সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি
২০১৮ সাল। প্রতিবছরের মতো সেবারও বিশ্ববিদ্যালয়ের শহীদ জামাল হোসেন হলে আয়োজন করা হয় বার্ষিক নৈশভোজের। উৎসবে মেতে ওঠে পুরো হল। উদ্যাপনমুখর এ রকম আড্ডা শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় থেকে হাঁটতে হাঁটতে হলের দিকে ফিরছিলেন রিদম, পলক ও নিয়ন নামের তিন বন্ধু। হঠাৎ তাঁদের মাথায় আসে, প্রায় সব বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনোভাবে মিউজিক্যাল ক্লাব আছে। কিন্তু বাকৃবিতে তখন পর্যন্ত সে রকম কোনো মিউজিক্যাল ক্লাবের অস্তিত্ব ছিল না। ফলে দেশের বিভিন্ন স্তরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিষয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে নানান সংকটে পড়তে হয় শিক্ষার্থীদের। সেদিনের সেই উপলব্ধির অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে একটি সংগীতবিষয়ক ক্লাব। নাম ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিক্যাল রেজিমেন্ট’।
শুরুর পর থেকে একের পর এক সংগীতানুষ্ঠান আয়োজন করে আসছে মিউজিক্যাল রেজিমেন্ট। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটরিয়ামে কনসার্টের আয়োজন করে এসেছে মিউজিক্যাল ক্লাবটি। সেই সব কনসার্টের উদ্দেশ্য কখনো হয়েছে বন্যাকবলিত মানুষদের জন্য অর্থ সংগ্রহ, আবার কখনো অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার বহন। রেজিমেন্টের নিমন্ত্রিত অতিথি হিসেবে সেসব কনসার্টে অংশ নিয়েছিল স্বনামধন্য গানের দল ‘জলের গান’সহ আরও অনেক ব্যান্ড।
বড় বড় কনসার্ট ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ছোট পরিসরে বেশ কিছু সংগীতসন্ধ্যার আয়োজন করেছে বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট। অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানেও বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে ক্লাবটি। কনসার্ট বা সংগীতসন্ধ্যার আয়োজন ছাড়াও প্রতি সপ্তাহে রেজিমেন্টের সদস্যরা একত্র হয়ে মেতে ওঠেন গানে, আড্ডায়।
বর্তমানে ৭০ জন সদস্য নিয়ে চলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিক্যাল রেজিমেন্টের কার্যক্রম। রেজিমেন্টের নিজস্ব কোনো ব্যান্ড বা গানের দল নেই। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত সব ব্যান্ডের সদস্যই রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত আছেন। সদস্যদের মাঝে প্রতিনিয়তই সংগীত বিষয়ে বিভিন্ন তথ্য আদান-প্রদান হয়ে থাকে।
প্রতিষ্ঠার পাঁচ বছর পরও বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট সুরের বিকাশে সব সময় সক্রিয় রয়েছে। ক্লাবটি মুখর করে রেখেছে বাংলাদেশের তো বটেই, দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস।
২০১৮ সাল। প্রতিবছরের মতো সেবারও বিশ্ববিদ্যালয়ের শহীদ জামাল হোসেন হলে আয়োজন করা হয় বার্ষিক নৈশভোজের। উৎসবে মেতে ওঠে পুরো হল। উদ্যাপনমুখর এ রকম আড্ডা শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় থেকে হাঁটতে হাঁটতে হলের দিকে ফিরছিলেন রিদম, পলক ও নিয়ন নামের তিন বন্ধু। হঠাৎ তাঁদের মাথায় আসে, প্রায় সব বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনোভাবে মিউজিক্যাল ক্লাব আছে। কিন্তু বাকৃবিতে তখন পর্যন্ত সে রকম কোনো মিউজিক্যাল ক্লাবের অস্তিত্ব ছিল না। ফলে দেশের বিভিন্ন স্তরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিষয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে নানান সংকটে পড়তে হয় শিক্ষার্থীদের। সেদিনের সেই উপলব্ধির অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে একটি সংগীতবিষয়ক ক্লাব। নাম ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিক্যাল রেজিমেন্ট’।
শুরুর পর থেকে একের পর এক সংগীতানুষ্ঠান আয়োজন করে আসছে মিউজিক্যাল রেজিমেন্ট। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটরিয়ামে কনসার্টের আয়োজন করে এসেছে মিউজিক্যাল ক্লাবটি। সেই সব কনসার্টের উদ্দেশ্য কখনো হয়েছে বন্যাকবলিত মানুষদের জন্য অর্থ সংগ্রহ, আবার কখনো অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার বহন। রেজিমেন্টের নিমন্ত্রিত অতিথি হিসেবে সেসব কনসার্টে অংশ নিয়েছিল স্বনামধন্য গানের দল ‘জলের গান’সহ আরও অনেক ব্যান্ড।
বড় বড় কনসার্ট ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ছোট পরিসরে বেশ কিছু সংগীতসন্ধ্যার আয়োজন করেছে বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট। অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানেও বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে ক্লাবটি। কনসার্ট বা সংগীতসন্ধ্যার আয়োজন ছাড়াও প্রতি সপ্তাহে রেজিমেন্টের সদস্যরা একত্র হয়ে মেতে ওঠেন গানে, আড্ডায়।
বর্তমানে ৭০ জন সদস্য নিয়ে চলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিক্যাল রেজিমেন্টের কার্যক্রম। রেজিমেন্টের নিজস্ব কোনো ব্যান্ড বা গানের দল নেই। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত সব ব্যান্ডের সদস্যই রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত আছেন। সদস্যদের মাঝে প্রতিনিয়তই সংগীত বিষয়ে বিভিন্ন তথ্য আদান-প্রদান হয়ে থাকে।
প্রতিষ্ঠার পাঁচ বছর পরও বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট সুরের বিকাশে সব সময় সক্রিয় রয়েছে। ক্লাবটি মুখর করে রেখেছে বাংলাদেশের তো বটেই, দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৯ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২০ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২০ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২০ দিন আগে