নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চোখের সৌন্দর্য ও মায়া বাড়িয়ে তোলে কাজল। তবে বাজারের সব কোম্পানির কাজলই যে ভালো, সেটা বলা যাবে না। কাজলে কাজলে রয়েছে বিস্তর ফারাক।
লরিয়াল প্যারিস কাজল ম্যাজিক
কালো কাজলে যদি চোখ রাঙাতে চান, তাহলে বেছে নিতে পারেন ‘লরিয়াল প্যারিস কাজল ম্যাজিক’। এটি ফ্রান্সের লরিয়াল ব্র্যান্ডের। এই কাজল তৈরিতে ব্যবহার করা হয় কোকোয়া বাটার, এস্টারস, অলিভ অয়েল ও ভিটামিন ডি। এই কাজল মাখনের মতো মসৃণ। এক টানেই চোখে দারুণভাবে বসে যায়। যাঁরা সারা দিন বাইরে থাকেন, দীর্ঘ সময় কাজল ঠিক রাখতে চান, তাঁরা লরিয়ালের এই কাজলটি কিনতে পারেন। কারণ, এটি দীর্ঘ সময় অর্থাৎ ১২ ঘণ্টা পর্যন্ত চোখে থাকে। লেপ্টে যাওয়ার ভয় থাকে না।
ল্যাকমি আইকনিক কাজল
স্টাইলিশ ও সুন্দর লুক পাওয়ার জন্য বেছে নিতে পারেন ল্যাকমি আইকনিক কাজল। এটি খুব নিখুঁতভাবে চোখে লেগে থাকবে। আপনার চোখের মায়া বাড়িয়ে সাহসী লুক দেবে এই কাজল। কাজলটি ম্যাট ফিনিশিং দেবে। ১০ ঘণ্টার মতো আপনাকে রাখবে সুরক্ষিত।
লোটাস হারবাল ইকোস্টে ক্রিমি কোল ইনটেন্স কাজল
যে কাজলগুলো অধিক সময় চোখ সুরক্ষা দেয়, সেগুলোর মধ্যে লোটাস হারবাল ইকোস্টে ক্রিমি কোল ইনটেন্স কাজল অন্যতম। কাজলটি দ্রুতই ক্রিমি ভাব এনে দেয়। তবে চোখের চারপাশে ছড়ায় না। ১২ ঘণ্টা পর্যন্ত চোখের সৌন্দর্য ধরে রাখে। কাজলটি আপনার চোখে রহস্যময় ভাব ফুটিয়ে তুলবে। লোটাস হারবাল ইকোস্টে ক্রিমি কোল ইনটেন্স কাজলের মূল্য ৩৪৫ রুপি।
ম্যাক মডার্ন টুইস্ট কাজল লাইনার
‘ম্যাক মডার্ন টুইস্ট কাজল লাইনার’টি ব্যবহার করা খুব সহজ। এটি সহজেই যেকোনো ত্বকের সঙ্গে মানিয়ে যায়। কাজলটি খুব মসৃণ। কাজল দিয়ে যাঁরা লাইনারের কাজও করতে চান, তাঁরা ম্যাকের এই কাজলটি কিনতে পারেন। পানি প্রতিরোধী এ কাজলটি ১২ ঘণ্টা পর্যন্ত চোখকে সুরক্ষা দেবে। কাজলটি অমসৃণ নয়। ভারতীয় মুদ্রায় এই কাজলটি কিনতে গুনতে হবে ৯৯০ রুপি।
ফেসেস আল্টিমেট প্রো ইনটেন্স জেল কাজল
চোখে কাজলের সুবর্ণরেখা টানতে যাঁরা ভালো একটি কাজল খুঁজছেন, তাঁরা বেছে নিতে পারেন ‘ফেসেস আল্টিমেট প্রো ইনটেন্স জেল কাজল’। কাজলটির টেক্সচার খুব ক্রিমি। এ কাজলটি আপনাকে স্মোকি লুক আনতে সহায়তা করবে। যাঁদের ত্বক খুব সেনসিটিভ, তাঁরা এই কাজল ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার বিরক্তির কারণ হবে না। তবে কাজলটি আপনাকে ১০-১২ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দেবে না। ৬-৭ ঘণ্টা পর্যন্ত অনায়াসে থাকবে।
সূত্র: স্কুপহুপ
চোখের সৌন্দর্য ও মায়া বাড়িয়ে তোলে কাজল। তবে বাজারের সব কোম্পানির কাজলই যে ভালো, সেটা বলা যাবে না। কাজলে কাজলে রয়েছে বিস্তর ফারাক।
লরিয়াল প্যারিস কাজল ম্যাজিক
কালো কাজলে যদি চোখ রাঙাতে চান, তাহলে বেছে নিতে পারেন ‘লরিয়াল প্যারিস কাজল ম্যাজিক’। এটি ফ্রান্সের লরিয়াল ব্র্যান্ডের। এই কাজল তৈরিতে ব্যবহার করা হয় কোকোয়া বাটার, এস্টারস, অলিভ অয়েল ও ভিটামিন ডি। এই কাজল মাখনের মতো মসৃণ। এক টানেই চোখে দারুণভাবে বসে যায়। যাঁরা সারা দিন বাইরে থাকেন, দীর্ঘ সময় কাজল ঠিক রাখতে চান, তাঁরা লরিয়ালের এই কাজলটি কিনতে পারেন। কারণ, এটি দীর্ঘ সময় অর্থাৎ ১২ ঘণ্টা পর্যন্ত চোখে থাকে। লেপ্টে যাওয়ার ভয় থাকে না।
ল্যাকমি আইকনিক কাজল
স্টাইলিশ ও সুন্দর লুক পাওয়ার জন্য বেছে নিতে পারেন ল্যাকমি আইকনিক কাজল। এটি খুব নিখুঁতভাবে চোখে লেগে থাকবে। আপনার চোখের মায়া বাড়িয়ে সাহসী লুক দেবে এই কাজল। কাজলটি ম্যাট ফিনিশিং দেবে। ১০ ঘণ্টার মতো আপনাকে রাখবে সুরক্ষিত।
লোটাস হারবাল ইকোস্টে ক্রিমি কোল ইনটেন্স কাজল
যে কাজলগুলো অধিক সময় চোখ সুরক্ষা দেয়, সেগুলোর মধ্যে লোটাস হারবাল ইকোস্টে ক্রিমি কোল ইনটেন্স কাজল অন্যতম। কাজলটি দ্রুতই ক্রিমি ভাব এনে দেয়। তবে চোখের চারপাশে ছড়ায় না। ১২ ঘণ্টা পর্যন্ত চোখের সৌন্দর্য ধরে রাখে। কাজলটি আপনার চোখে রহস্যময় ভাব ফুটিয়ে তুলবে। লোটাস হারবাল ইকোস্টে ক্রিমি কোল ইনটেন্স কাজলের মূল্য ৩৪৫ রুপি।
ম্যাক মডার্ন টুইস্ট কাজল লাইনার
‘ম্যাক মডার্ন টুইস্ট কাজল লাইনার’টি ব্যবহার করা খুব সহজ। এটি সহজেই যেকোনো ত্বকের সঙ্গে মানিয়ে যায়। কাজলটি খুব মসৃণ। কাজল দিয়ে যাঁরা লাইনারের কাজও করতে চান, তাঁরা ম্যাকের এই কাজলটি কিনতে পারেন। পানি প্রতিরোধী এ কাজলটি ১২ ঘণ্টা পর্যন্ত চোখকে সুরক্ষা দেবে। কাজলটি অমসৃণ নয়। ভারতীয় মুদ্রায় এই কাজলটি কিনতে গুনতে হবে ৯৯০ রুপি।
ফেসেস আল্টিমেট প্রো ইনটেন্স জেল কাজল
চোখে কাজলের সুবর্ণরেখা টানতে যাঁরা ভালো একটি কাজল খুঁজছেন, তাঁরা বেছে নিতে পারেন ‘ফেসেস আল্টিমেট প্রো ইনটেন্স জেল কাজল’। কাজলটির টেক্সচার খুব ক্রিমি। এ কাজলটি আপনাকে স্মোকি লুক আনতে সহায়তা করবে। যাঁদের ত্বক খুব সেনসিটিভ, তাঁরা এই কাজল ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার বিরক্তির কারণ হবে না। তবে কাজলটি আপনাকে ১০-১২ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দেবে না। ৬-৭ ঘণ্টা পর্যন্ত অনায়াসে থাকবে।
সূত্র: স্কুপহুপ
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫