রিদা মুনাম হক
চুল নিয়ে আমাদের আদিখ্যেতার শেষ নেই। শেষ নেই একে সুন্দর করে উপস্থাপনার ক্ষেত্রেও। কতরকম ভাবে যে চুল বাঁধা যায়, তার কোনো লেখাজোকা নেই। তবে হ্যাঁ, এই গরমে চুল খোলা রাখা দুঃসাহসই বলা চলে। এতে ঘেমে নেয়ে অবস্থা তো খারাপ হয়ই, ধুলোবালিতে চুলের ক্ষতিও হয়। তবে ঈদ বলে কথা। গরম হোক আর ঠান্ডা এ সময় চাই স্টাইলিশ লুক। বিশেষ দিনে আটপৌরে ধরনে চুল বাঁধতেও মন চায় না নিশ্চয়ই। তাই ঝটপট শিখে নিন কিছু গ্রীষ্মকালীন হেয়ারস্টাইল। চুলের এই স্টাইলগুলো একদিকে আপনাকে আরাম দেবে। অন্যদিকে ঈদ উৎসবে দেখাবে স্মার্ট।
পনিটেইল
খুবই স্মার্ট এই হেয়ার স্টাইলটি মানিয়ে যাবে টিনএজার থেকে তরুণী সবাইকেই। হাই পনিটেইল করতে হলে প্রথমে ঝুঁটি বাঁধায় দিকে চুল ব্লো ড্রাই করে নিতে হবে। এরপর একটা স্ক্রাঞ্চি বা চুলের ব্যান্ড দিয়ে খুব টাইট করে উঁচু একটা ঝুঁটি করে নিতে হবে। চাইলে ঝুঁটি থেকে একগোছা চুল নিয়ে গোল করে মুড়ে দিয়ে ঢেকে ফেলতে পারেন চুলের ব্যান্ডখানা। এরপরে হেয়ার স্প্রে দিয়ে কপালের দিকের আলগা চুলে সব আটকে নিতে হবে। ব্যাস, আপনার হাই পনিটেইল রেডি! কী, খুব কঠিন মনে হচ্ছে? একবার চেষ্টা করে দেখুন, আরাম পাবেন।
রোপ ব্রেইড পনিটেইল
যাঁরা ঝুঁটি বাঁধতে পছন্দ করেন না তাঁদের জন্য সুন্দর এই বিনুনি হতে পারে একটি ভালো বিকল্প। প্রথমে আপনার সমস্ত চুল জড়ো করে উঁচু করে একটা পনিটেইল বেঁধে নিন। এবার পনিটেইল দুটি সমান ভাগে ভাগ করুন এবং উভয় ভাগ বাম দিকে মোচড় দিন। এবার ডানদিকের ভাগটি ক্রমেই বামের অংশটির ওপর মুড়তে থাকুন, যাতে দড়ির মোচড়ের মতো দেখায় কিছুটা। অংশটি মোড়ানোর সঙ্গে সঙ্গে হাত অদলবদল করুন, যাতে আপনি বিনুনিতে টান রাখতে পারেন। পনিটেইলের শেষ প্রান্তে না পৌঁছানো পর্যন্ত ভাগগুলোকে বাম দিকে মুচড়ে ডানদিকের ওপর মুড়তে থাকুন। শেষমেশ একটি ইলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে নিন। হয়ে গেল রোপ ব্রেইড পনিটেইল। পড়তে যতটা কঠিন আর খটমট লাগছে, বাঁধতে গিয়ে দেখুন কত সহজ।
টপ নট বান
ঝটপট ও খুবই কম পরিশ্রমে করে ফেলার মতো সহজ এ হেয়ারস্টাইল। সুন্দর এ হেয়ারস্টাইলটি গ্রীষ্মের দাবদাহে আপনার প্রিয় হেয়ারস্টাইলও হয়ে উঠতে পারে। একটা ইলাস্টিক ব্যান্ড, কয়েকটি ববি পিনে নিমেষেই তৈরি হয়ে যাবে চমৎকার এ হেয়ারস্টাইল। টপ নট বান করতে প্রথমে সব চুল জড়ো করে উঁচু করে ঝুঁটি বেঁধে নিতে হবে। তারপর চুল দুই ভাগ করে প্রতিটি ভাগই মুড়ে নিতে হবে গোড়ার সঙ্গে। মোড়ানোর পরে ববি পিন দিয়ে সুন্দর করে আটকে নিতে হবে চুলের শেষভাগ। এতেই হেয়ারস্টাইল রেডি।
বাবল পনিটেইল
চুল বাঁধার স্টাইলে নতুনত্ব আনতে চাইলে এই ক্রিয়েটিভ হেয়ারস্টাইলটি করে দেখতে পারেন। সাধারণ কিন্তু সুন্দর এই চুল বাঁধার ধরন আপনার চেহারায় এনে দেবে নতুনত্ব। আপনার লুকটাই বদলে যাবে কিছুটা হলেও। এ জন্য প্রথমে উঁচু একটি পনিটেইল বেঁধে নিয়ে তারপরে চুলের দৈর্ঘ্য অনুযায়ী নির্দিষ্ট বিরতিতে কয়েকটি ইলাস্টিক লাগিয়ে দিতে হবে। এবার ইলাস্টিকের মাঝের ভাগগুলো হালকা টেনে দিয়ে গোলাকার বাবলের মতো আকার আনার চেষ্টা করতে হবে। আকার পেলেই তৈরি হয়ে যাবে বাবল পনিটেইল।
হাফ আপ, হাফ ডাউন
যাঁদের কোঁকড়া ও ঢেউখেলানো চুল তাঁদের জন্য এই হাফ আপ, হাফ ডাউন বা আধা উঁচু আধা নিচু হেয়ারস্টাইলটি দারুণ লুক এনে দিতে পারে। এটি যেকোনো ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যাবে অনায়াসে। প্রথমে চুলগুলো ওপর নিচ দুই ভাগে ভাগ করুন। তারপর ওপরের ভাগ দিয়ে উঁচু করে পনিটেইল বেঁধে নিন বা টপ নট বান করে নিন। এতেই পেয়ে যাবেন আধা উঁচু আধা নিচু হেয়ারস্টাইল।
এই ঈদে ভিন্ন লুক আনতে করে ফেলুন এই হেয়ারস্টাইলগুলো।
সূত্র: ইনস্টাইল ও অন্যান্য
চুল নিয়ে আমাদের আদিখ্যেতার শেষ নেই। শেষ নেই একে সুন্দর করে উপস্থাপনার ক্ষেত্রেও। কতরকম ভাবে যে চুল বাঁধা যায়, তার কোনো লেখাজোকা নেই। তবে হ্যাঁ, এই গরমে চুল খোলা রাখা দুঃসাহসই বলা চলে। এতে ঘেমে নেয়ে অবস্থা তো খারাপ হয়ই, ধুলোবালিতে চুলের ক্ষতিও হয়। তবে ঈদ বলে কথা। গরম হোক আর ঠান্ডা এ সময় চাই স্টাইলিশ লুক। বিশেষ দিনে আটপৌরে ধরনে চুল বাঁধতেও মন চায় না নিশ্চয়ই। তাই ঝটপট শিখে নিন কিছু গ্রীষ্মকালীন হেয়ারস্টাইল। চুলের এই স্টাইলগুলো একদিকে আপনাকে আরাম দেবে। অন্যদিকে ঈদ উৎসবে দেখাবে স্মার্ট।
পনিটেইল
খুবই স্মার্ট এই হেয়ার স্টাইলটি মানিয়ে যাবে টিনএজার থেকে তরুণী সবাইকেই। হাই পনিটেইল করতে হলে প্রথমে ঝুঁটি বাঁধায় দিকে চুল ব্লো ড্রাই করে নিতে হবে। এরপর একটা স্ক্রাঞ্চি বা চুলের ব্যান্ড দিয়ে খুব টাইট করে উঁচু একটা ঝুঁটি করে নিতে হবে। চাইলে ঝুঁটি থেকে একগোছা চুল নিয়ে গোল করে মুড়ে দিয়ে ঢেকে ফেলতে পারেন চুলের ব্যান্ডখানা। এরপরে হেয়ার স্প্রে দিয়ে কপালের দিকের আলগা চুলে সব আটকে নিতে হবে। ব্যাস, আপনার হাই পনিটেইল রেডি! কী, খুব কঠিন মনে হচ্ছে? একবার চেষ্টা করে দেখুন, আরাম পাবেন।
রোপ ব্রেইড পনিটেইল
যাঁরা ঝুঁটি বাঁধতে পছন্দ করেন না তাঁদের জন্য সুন্দর এই বিনুনি হতে পারে একটি ভালো বিকল্প। প্রথমে আপনার সমস্ত চুল জড়ো করে উঁচু করে একটা পনিটেইল বেঁধে নিন। এবার পনিটেইল দুটি সমান ভাগে ভাগ করুন এবং উভয় ভাগ বাম দিকে মোচড় দিন। এবার ডানদিকের ভাগটি ক্রমেই বামের অংশটির ওপর মুড়তে থাকুন, যাতে দড়ির মোচড়ের মতো দেখায় কিছুটা। অংশটি মোড়ানোর সঙ্গে সঙ্গে হাত অদলবদল করুন, যাতে আপনি বিনুনিতে টান রাখতে পারেন। পনিটেইলের শেষ প্রান্তে না পৌঁছানো পর্যন্ত ভাগগুলোকে বাম দিকে মুচড়ে ডানদিকের ওপর মুড়তে থাকুন। শেষমেশ একটি ইলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে নিন। হয়ে গেল রোপ ব্রেইড পনিটেইল। পড়তে যতটা কঠিন আর খটমট লাগছে, বাঁধতে গিয়ে দেখুন কত সহজ।
টপ নট বান
ঝটপট ও খুবই কম পরিশ্রমে করে ফেলার মতো সহজ এ হেয়ারস্টাইল। সুন্দর এ হেয়ারস্টাইলটি গ্রীষ্মের দাবদাহে আপনার প্রিয় হেয়ারস্টাইলও হয়ে উঠতে পারে। একটা ইলাস্টিক ব্যান্ড, কয়েকটি ববি পিনে নিমেষেই তৈরি হয়ে যাবে চমৎকার এ হেয়ারস্টাইল। টপ নট বান করতে প্রথমে সব চুল জড়ো করে উঁচু করে ঝুঁটি বেঁধে নিতে হবে। তারপর চুল দুই ভাগ করে প্রতিটি ভাগই মুড়ে নিতে হবে গোড়ার সঙ্গে। মোড়ানোর পরে ববি পিন দিয়ে সুন্দর করে আটকে নিতে হবে চুলের শেষভাগ। এতেই হেয়ারস্টাইল রেডি।
বাবল পনিটেইল
চুল বাঁধার স্টাইলে নতুনত্ব আনতে চাইলে এই ক্রিয়েটিভ হেয়ারস্টাইলটি করে দেখতে পারেন। সাধারণ কিন্তু সুন্দর এই চুল বাঁধার ধরন আপনার চেহারায় এনে দেবে নতুনত্ব। আপনার লুকটাই বদলে যাবে কিছুটা হলেও। এ জন্য প্রথমে উঁচু একটি পনিটেইল বেঁধে নিয়ে তারপরে চুলের দৈর্ঘ্য অনুযায়ী নির্দিষ্ট বিরতিতে কয়েকটি ইলাস্টিক লাগিয়ে দিতে হবে। এবার ইলাস্টিকের মাঝের ভাগগুলো হালকা টেনে দিয়ে গোলাকার বাবলের মতো আকার আনার চেষ্টা করতে হবে। আকার পেলেই তৈরি হয়ে যাবে বাবল পনিটেইল।
হাফ আপ, হাফ ডাউন
যাঁদের কোঁকড়া ও ঢেউখেলানো চুল তাঁদের জন্য এই হাফ আপ, হাফ ডাউন বা আধা উঁচু আধা নিচু হেয়ারস্টাইলটি দারুণ লুক এনে দিতে পারে। এটি যেকোনো ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যাবে অনায়াসে। প্রথমে চুলগুলো ওপর নিচ দুই ভাগে ভাগ করুন। তারপর ওপরের ভাগ দিয়ে উঁচু করে পনিটেইল বেঁধে নিন বা টপ নট বান করে নিন। এতেই পেয়ে যাবেন আধা উঁচু আধা নিচু হেয়ারস্টাইল।
এই ঈদে ভিন্ন লুক আনতে করে ফেলুন এই হেয়ারস্টাইলগুলো।
সূত্র: ইনস্টাইল ও অন্যান্য
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৭ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৮ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৮ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৮ দিন আগে