সানজিদা সামরিন, ঢাকা
সকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন! শার্ট, টি-শার্ট, প্যান্ট পরে যে মেয়ে স্কুটি চালিয়ে কাজে যায়, তার জন্য বিশেষ দিনে শাড়ি পেঁচিয়ে রাস্তায় বের হওয়াটা কঠিন। তবে বর্তমানে ট্রেন্ড সেটাররা ফ্যাশন-দুনিয়াকে অনেকটাই হাতের মুঠোয় নিয়ে এসেছেন। মানে, নিজের ব্যক্তিত্বের সঙ্গে যা মানাবে, আর নিজে যেটা ক্যারি করতে পারবেন, সেটাই স্টাইল।
যে মেয়েকে পশ্চিমা ঘরানার পোশাকে দেখে সবাই অভ্যস্ত, তাকে হুট করে শাড়ি-ব্লাউজে দেখে চোখ কমবেশি সবারই ছানাবড়া হয়। কিন্তু ব্যাপারটিকেও সামলে নিয়ে ফ্যাশনসচেতনেরা নতুন জানালা কিন্তু ঠিকই কেটে নিয়েছেন। ডেনিম শার্ট, ক্রপ-টি বা টপসের সঙ্গে শাড়ি, মেটালের গয়না, স্নিকার্স আর ব্যাকপ্যাক নিয়েই তাঁরা বেরিয়ে পড়ছেন নির্দ্বিধায়। চুলে আলাদা করে কোনো সাজ নেই, হাফ বান, পনিটেইল, উঁচু করে বাঁধা খোঁপাতেই যেন সুন্দর মানিয়ে যায়। যাঁদের শাড়ি পরে বাসে কিংবা মেট্রোরেলে চড়তে অসুবিধা মনে হয় বা স্কুটি চালাতেও ঝামেলা মনে হয়, তাঁরা ব্যাকপ্যাকেই ঢুকিয়ে নেন পছন্দের শাড়িটা। গন্তব্যে পৌঁছে পেটিকোটের ওপর বা ডেনিম প্যান্টের ওপরই শাড়িটা পরে নেওয়া যায় ড্রেপিং স্টাইলে বা সামনে আঁচল দিয়ে। কেউ আবার শাড়ির আঁচল কাঁধের ওপর দিয়ে গলায়ও পেঁচিয়ে নেন। দেখতে কিন্তু খারাপ লাগে না। ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাসের মতে, ‘ক্যারি করতে পারলে আর ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেলে সবই পরা যায়।’ অনেকে ট্যাংক টপসের ওপর বাটন খোলা রেখে শার্ট পরে তার ওপরও শাড়ি পরছেন। হাতাটা কনুইয়ের দিকে ভাঁজ করে রাখছেন।
এ ধরনের ইন্দো-ওয়েস্টার্ন ঘরানায় শাড়ি পরলে গয়না নিয়েও খুব একটা ভাবতে হয় না। কাপড়, কাঠের পুঁতি, কড়ি, মেটাল—সব ধরনের গয়নাতেই কিন্তু দেখতে ভালো লাগে। অনেকে গলার মালা হাতে জড়িয়ে, খোঁপায় কিংবা হাফ বানে জড়িয়ে নেন। দেখতে অন্য রকম লাগবে। পায়ে স্নিকার্স বা কনভার্স থাকে বলে একটু খাটো করে শাড়ি পরলেই যেন বেশি মানায়। অনেক সময় নিচের ডেনিম প্যান্টের পায়ের অংশের খানিকটা যেন দেখা যায়, সে কারণেও অনেকে একটু উঁচু করেই শাড়ি পরেন।
ইন্দো-ওয়েস্টার্ন এই সাজের সঙ্গে অনেককে টানাসহ কিংবা টানা ছাড়া নথ পরতে দেখা যায়। নোলকও পরেন অনেকে। কোমরে থাকতে পারে বেল্ট আবার মেটালের বিছা। চোখে রিকশা পেইন্টের বা মোটা ফ্রেমের সানগ্লাসও পরা যেতে পারে।
সকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন! শার্ট, টি-শার্ট, প্যান্ট পরে যে মেয়ে স্কুটি চালিয়ে কাজে যায়, তার জন্য বিশেষ দিনে শাড়ি পেঁচিয়ে রাস্তায় বের হওয়াটা কঠিন। তবে বর্তমানে ট্রেন্ড সেটাররা ফ্যাশন-দুনিয়াকে অনেকটাই হাতের মুঠোয় নিয়ে এসেছেন। মানে, নিজের ব্যক্তিত্বের সঙ্গে যা মানাবে, আর নিজে যেটা ক্যারি করতে পারবেন, সেটাই স্টাইল।
যে মেয়েকে পশ্চিমা ঘরানার পোশাকে দেখে সবাই অভ্যস্ত, তাকে হুট করে শাড়ি-ব্লাউজে দেখে চোখ কমবেশি সবারই ছানাবড়া হয়। কিন্তু ব্যাপারটিকেও সামলে নিয়ে ফ্যাশনসচেতনেরা নতুন জানালা কিন্তু ঠিকই কেটে নিয়েছেন। ডেনিম শার্ট, ক্রপ-টি বা টপসের সঙ্গে শাড়ি, মেটালের গয়না, স্নিকার্স আর ব্যাকপ্যাক নিয়েই তাঁরা বেরিয়ে পড়ছেন নির্দ্বিধায়। চুলে আলাদা করে কোনো সাজ নেই, হাফ বান, পনিটেইল, উঁচু করে বাঁধা খোঁপাতেই যেন সুন্দর মানিয়ে যায়। যাঁদের শাড়ি পরে বাসে কিংবা মেট্রোরেলে চড়তে অসুবিধা মনে হয় বা স্কুটি চালাতেও ঝামেলা মনে হয়, তাঁরা ব্যাকপ্যাকেই ঢুকিয়ে নেন পছন্দের শাড়িটা। গন্তব্যে পৌঁছে পেটিকোটের ওপর বা ডেনিম প্যান্টের ওপরই শাড়িটা পরে নেওয়া যায় ড্রেপিং স্টাইলে বা সামনে আঁচল দিয়ে। কেউ আবার শাড়ির আঁচল কাঁধের ওপর দিয়ে গলায়ও পেঁচিয়ে নেন। দেখতে কিন্তু খারাপ লাগে না। ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাসের মতে, ‘ক্যারি করতে পারলে আর ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেলে সবই পরা যায়।’ অনেকে ট্যাংক টপসের ওপর বাটন খোলা রেখে শার্ট পরে তার ওপরও শাড়ি পরছেন। হাতাটা কনুইয়ের দিকে ভাঁজ করে রাখছেন।
এ ধরনের ইন্দো-ওয়েস্টার্ন ঘরানায় শাড়ি পরলে গয়না নিয়েও খুব একটা ভাবতে হয় না। কাপড়, কাঠের পুঁতি, কড়ি, মেটাল—সব ধরনের গয়নাতেই কিন্তু দেখতে ভালো লাগে। অনেকে গলার মালা হাতে জড়িয়ে, খোঁপায় কিংবা হাফ বানে জড়িয়ে নেন। দেখতে অন্য রকম লাগবে। পায়ে স্নিকার্স বা কনভার্স থাকে বলে একটু খাটো করে শাড়ি পরলেই যেন বেশি মানায়। অনেক সময় নিচের ডেনিম প্যান্টের পায়ের অংশের খানিকটা যেন দেখা যায়, সে কারণেও অনেকে একটু উঁচু করেই শাড়ি পরেন।
ইন্দো-ওয়েস্টার্ন এই সাজের সঙ্গে অনেককে টানাসহ কিংবা টানা ছাড়া নথ পরতে দেখা যায়। নোলকও পরেন অনেকে। কোমরে থাকতে পারে বেল্ট আবার মেটালের বিছা। চোখে রিকশা পেইন্টের বা মোটা ফ্রেমের সানগ্লাসও পরা যেতে পারে।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৭ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৮ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৮ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৮ দিন আগে