দিতি আহমেদ
ঢাকা: বিভিন্ন উপকরণে তৈরি গয়না ব্যবহার করে থাকেন নারীরা। তবে বর্তমানে হালকা ও দৃষ্টিনন্দন গয়না ব্যবহারের প্রচলন হয়েছে। বর্ষা আসছে বলে কি গয়না বাক্সবন্দী থাকবে? হয়তো সুতার, কাপড়ের বা কাঠের গয়নাগুলো সযত্নে বাক্সবন্দী থাকতে পারে। ফলে মেটাল বা ধাতুর গয়না হবে বর্ষার সহচরী। সঙ্গে থাকবে পুঁতি, পাথর আর অক্সাইডের গয়না। মোটকথা, বর্ষার ঝুমবৃষ্টিতে ভিজলেও যেন ক্ষতি না হয়, সেরকম গয়নাই ব্যবহার হবে বর্ষার দিনগুলোয়।
রুপার গয়না
ধাতুর গয়নার মধ্যে রুপার গয়নার কথা আসে প্রথমে। নিরাপত্তার কথা ভেবে অনেকেই সোনার গয়না ব্যবহার করেন না। সে জায়গা পূরণ করেছে গোল্ড প্লেটেড রুপার গয়না। এ ছাড়া রুপার নিজস্ব রঙের গয়নার কদরও আছে বেশ। রুপার দুল কিংবা পায়ের নূপুর অথবা মোটা ফুলতোলা চেইনে বর্ষায়ও নারীরা থাকবেন সালংকারা। শাড়ির সঙ্গে খুব সহজেই মানিয়ে যায় একটু ভারী রুপার গয়না।
তামার গয়না
তামা ও পিতলের গয়নার জনপ্রিয়তা রয়েছে তরুণীদের মধ্যে। পায়ে রুপার নূপুরের পরিবর্তে এখন অনেকেই ব্যবহার করেন তামার তৈরি মল। তামার মল যেমন আছে তেমনি আছে হাত ও কানের বিভিন্ন অলংকার। বৃষ্টিতে ভিজলেও তামার গয়নার কোনো ক্ষতি হয় না। শাড়ি কিংবা জিন্স, ফতুয়া কিংবা কামিজ সবকিছুর সঙ্গেই মানিয়ে যায় তামার গয়না।
গয়নার যত্ন
ব্যবহারের পর যত্ন নিলে গয়না উজ্জ্বল এবং দীর্ঘদিন ব্যবহারের উপযোগী থাকে। রুপার গয়না ক্ষয়প্রবণ। আবহাওয়ার আর্দ্রতার কারণে রুপা খুব তাড়াতাড়ি জেল্লা হারিয়ে ফেলে। তাই একে সব সময় আর্দ্রতা প্রতিরোধকারী পাত্র বা কনটেইনারের মধ্যে রাখা উচিত।
হেয়ার স্প্রে ও পারফিউম থেকে প্রবাল ও মুক্তার গয়না দূরে রাখতে হয়। স্প্রেগুলো গয়নায় লাগলে তার জৌলুস নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে গয়নাটাও নষ্ট হয়ে যায়। মুক্তার গয়না ব্যবহার করার পর নরম প্যাকেট বা প্লাস্টিকের ব্যাগে যত্নসহকারে রাখতে হবে।
ঢাকা: বিভিন্ন উপকরণে তৈরি গয়না ব্যবহার করে থাকেন নারীরা। তবে বর্তমানে হালকা ও দৃষ্টিনন্দন গয়না ব্যবহারের প্রচলন হয়েছে। বর্ষা আসছে বলে কি গয়না বাক্সবন্দী থাকবে? হয়তো সুতার, কাপড়ের বা কাঠের গয়নাগুলো সযত্নে বাক্সবন্দী থাকতে পারে। ফলে মেটাল বা ধাতুর গয়না হবে বর্ষার সহচরী। সঙ্গে থাকবে পুঁতি, পাথর আর অক্সাইডের গয়না। মোটকথা, বর্ষার ঝুমবৃষ্টিতে ভিজলেও যেন ক্ষতি না হয়, সেরকম গয়নাই ব্যবহার হবে বর্ষার দিনগুলোয়।
রুপার গয়না
ধাতুর গয়নার মধ্যে রুপার গয়নার কথা আসে প্রথমে। নিরাপত্তার কথা ভেবে অনেকেই সোনার গয়না ব্যবহার করেন না। সে জায়গা পূরণ করেছে গোল্ড প্লেটেড রুপার গয়না। এ ছাড়া রুপার নিজস্ব রঙের গয়নার কদরও আছে বেশ। রুপার দুল কিংবা পায়ের নূপুর অথবা মোটা ফুলতোলা চেইনে বর্ষায়ও নারীরা থাকবেন সালংকারা। শাড়ির সঙ্গে খুব সহজেই মানিয়ে যায় একটু ভারী রুপার গয়না।
তামার গয়না
তামা ও পিতলের গয়নার জনপ্রিয়তা রয়েছে তরুণীদের মধ্যে। পায়ে রুপার নূপুরের পরিবর্তে এখন অনেকেই ব্যবহার করেন তামার তৈরি মল। তামার মল যেমন আছে তেমনি আছে হাত ও কানের বিভিন্ন অলংকার। বৃষ্টিতে ভিজলেও তামার গয়নার কোনো ক্ষতি হয় না। শাড়ি কিংবা জিন্স, ফতুয়া কিংবা কামিজ সবকিছুর সঙ্গেই মানিয়ে যায় তামার গয়না।
গয়নার যত্ন
ব্যবহারের পর যত্ন নিলে গয়না উজ্জ্বল এবং দীর্ঘদিন ব্যবহারের উপযোগী থাকে। রুপার গয়না ক্ষয়প্রবণ। আবহাওয়ার আর্দ্রতার কারণে রুপা খুব তাড়াতাড়ি জেল্লা হারিয়ে ফেলে। তাই একে সব সময় আর্দ্রতা প্রতিরোধকারী পাত্র বা কনটেইনারের মধ্যে রাখা উচিত।
হেয়ার স্প্রে ও পারফিউম থেকে প্রবাল ও মুক্তার গয়না দূরে রাখতে হয়। স্প্রেগুলো গয়নায় লাগলে তার জৌলুস নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে গয়নাটাও নষ্ট হয়ে যায়। মুক্তার গয়না ব্যবহার করার পর নরম প্যাকেট বা প্লাস্টিকের ব্যাগে যত্নসহকারে রাখতে হবে।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫