জীবনধারা ডেস্ক
ফ্যাশনের প্রসঙ্গ এলে বলিউডে চোখ রাখতেই হয়! বলিউড অভিনেত্রীরা বরাবরই ট্রেন্ড সেটার। আর সেই ট্রেন্ড হু হু করে ছড়িয়ে পরে এপার থেকে ওপার, সীমা ছাড়িয়ে। এবার বলিউড ইন্ডাস্ট্রি মেতেছে পেস্তা বাদামের রঙে। হালকা সে সবুজ রঙের পোশাক গায়ে জড়িয়ে ভক্তদের হৃদয় কেড়ে নিচ্ছেন বলিউড নায়িকারা। ঐতিহ্যবাহী লেহেঙ্গা থেকে এ সময়ের পোশাক, সবখানেই যেন রাজত্ব করছে পেস্তা রং। একেক সময়ে একেক রং পোশাকআশাকে প্রভাব বিস্তার করে। আর এখন বোধ হয় পেস্তা রংই দাপিয়ে বেড়াবে কিছুদিন।
এই রঙের প্রভাব এড়াতে পারেননি বলিউডের চলতি সময়ের জনপ্রিয় নায়িকারা। অনন্যা পাণ্ডে, সোনম কাপুর, কিয়ারা আদভানি ও আলিয়া ভাটের ইনস্টাগ্রামে পাওয়া গেছে পেস্তা রঙের পোশাকের এমন কিছু জাঁকালো ছবি। এই ঈদে কি এই পেস্তা রংই হতে যাচ্ছে ট্রেন্ড সেটার?
পেস্তা-সবুজ রঙের লেহেঙ্গা, ম্যাচিং জুয়েলারি পরে যে কনটেমপোরারি লুক এনেছেন নিজের সাজপোশাকে, তাতে অনন্যা পাণ্ডের ওপর থেকে চোখ সরানোই দায়। আধুনিক দেশি কন্যা বলতে যা বোঝায়, তিনি যেন তা-ই। ফলে স্পটলাইট তো তাঁকে ঘিরেই থাকবেই, তাই না?বলিউড পাড়ায় ফ্যাশন আইকন হিসেবে সোনম কাপুরের নাম আছে। নিজের ফ্যাশনধারা দিয়ে বরাবরই সবাইকে মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। সব সময় পরার উপযোগী আনারকলি সেট ও ভারতীয় গয়নায় তাঁর এই লুক যেন বরাবরের মতোই হৃদয় হরণ করেছে ভক্তদেরপোশাক হোক বা মেকআপ, কিয়ারা আদভানি বরাবরই মিনিমালিস্টদের দলে। ফলে পেস্তা সবুজ রং যে তাঁর মনে ধরবে এ কথা বলার অপেক্ষা রাখে না। সিল্কের পেস্তা রঙা লেহেঙ্গায় গোলাপি ফুলেল নকশা ও মিনিমাল গয়না, সবটা মিলে স্নিগ্ধরূপেই ধরা দিলেন তিনি।
সিনেমা, অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা রিয়্যালিটি শো সবখানেই আলিয়া ভাট ন্য়ুড মেকআপেই হাজির হন। ইনস্টা থেকে পাওয়া পেস্তা রঙা জমকালো লেহেঙ্গার বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। ভারতীয় ধাঁচের মিনিমাল গয়নায় ‘সিম্পল অ্যান্ড সুইট’ লুকে হাজির হয়েছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ফ্যাশনের প্রসঙ্গ এলে বলিউডে চোখ রাখতেই হয়! বলিউড অভিনেত্রীরা বরাবরই ট্রেন্ড সেটার। আর সেই ট্রেন্ড হু হু করে ছড়িয়ে পরে এপার থেকে ওপার, সীমা ছাড়িয়ে। এবার বলিউড ইন্ডাস্ট্রি মেতেছে পেস্তা বাদামের রঙে। হালকা সে সবুজ রঙের পোশাক গায়ে জড়িয়ে ভক্তদের হৃদয় কেড়ে নিচ্ছেন বলিউড নায়িকারা। ঐতিহ্যবাহী লেহেঙ্গা থেকে এ সময়ের পোশাক, সবখানেই যেন রাজত্ব করছে পেস্তা রং। একেক সময়ে একেক রং পোশাকআশাকে প্রভাব বিস্তার করে। আর এখন বোধ হয় পেস্তা রংই দাপিয়ে বেড়াবে কিছুদিন।
এই রঙের প্রভাব এড়াতে পারেননি বলিউডের চলতি সময়ের জনপ্রিয় নায়িকারা। অনন্যা পাণ্ডে, সোনম কাপুর, কিয়ারা আদভানি ও আলিয়া ভাটের ইনস্টাগ্রামে পাওয়া গেছে পেস্তা রঙের পোশাকের এমন কিছু জাঁকালো ছবি। এই ঈদে কি এই পেস্তা রংই হতে যাচ্ছে ট্রেন্ড সেটার?
পেস্তা-সবুজ রঙের লেহেঙ্গা, ম্যাচিং জুয়েলারি পরে যে কনটেমপোরারি লুক এনেছেন নিজের সাজপোশাকে, তাতে অনন্যা পাণ্ডের ওপর থেকে চোখ সরানোই দায়। আধুনিক দেশি কন্যা বলতে যা বোঝায়, তিনি যেন তা-ই। ফলে স্পটলাইট তো তাঁকে ঘিরেই থাকবেই, তাই না?বলিউড পাড়ায় ফ্যাশন আইকন হিসেবে সোনম কাপুরের নাম আছে। নিজের ফ্যাশনধারা দিয়ে বরাবরই সবাইকে মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। সব সময় পরার উপযোগী আনারকলি সেট ও ভারতীয় গয়নায় তাঁর এই লুক যেন বরাবরের মতোই হৃদয় হরণ করেছে ভক্তদেরপোশাক হোক বা মেকআপ, কিয়ারা আদভানি বরাবরই মিনিমালিস্টদের দলে। ফলে পেস্তা সবুজ রং যে তাঁর মনে ধরবে এ কথা বলার অপেক্ষা রাখে না। সিল্কের পেস্তা রঙা লেহেঙ্গায় গোলাপি ফুলেল নকশা ও মিনিমাল গয়না, সবটা মিলে স্নিগ্ধরূপেই ধরা দিলেন তিনি।
সিনেমা, অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা রিয়্যালিটি শো সবখানেই আলিয়া ভাট ন্য়ুড মেকআপেই হাজির হন। ইনস্টা থেকে পাওয়া পেস্তা রঙা জমকালো লেহেঙ্গার বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। ভারতীয় ধাঁচের মিনিমাল গয়নায় ‘সিম্পল অ্যান্ড সুইট’ লুকে হাজির হয়েছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৮ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৮ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৮ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৮ দিন আগে