রিপন চন্দ্র রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়
পিচঢালা পরিষ্কার রাস্তা। এর বাঁ দিকে তিন ফুট চওড়া একটি ফুটপাত। আরেক দিকে গোলাপ বাগান। দুই ধারে আকাশ ফুঁড়ে উঠেছে গগন শিরীষ। গাছগুলো যেন পরম আদরে মুড়িয়ে রেখেছে রাস্তাটিকে। গাছের ডালপালা ছুঁয়ে রাস্তার বুকে আছড়ে পড়ছে সূর্যের আলো। আলো-ছায়ার এই খেলায় যেন প্রতিমা হয়ে জেগে উঠেছে রাস্তাটি। পূর্ব থেকে পশ্চিমে নাক বরাবর প্রসারিত এ রাস্তাটির নাম প্যারিস রোড।
প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। বিশ্ববিদ্যালয়টির কাজলা গেট থেকে শেরে বাংলা আবাসিক হল পর্যন্ত প্রায় এক কিলোমিটার প্রলম্বিত এ রাস্তা। দৈর্ঘ্যে খুব বেশি না হলেও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শত স্মৃতির সাক্ষী এই প্যারিস রোড। ভালোবাসা-বন্ধুত্ব, জীবন-মৃত্যু, হাসি-কান্না, একাকিত্ব-নিঃসঙ্গতায় যুগের পর যুগ ধরে বিচিত্র সব অভিজ্ঞতার সাক্ষী রাস্তাটি।
বিকেলের মিষ্টি রোদ, সঙ্গে হালকা হিমেল হাওয়া, গাছে পাখি ডাকছে আর প্যারিস রোড ধরে হেঁটে চলেছেন তরুণ-তরুণীরা; কখনো একা, কখনো দল বেঁধে, কখনো রিকশায় তো কখনো সাইকেলে। রাস্তাটিতে এ দৃশ্য দেখা যায় প্রতিদিন। এভাবে প্রতিদিন এই ছোট্ট রাস্তাটির বুকে রচিত হয় সুখ-দুঃখ, পাওয়া না-পাওয়ার শত গল্প। রচিত হয় প্রেম ও বন্ধুত্বের নতুন উপাখ্যান। আবার সমাপ্তি ঘটে কত গভীর সম্পর্কের!
কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্যারিস রোডে চলে শিক্ষার্থীদের আনাগোনা। শীতের কুয়াশাচ্ছন্ন ক্যাম্পাস উপভোগ করতে শত শত শিক্ষার্থী ভিড় করেন রাস্তাটিতে। আর বিকেল হলেই এর আশপাশে বসে আড্ডার আসর। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, প্রিয়জনকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে রাস্তাটিতে ভিড় করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এবং ক্যাম্পাসের বাইরের মানুষজনও। মধ্য রাতে এ রোডের বুকে শিক্ষার্থীদের গলা ছেড়ে গাওয়া বৈতালিক গান শীতের জমাট কুয়াশার মতো মন্ত্রমুগ্ধ করে রাখে শ্রোতাদের। গগন শিরীষগুলোও যেন মাথা নামিয়ে শুনতে থাকে সে সুর।
বর্ষা এলেই যেন পুনরুজ্জীবিত হয় প্যারিস রোড। আকাশে মেঘের ঘনঘটা দেখলেই শিক্ষার্থীরা ভিড় করেন রাস্তাটিতে। কখন বৃষ্টি নামবে এই প্রতীক্ষায় প্রহর গুনতে থাকেন তাঁরা। বৃষ্টি নামলেই নেচে-গেয়ে, হই-হুল্লোড়, ছোটাছুটি করে নিজেদের ভিজিয়ে তবেই ক্ষান্ত।
মূলত দুই ধারের গগন শিরীষগাছের কারণেই রাস্তাটি বেশ আকর্ষণীয়। ১৯৬৬ সালের আগে রাস্তাটি থাকলেও ছিল না গাছগুলো। তাই তখন তার নামও প্যারিস রোড ছিল না। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়ানোর জন্য তখনকার উপাচার্য এম শামসুল হক ফিলিপাইন থেকে কিছু গাছ নিয়ে আসেন। তিনি এ গাছগুলো রোপণের দায়িত্ব দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলী মোহাম্মাদ ইউনুসকে। তাঁর হাত ধরেই গগন শিরীষগাছগুলোর বেড়ে ওঠা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
গাছগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে রাস্তাটি। ১৯৮০-র দশকে ‘রোড টু সোয়াদ’ কিংবা ‘রোড টু প্যারিস’ নামের চলচ্চিত্রগুলোতে যে রাস্তা দেখানো হয়, সেসব রাস্তার সঙ্গে এই রাস্তাটির মিল থাকায় এর নাম হয় প্যারিস রোড।
পিচঢালা পরিষ্কার রাস্তা। এর বাঁ দিকে তিন ফুট চওড়া একটি ফুটপাত। আরেক দিকে গোলাপ বাগান। দুই ধারে আকাশ ফুঁড়ে উঠেছে গগন শিরীষ। গাছগুলো যেন পরম আদরে মুড়িয়ে রেখেছে রাস্তাটিকে। গাছের ডালপালা ছুঁয়ে রাস্তার বুকে আছড়ে পড়ছে সূর্যের আলো। আলো-ছায়ার এই খেলায় যেন প্রতিমা হয়ে জেগে উঠেছে রাস্তাটি। পূর্ব থেকে পশ্চিমে নাক বরাবর প্রসারিত এ রাস্তাটির নাম প্যারিস রোড।
প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। বিশ্ববিদ্যালয়টির কাজলা গেট থেকে শেরে বাংলা আবাসিক হল পর্যন্ত প্রায় এক কিলোমিটার প্রলম্বিত এ রাস্তা। দৈর্ঘ্যে খুব বেশি না হলেও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শত স্মৃতির সাক্ষী এই প্যারিস রোড। ভালোবাসা-বন্ধুত্ব, জীবন-মৃত্যু, হাসি-কান্না, একাকিত্ব-নিঃসঙ্গতায় যুগের পর যুগ ধরে বিচিত্র সব অভিজ্ঞতার সাক্ষী রাস্তাটি।
বিকেলের মিষ্টি রোদ, সঙ্গে হালকা হিমেল হাওয়া, গাছে পাখি ডাকছে আর প্যারিস রোড ধরে হেঁটে চলেছেন তরুণ-তরুণীরা; কখনো একা, কখনো দল বেঁধে, কখনো রিকশায় তো কখনো সাইকেলে। রাস্তাটিতে এ দৃশ্য দেখা যায় প্রতিদিন। এভাবে প্রতিদিন এই ছোট্ট রাস্তাটির বুকে রচিত হয় সুখ-দুঃখ, পাওয়া না-পাওয়ার শত গল্প। রচিত হয় প্রেম ও বন্ধুত্বের নতুন উপাখ্যান। আবার সমাপ্তি ঘটে কত গভীর সম্পর্কের!
কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্যারিস রোডে চলে শিক্ষার্থীদের আনাগোনা। শীতের কুয়াশাচ্ছন্ন ক্যাম্পাস উপভোগ করতে শত শত শিক্ষার্থী ভিড় করেন রাস্তাটিতে। আর বিকেল হলেই এর আশপাশে বসে আড্ডার আসর। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, প্রিয়জনকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে রাস্তাটিতে ভিড় করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এবং ক্যাম্পাসের বাইরের মানুষজনও। মধ্য রাতে এ রোডের বুকে শিক্ষার্থীদের গলা ছেড়ে গাওয়া বৈতালিক গান শীতের জমাট কুয়াশার মতো মন্ত্রমুগ্ধ করে রাখে শ্রোতাদের। গগন শিরীষগুলোও যেন মাথা নামিয়ে শুনতে থাকে সে সুর।
বর্ষা এলেই যেন পুনরুজ্জীবিত হয় প্যারিস রোড। আকাশে মেঘের ঘনঘটা দেখলেই শিক্ষার্থীরা ভিড় করেন রাস্তাটিতে। কখন বৃষ্টি নামবে এই প্রতীক্ষায় প্রহর গুনতে থাকেন তাঁরা। বৃষ্টি নামলেই নেচে-গেয়ে, হই-হুল্লোড়, ছোটাছুটি করে নিজেদের ভিজিয়ে তবেই ক্ষান্ত।
মূলত দুই ধারের গগন শিরীষগাছের কারণেই রাস্তাটি বেশ আকর্ষণীয়। ১৯৬৬ সালের আগে রাস্তাটি থাকলেও ছিল না গাছগুলো। তাই তখন তার নামও প্যারিস রোড ছিল না। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়ানোর জন্য তখনকার উপাচার্য এম শামসুল হক ফিলিপাইন থেকে কিছু গাছ নিয়ে আসেন। তিনি এ গাছগুলো রোপণের দায়িত্ব দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলী মোহাম্মাদ ইউনুসকে। তাঁর হাত ধরেই গগন শিরীষগাছগুলোর বেড়ে ওঠা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
গাছগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে রাস্তাটি। ১৯৮০-র দশকে ‘রোড টু সোয়াদ’ কিংবা ‘রোড টু প্যারিস’ নামের চলচ্চিত্রগুলোতে যে রাস্তা দেখানো হয়, সেসব রাস্তার সঙ্গে এই রাস্তাটির মিল থাকায় এর নাম হয় প্যারিস রোড।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
২৩ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২৩ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২৩ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২৩ দিন আগে