপটিকে বাঁচাতে। গিয়ে দেখেন, আটকে পড়া সাপটি জলঢোঁড়া। কয়েকজনের সহায়তায় ব্লেড দিয়ে জাল কেটে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে অবমুক্ত করলেন পাশের খালে। কিছুক্ষণের মধ্যেই এ খবর ছড়িয়ে যায় ক্যাম্পাসজুড়ে।
২০১৬ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত পাঁচ শতাধিক সাপ জীবিত উদ্ধার করেছেন রফিকুল। সেগুলোর অধিকাংশই বিষধর। রাতে কিংবা দিনে, রোদ কিংবা বৃষ্টি–যখনই কোথাও সাপ আটকে পড়ার খবর পান, রফিক ছুটে যান। সাপ উদ্ধার করেই থেমে থাকেন না তিনি; অসুস্থ হলে চিকিৎসা দিয়ে সুস্থ করে ছেড়ে দিয়ে আসেন নিরাপদ জায়গায়। পাশাপাশি মানুষকে সচেতন করেন সাপ না মারতে।
রফিকের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। চার ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে বর্তমানে ভেনম রিসার্চ সেন্টারে গবেষণা করছেন রফিক। সাপ উদ্ধার করা, অসুস্থ ও আক্রান্ত সাপকে চিকিৎসা দিয়ে সুস্থ করে নিরাপদ জায়গায় অবমুক্ত করা রফিকের নেশা। সে জন্য তিনি ইতিমধ্যে ‘সর্পবন্ধু’ উপাধি পেয়েছেন ক্যাম্পাসে। মানুষের মন থেকে সাপের ভয় দূর করতে এবং তাদের বাঁচাতে রফিকুল ২০২০ সালে প্রতিষ্ঠা করেছেন ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্নেক অ্যাওয়ারনেস’। যার অধিকাংশ সদস্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রফিক বলেন, ‘প্রতিবছর আমাদের দেশে ছয় হাজারের বেশি মানুষ সাপের কামড়ে মারা যায়। সাপ সম্পর্কে মানুষ প্রচলিত ভুল, কুসংস্কার ও গুজবগুলো এখনো বিশ্বাস করে আসছে, যার নেতিবাচক প্রভাবে মানুষের প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। দেশকে সাপবিষয়ক কুসংস্কার ও গুজবমুক্ত রাখতে এই সংগঠন করার ভাবনা মাথায় আসে।’ প্রতিষ্ঠার পর ধীরে ধীরে সদস্য বাড়তে থাকে গ্রুপটির। এখানকার সদস্যরা সাপ-সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে গ্রুপে পোস্ট করেন। সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিস্তারিত তথ্য জানান। এই গ্রুপের পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গেছে ইতিমধ্যে। বর্তমানে এই গ্রুপের সদস্যসংখ্যা ২৬ হাজার। মাধ্যমে গত কয়েক বছর উদ্ধার হওয়া বিষধর সাপগুলোর মধ্যে আছে শঙ্খচূড়, পদ্মগোখরা, বড় কালকেউটে, শঙ্খিনী, চন্দ্রবোড়া, ওয়ালস্ ক্রেইট, সবুজ বোড়া ও লাল ঘাড় ঢোঁড়া সাপ। মৃদু বিষধর সাপের মধ্যে লাউঢগা, নকল বোড়া, ফণীমনসা। নির্বিষ সাপের মধ্যে আছে অজগর, দাঁড়াশ, ঘরগিন্নি, ঢোঁড়া সাপ, দুধরাজ, বেত আছড়া, দুমুখো পুয়ে সাপ ইত্যাদি।
রফিক জানিয়েছেন, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, তাঁর সংগঠনের স্বেচ্ছাসেবীরা মুন্সিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের পার্বত্য অঞ্চলেও সাপ উদ্ধার করেছেন। ভবিষ্যতে সুযোগ পেলে সাপ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে তাঁর। পাশাপাশি সাপের কামড়ে মৃত্যু কমাতে দেশের প্রতিটি জেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ইচ্ছা আছে রফিকের।
সাপ নিরীহ প্রাণী। এই প্রাণী না কানে শুনতে পায়, না মানুষকে মনে রাখতে পারে। সাপের স্মৃতিশক্তি প্রখর নয়। এটি পোষ মানার মতোও নয়। রফিকের ভাষ্য, সাপ কেবল সহজাত প্রবৃত্তি হিসেবে নিজের প্রাণ বাঁচাতে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং বাধ্য হয়ে দংশন করে। নিজের খাবারের জন্য শিকার করতে মজুত রাখা মূল্যবান বিষ সাপ অপচয় করতে চায় না। সাপ সম্পর্কে সচেতন হওয়া জরুরি, যার সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর বিষয় জড়িত।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫