পুরো বিশ্ব ঘুরে এমন কোনো নারী কি মিলবে, যাঁর সাজঘরে লিপস্টিক নেই। লাল, কমলা, গোলাপি রঙে শুধু ঠোঁট রাঙিয়ে তুষ্ট হলে আজ আর চলে না। সে জন্যই বিশ্বসেরা লাক্সারিয়াস ফ্যাশন ব্র্যান্ডও হাত গুটিয়ে বসে নেই। ফ্যাশনসচেতন নারীদের সাজবাক্স সমৃদ্ধ করে তুলতে তারা নিয়ে আসছে বহু দামি সব লিপস্টিক। সোনা ও হীরা বাঁধানো কেসসংবলিত এসব লিপস্টিকের দাম কত হতে পারে? জেনে নিন বিশ্বের সেরা পাঁচ লিপস্টিক সম্পর্কে।
উত কুচুউ বিউটি ডায়মন্ড লিপস্টিক
নিঃসন্দেহে ফরাসি ব্র্যান্ড উত কুচুউর ডায়মন্ড লিপস্টিক বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিক। এই লিপস্টিক ঠোঁটে বোলাতে হলে গুনতে হবে ১৪ মিলিয়ন ডলার। দাম এত চড়া হওয়ার কারণ লিপস্টিকের কেস। ১ হাজার ২০০ গোলাপি হীরা বসানো হয়েছে এই লিপস্টিকের কেসে।
গ্ল্যাহলা কিসকিস গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিপস্টিক
ফরাসি লাক্সারিয়াস কসমেটিক ব্র্যান্ড গ্ল্যাহলা। বিশ্বের বহু দামি ১০টি লিপস্টিকের মধ্য়ে একটি রয়েছে এই ব্র্যান্ডের ঝুলিতে। এর কিসকিস গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিপস্টিক অবস্থান করছে বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিকের মধ্যে দ্বিতীয় স্থানে। ১১০ গ্রাম ১৮ ক্যারেট হলুদ সোনা ও ১.৯৯ ক্যারেট হীরা দিয়ে বানানো হয়েছে এই লিপস্টিকের কেস। এই লিপস্টিকটি ব্যাগে রাখতে চাইলে গুনতে হবে ৬২ হাজার ডলার।
বন্ডের নয় নম্বর লিপস্টিক
আমেরিকান লাক্সারি সুগন্ধি ব্র্যান্ড বন্ডবিলাসী নারীদের জন্য ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এনেছে বন্ড নম্বর নাইন লিপস্টিক।
লাল রঙের বিভিন্ন শেড নিয়ে তারা কাজ করেছে। নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে বন্ডের এই লিপস্টিক। বিশ্বের তৃতীয় দামি এই লিপস্টিকের দাম
১০৫ ডলার।
লুবোটিনের ভেলভেট ম্যাট লিপস্টিক
বিশ্বের সেরা ও দামি ১০ লিপস্টিকের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ফরাসি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান লুবোটিনের এই লিপস্টিক। কোয়ালিটি ও কেসের নকশার কারণে এই ঠোঁটরঞ্জক যে ফ্যাশনসচেতন নারীর কাছে আরাধ্য, তা বলার অপেক্ষা রাখে না। এই লিপস্টিকের দাম ৯০ ডলার।
আরমেসের রজ আরমেস লিপস্টিক
ফরাসি ফ্যাশন হাউস আরমেসের ঝুলিতে মিলবে বিশ্বের অন্যতম বহু দামি লিপস্টিক রজ আরমেস। ২০২০ সালের মার্চের ৪ তারিখ সারা বিশ্বে রজ আরমেস সিরিজের লিপস্টিক পৌঁছায়। এর দাম ৭২ ডলার।
সূত্র: এক্সপেনসিভ ওয়ার্ল্ড
পুরো বিশ্ব ঘুরে এমন কোনো নারী কি মিলবে, যাঁর সাজঘরে লিপস্টিক নেই। লাল, কমলা, গোলাপি রঙে শুধু ঠোঁট রাঙিয়ে তুষ্ট হলে আজ আর চলে না। সে জন্যই বিশ্বসেরা লাক্সারিয়াস ফ্যাশন ব্র্যান্ডও হাত গুটিয়ে বসে নেই। ফ্যাশনসচেতন নারীদের সাজবাক্স সমৃদ্ধ করে তুলতে তারা নিয়ে আসছে বহু দামি সব লিপস্টিক। সোনা ও হীরা বাঁধানো কেসসংবলিত এসব লিপস্টিকের দাম কত হতে পারে? জেনে নিন বিশ্বের সেরা পাঁচ লিপস্টিক সম্পর্কে।
উত কুচুউ বিউটি ডায়মন্ড লিপস্টিক
নিঃসন্দেহে ফরাসি ব্র্যান্ড উত কুচুউর ডায়মন্ড লিপস্টিক বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিক। এই লিপস্টিক ঠোঁটে বোলাতে হলে গুনতে হবে ১৪ মিলিয়ন ডলার। দাম এত চড়া হওয়ার কারণ লিপস্টিকের কেস। ১ হাজার ২০০ গোলাপি হীরা বসানো হয়েছে এই লিপস্টিকের কেসে।
গ্ল্যাহলা কিসকিস গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিপস্টিক
ফরাসি লাক্সারিয়াস কসমেটিক ব্র্যান্ড গ্ল্যাহলা। বিশ্বের বহু দামি ১০টি লিপস্টিকের মধ্য়ে একটি রয়েছে এই ব্র্যান্ডের ঝুলিতে। এর কিসকিস গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিপস্টিক অবস্থান করছে বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিকের মধ্যে দ্বিতীয় স্থানে। ১১০ গ্রাম ১৮ ক্যারেট হলুদ সোনা ও ১.৯৯ ক্যারেট হীরা দিয়ে বানানো হয়েছে এই লিপস্টিকের কেস। এই লিপস্টিকটি ব্যাগে রাখতে চাইলে গুনতে হবে ৬২ হাজার ডলার।
বন্ডের নয় নম্বর লিপস্টিক
আমেরিকান লাক্সারি সুগন্ধি ব্র্যান্ড বন্ডবিলাসী নারীদের জন্য ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এনেছে বন্ড নম্বর নাইন লিপস্টিক।
লাল রঙের বিভিন্ন শেড নিয়ে তারা কাজ করেছে। নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে বন্ডের এই লিপস্টিক। বিশ্বের তৃতীয় দামি এই লিপস্টিকের দাম
১০৫ ডলার।
লুবোটিনের ভেলভেট ম্যাট লিপস্টিক
বিশ্বের সেরা ও দামি ১০ লিপস্টিকের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ফরাসি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান লুবোটিনের এই লিপস্টিক। কোয়ালিটি ও কেসের নকশার কারণে এই ঠোঁটরঞ্জক যে ফ্যাশনসচেতন নারীর কাছে আরাধ্য, তা বলার অপেক্ষা রাখে না। এই লিপস্টিকের দাম ৯০ ডলার।
আরমেসের রজ আরমেস লিপস্টিক
ফরাসি ফ্যাশন হাউস আরমেসের ঝুলিতে মিলবে বিশ্বের অন্যতম বহু দামি লিপস্টিক রজ আরমেস। ২০২০ সালের মার্চের ৪ তারিখ সারা বিশ্বে রজ আরমেস সিরিজের লিপস্টিক পৌঁছায়। এর দাম ৭২ ডলার।
সূত্র: এক্সপেনসিভ ওয়ার্ল্ড
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৯ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৯ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৯ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৯ দিন আগে