একঘেয়ে চোখসাজের দিন শেষ। উৎসবের সাজে চোখ সাজাতে নজর দেওয়া চাই চলতি ট্রেন্ডে। আবার ঋতুর কথা ভুললে চলবে কেন? শীতল হাওয়া যখন বইছে চারদিকে, তখন চোখের সাজেই উষ্ণতা খুঁজে নিন। তা ছাড়া শীতের কাপড়ে যখন উৎসবের রঙিন পোশাক আধখানি ঢেকেই রয়েছে, তখন সাজসজ্জার পর্বটা চোখের পাতায় সেরে নেওয়াই ভালো নয় কি! লাল ও সবুজ রঙে কীভাবে চোখ সাজাবেন, সেই পরামর্শ দিয়েছেন শোভন মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা। লিখেছেন সানজিদা সামরিন।
আপার আইলিডে সমৃদ্ধির সবুজ
পোশাক যদি হয় একরঙা বা প্রিন্টের সবুজ, তাহলে চোখের ওপরের পাতাজুড়ে সবুজ আইশ্যাডো ব্রাশ করে নিতে পারেন। শিমারি হলে খুব ভালো দেখাবে। ম্যাটও মন্দ হবে না, যদি ফলস আইল্যাশ পরে মাসকারা বুলিয়ে নেওয়া যায়। চোখের ওপরের পাতায় ফেলিন স্টাইলে আইলাইনার বুলিয়ে নিতে পারেন। কনট্রাস্ট বজায় রাখতে ঠোঁটে ও গালে হালকা গোলাপি, পিচ বা ন্যুড রঙের লিপস্টিক ও ব্লাশন বুলিয়ে নিতে পারেন।
চোখের পাতায় শক্তির লাল
চোখের পাতাজুড়ে লাল রঙের আইশ্যাডো দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না; বরং চোখের পাতায় সবুজের কোনো শেড বুলিয়ে ক্রিজ ডিফাইন করতে পারেন লাল বা মেরুন রঙের আইলাইনার দিয়ে। এ ক্ষেত্রে ঠোঁটে লাল লিপস্টিক পরা যেতে পারে। চোখ ফোকাসে রাখতে চাইলে ঠোঁটে বুলিয়ে নিন ন্য়ুড শেডের কোনো লিপ কালার।
লাইনিংয়েই কাজ সারা
সবুজ: শুধু কালারফুল আইলাইনার বা কাজল দিয়েই কিন্তু চোখ সাজাতে পারেন। সবুজ আই পেনসিল বা লাইনার দিয়ে চোখের ওপরে উইংস টেনে নিতে
পারেন। ভ্রুর নিচে একটু হাইলাইটার বুলিয়ে নিন। মেকআপ শেষ করুন ঠোঁটে কুল টোনের লিপস্টিক দিয়ে। এই চোখের সাজের সঙ্গে একরঙা সাটিনের সবুজ কোনো শেডের পোশাক ভালো লাগবে।
লাল: লাল রঙের কোনো শেডের আই পেনসিল দিয়ে চোখের ওপর মোটা করে রেখা টানুন। শিমারি লাল আইশ্যাডো এক কোট বুলিয়ে নিন এই রেখার ওপর। কালো রঙের আইলাইনার দিয়ে চিকন রেখা টেনে নিন চোখের ওপর। এবার লাল লিপস্টিক বুলিয়ে নিন ঠোঁটে।
একঘেয়ে চোখসাজের দিন শেষ। উৎসবের সাজে চোখ সাজাতে নজর দেওয়া চাই চলতি ট্রেন্ডে। আবার ঋতুর কথা ভুললে চলবে কেন? শীতল হাওয়া যখন বইছে চারদিকে, তখন চোখের সাজেই উষ্ণতা খুঁজে নিন। তা ছাড়া শীতের কাপড়ে যখন উৎসবের রঙিন পোশাক আধখানি ঢেকেই রয়েছে, তখন সাজসজ্জার পর্বটা চোখের পাতায় সেরে নেওয়াই ভালো নয় কি! লাল ও সবুজ রঙে কীভাবে চোখ সাজাবেন, সেই পরামর্শ দিয়েছেন শোভন মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা। লিখেছেন সানজিদা সামরিন।
আপার আইলিডে সমৃদ্ধির সবুজ
পোশাক যদি হয় একরঙা বা প্রিন্টের সবুজ, তাহলে চোখের ওপরের পাতাজুড়ে সবুজ আইশ্যাডো ব্রাশ করে নিতে পারেন। শিমারি হলে খুব ভালো দেখাবে। ম্যাটও মন্দ হবে না, যদি ফলস আইল্যাশ পরে মাসকারা বুলিয়ে নেওয়া যায়। চোখের ওপরের পাতায় ফেলিন স্টাইলে আইলাইনার বুলিয়ে নিতে পারেন। কনট্রাস্ট বজায় রাখতে ঠোঁটে ও গালে হালকা গোলাপি, পিচ বা ন্যুড রঙের লিপস্টিক ও ব্লাশন বুলিয়ে নিতে পারেন।
চোখের পাতায় শক্তির লাল
চোখের পাতাজুড়ে লাল রঙের আইশ্যাডো দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না; বরং চোখের পাতায় সবুজের কোনো শেড বুলিয়ে ক্রিজ ডিফাইন করতে পারেন লাল বা মেরুন রঙের আইলাইনার দিয়ে। এ ক্ষেত্রে ঠোঁটে লাল লিপস্টিক পরা যেতে পারে। চোখ ফোকাসে রাখতে চাইলে ঠোঁটে বুলিয়ে নিন ন্য়ুড শেডের কোনো লিপ কালার।
লাইনিংয়েই কাজ সারা
সবুজ: শুধু কালারফুল আইলাইনার বা কাজল দিয়েই কিন্তু চোখ সাজাতে পারেন। সবুজ আই পেনসিল বা লাইনার দিয়ে চোখের ওপরে উইংস টেনে নিতে
পারেন। ভ্রুর নিচে একটু হাইলাইটার বুলিয়ে নিন। মেকআপ শেষ করুন ঠোঁটে কুল টোনের লিপস্টিক দিয়ে। এই চোখের সাজের সঙ্গে একরঙা সাটিনের সবুজ কোনো শেডের পোশাক ভালো লাগবে।
লাল: লাল রঙের কোনো শেডের আই পেনসিল দিয়ে চোখের ওপর মোটা করে রেখা টানুন। শিমারি লাল আইশ্যাডো এক কোট বুলিয়ে নিন এই রেখার ওপর। কালো রঙের আইলাইনার দিয়ে চিকন রেখা টেনে নিন চোখের ওপর। এবার লাল লিপস্টিক বুলিয়ে নিন ঠোঁটে।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫