সানজিদা সামরিন, ঢাকা
ইউটিউবে ‘ইশক ভিশক রিবাউন্ড’ চলচ্চিত্রে দর্শন রাভালের গাওয়া ‘সোনি সোনি’ গানটি এখন পর্যন্ত কত মিলিয়ন ভিউ পেয়েছে, তার হিসেব পরে। আগে রোহিত সারাফের কথায় আসি। হালের হার্টথ্রব এই গানটির জন্যই যেন হাজারো তরুণীর মন কেড়ে নিয়েছেন। ঘোর লাগা চাউনি তো বটেই, পোশাক আশাকেও দারুণ ফিটফাট তিনি। আশপাশে ঘাড় ঘোরালেই দেখবেন এই তারকার জন্য দিওয়ানা হয়ে যাওয়া কিশোরীদের মন জোগাতে কিশোর, এমনকি তরুণেরাও চুলটা আঁচড়ে নিচ্ছেন, হাতে ওভারসাইজড ব্রেসলেট জড়িয়ে নিচ্ছেন রোহিত সারাফের মতোই।
ফ্যাশন স্টেটমেন্টের প্রসঙ্গে রোহিত সারাফের কাছে প্রথম গুরুত্ব পায় ‘আরাম’। ওটিটি সিরিজ ‘মিসম্যাচড’ এর এই অভিনেতা বরাবরই দেখিয়েছেন, বোল্ড আউটফিটের সঙ্গে আরামকে কী করে সন্ধি করা যায়। মানে ট্রেন্ড আর আরাম এই দুইয়ের সম্মিলনই হলো রোহিত সারাফের ফ্যাশন ধারণা।
সূত্র: ফিল্মবিট
ছবি: ইনস্টাগ্রাম ও ফেসবুক
ইউটিউবে ‘ইশক ভিশক রিবাউন্ড’ চলচ্চিত্রে দর্শন রাভালের গাওয়া ‘সোনি সোনি’ গানটি এখন পর্যন্ত কত মিলিয়ন ভিউ পেয়েছে, তার হিসেব পরে। আগে রোহিত সারাফের কথায় আসি। হালের হার্টথ্রব এই গানটির জন্যই যেন হাজারো তরুণীর মন কেড়ে নিয়েছেন। ঘোর লাগা চাউনি তো বটেই, পোশাক আশাকেও দারুণ ফিটফাট তিনি। আশপাশে ঘাড় ঘোরালেই দেখবেন এই তারকার জন্য দিওয়ানা হয়ে যাওয়া কিশোরীদের মন জোগাতে কিশোর, এমনকি তরুণেরাও চুলটা আঁচড়ে নিচ্ছেন, হাতে ওভারসাইজড ব্রেসলেট জড়িয়ে নিচ্ছেন রোহিত সারাফের মতোই।
ফ্যাশন স্টেটমেন্টের প্রসঙ্গে রোহিত সারাফের কাছে প্রথম গুরুত্ব পায় ‘আরাম’। ওটিটি সিরিজ ‘মিসম্যাচড’ এর এই অভিনেতা বরাবরই দেখিয়েছেন, বোল্ড আউটফিটের সঙ্গে আরামকে কী করে সন্ধি করা যায়। মানে ট্রেন্ড আর আরাম এই দুইয়ের সম্মিলনই হলো রোহিত সারাফের ফ্যাশন ধারণা।
সূত্র: ফিল্মবিট
ছবি: ইনস্টাগ্রাম ও ফেসবুক
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৯ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৯ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৯ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৯ দিন আগে