ফিচার ডেস্ক
যেকোনো উৎসবের আগে চেহারায় নতুন লুক আনতে চুলের কাট জরুরি। এই পূজায় তাই চুলের কাটে রাখতে পারেন একেবারে ট্রেন্ডি স্টাইল। দেখে নিন ৫টি ট্রেন্ডি কাট।
দ্য ক্ল্যাসিক ক্রপস
নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সেই শোর তারকা লিলি কলিন্সের চুলের কাট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই কাটই হতে পারে এবারের পূজায় নতুন লুক। এই কাটে চুলগুলো কখনো মাঝখান থেকে বিভক্ত হয়, কখনো নিচে কুঁচকানো থাকে। মসৃণ বা সোজা স্টাইল কিংবা কানের পেছনে রাখা হোক, বিভিন্ন উপায়ে এই কাট আপনার লুক বদলে দিতে পারে।
দ্য কিটি কাট
২০২২ সালে জনপ্রিয় হয়ে উঠেছিল এলোমেলো উলফ কাট। এ বছর জনপ্রিয়তা পেয়েছে কিটি কাট। উলফ কাটে এলোমেলো চুলগুলো একটি স্লিপ ইন বা ঘুম ঘুম লুক আনে চেহারায়। সেখানে কিটি কাট চেহারায় কিছুটা পরিশীলিত লুক এনে বৃত্তাকার করে তোলে। চুলের ভলিউম বাড়ানোর জন্য টেক্সচারাইজিং স্প্রে দিয়ে স্ক্র্যাঞ্চ করা বা হালকা কার্ল করা যেতে পারে।
লেন্দি ঘোস্ট লেয়ার
স্টাইলের নামে ভূতের কথা বলা থাকলেও এই চুলের কাটে কাউকে ভূত ভূত লাগবে না। মূলত লম্বা ও ঘন চুলের মেয়েরা কাটটি দিতে পারেন অনায়াসে। এই কাট চুলে আলাদা লেয়ার তৈরি করে। লিন্ডসে লোহান এবং অ্যাশলে গ্রাহামের মতো তারকাদের চুলেও দেখা গেছে এমন কাট। এই স্টাইলের চুলের কাটের আলাদা স্তরকে বলা হয় ভূতের স্তর বা ঘোস্ট লেয়ার। এটি শুরু হয় চোয়ালের নিচ থেকে। ধীরে ধীরে বাড়তে থাকে এর স্তর। শেষ হয় যতটুকু লম্বা চুল চাইবেন, সেখানেই।
দ্য ক্ল্যাভি কাট
ঠিক নেকবোন পর্যন্ত থাকবে চুল। এর চেয়ে বেশি বাড়বে না এর দৈর্ঘ্য। এই শরতে ট্রেন্ডি ক্ল্যাভি কাট বা ক্ল্যাভিকল কাট বেছে নিয়ে পরের বসন্তে করতে পারেন বব কাট। এতে চুলের কাটিংশৈলী এমন হয়, যেন ঠিক কলারবোনে বসে থাকে চুলগুলো। খুব সহজে বান বা পনিটেইল করা যেতে পারে এ ধরনের চুলে। আর এই চুলের কাটে একটু উঁচু করে বাঁধা পনিটেইল বা ঝুঁটি করার পর খুব সুন্দর করে ঝুলে থাকবে মাথার পেছনে।
বেবি ডল ব্যাঙস
এই শরতের চমৎকার ব্যাঙ লুক হয়ে উঠতে পারে চুলের এই স্টাইল। মাইক্রো ব্যাঙ হলো ছোট স্টাইল, যাতে মাথার সামনের, অর্থাৎ কপালের ওপরে চুলগুলো হেয়ারলাইনের এক বা দুই ইঞ্চি নিচে পড়ে। অপর দিকে বেবি ব্যাংস তুলনামূলক লম্বা এবং এটি ভ্রুর ঠিক ওপরে ঘোরাফেরা করে। এ ক্ষেত্রে কপালের ওপরের চুলগুলো একটি রোলার চিরুনির মাধ্যমে কিছুটা গোল আকৃতি দেওয়া যেতে পারে।
যেকোনো উৎসবের আগে চেহারায় নতুন লুক আনতে চুলের কাট জরুরি। এই পূজায় তাই চুলের কাটে রাখতে পারেন একেবারে ট্রেন্ডি স্টাইল। দেখে নিন ৫টি ট্রেন্ডি কাট।
দ্য ক্ল্যাসিক ক্রপস
নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সেই শোর তারকা লিলি কলিন্সের চুলের কাট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই কাটই হতে পারে এবারের পূজায় নতুন লুক। এই কাটে চুলগুলো কখনো মাঝখান থেকে বিভক্ত হয়, কখনো নিচে কুঁচকানো থাকে। মসৃণ বা সোজা স্টাইল কিংবা কানের পেছনে রাখা হোক, বিভিন্ন উপায়ে এই কাট আপনার লুক বদলে দিতে পারে।
দ্য কিটি কাট
২০২২ সালে জনপ্রিয় হয়ে উঠেছিল এলোমেলো উলফ কাট। এ বছর জনপ্রিয়তা পেয়েছে কিটি কাট। উলফ কাটে এলোমেলো চুলগুলো একটি স্লিপ ইন বা ঘুম ঘুম লুক আনে চেহারায়। সেখানে কিটি কাট চেহারায় কিছুটা পরিশীলিত লুক এনে বৃত্তাকার করে তোলে। চুলের ভলিউম বাড়ানোর জন্য টেক্সচারাইজিং স্প্রে দিয়ে স্ক্র্যাঞ্চ করা বা হালকা কার্ল করা যেতে পারে।
লেন্দি ঘোস্ট লেয়ার
স্টাইলের নামে ভূতের কথা বলা থাকলেও এই চুলের কাটে কাউকে ভূত ভূত লাগবে না। মূলত লম্বা ও ঘন চুলের মেয়েরা কাটটি দিতে পারেন অনায়াসে। এই কাট চুলে আলাদা লেয়ার তৈরি করে। লিন্ডসে লোহান এবং অ্যাশলে গ্রাহামের মতো তারকাদের চুলেও দেখা গেছে এমন কাট। এই স্টাইলের চুলের কাটের আলাদা স্তরকে বলা হয় ভূতের স্তর বা ঘোস্ট লেয়ার। এটি শুরু হয় চোয়ালের নিচ থেকে। ধীরে ধীরে বাড়তে থাকে এর স্তর। শেষ হয় যতটুকু লম্বা চুল চাইবেন, সেখানেই।
দ্য ক্ল্যাভি কাট
ঠিক নেকবোন পর্যন্ত থাকবে চুল। এর চেয়ে বেশি বাড়বে না এর দৈর্ঘ্য। এই শরতে ট্রেন্ডি ক্ল্যাভি কাট বা ক্ল্যাভিকল কাট বেছে নিয়ে পরের বসন্তে করতে পারেন বব কাট। এতে চুলের কাটিংশৈলী এমন হয়, যেন ঠিক কলারবোনে বসে থাকে চুলগুলো। খুব সহজে বান বা পনিটেইল করা যেতে পারে এ ধরনের চুলে। আর এই চুলের কাটে একটু উঁচু করে বাঁধা পনিটেইল বা ঝুঁটি করার পর খুব সুন্দর করে ঝুলে থাকবে মাথার পেছনে।
বেবি ডল ব্যাঙস
এই শরতের চমৎকার ব্যাঙ লুক হয়ে উঠতে পারে চুলের এই স্টাইল। মাইক্রো ব্যাঙ হলো ছোট স্টাইল, যাতে মাথার সামনের, অর্থাৎ কপালের ওপরে চুলগুলো হেয়ারলাইনের এক বা দুই ইঞ্চি নিচে পড়ে। অপর দিকে বেবি ব্যাংস তুলনামূলক লম্বা এবং এটি ভ্রুর ঠিক ওপরে ঘোরাফেরা করে। এ ক্ষেত্রে কপালের ওপরের চুলগুলো একটি রোলার চিরুনির মাধ্যমে কিছুটা গোল আকৃতি দেওয়া যেতে পারে।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৮ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৮ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৯ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৯ দিন আগে