তানিয়া ফেরদৌস
বেরোতে গেলে তো ব্যাগ নিতেই হয় জীবনের প্রয়োজনে। আবার নারীর প্রধানতম ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও ব্যাগ এক অপরিহার্য বস্তু। তবে যুগের পরিবর্তনশীল হাওয়া এবং সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ডে পাঁচটি ব্যাগ বেশ আলোচিত। জানাচ্ছেন তানিয়া ফেরদৌস।
ঢাউস আকৃতির টটে ব্যাগ
অনিয়মিত শেপের এই ওভারসাইজড বা ঢাউস আকৃতির ঝোলা ব্যাগগুলো আজকের দিনে আমাদের পরম বন্ধু হয়ে উঠছে। সাধারণত নরম ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই ব্যাগগুলোয় প্রয়োজনীয় সবকিছু এঁটে যাওয়ার পরও বেশ জায়গা থাকবে। অত্যন্ত ফ্যাশনেবল এই টটে ব্যাগগুলো আজকাল বেশ রংচঙে করে বানানো হচ্ছে।
মাইক্রো ব্যাগ
নাম শুনেই বোঝা যাচ্ছে, হালফ্যাশনে ব্যাগের জগতে সাম্প্রতিকতম সংযোজনটি অত্যন্ত ছোট আকৃতির পার্সবিশেষ। ব্যবহারিক গুরুত্বের দিক থেকে খুব বেশি তাৎপর্যপূর্ণ না হলেও এই ক্ষুদ্র কিন্তু নজরকাড়া রং ও ডিজাইনের ব্যাগগুলো হাতে নিয়ে সান্ধ্য আয়োজন বা যেকোনো ফরমাল নৈশভোজে যাওয়ার দিকে অত্যন্ত আগ্রহী হচ্ছে তরুণ প্রজন্ম।
লোমশ বা কুশন দেওয়া ব্যাগ
বর্তমান সময়ে সবচেয়ে ফ্যাশনেবল আর অভিনব এই ব্যাগগুলোর ক্রমবর্ধমান বৈশ্বিক জনপ্রিয়তা যে আকাশচুম্বী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বের সব নামী ব্র্যান্ড এখন ঝুঁকছে নরম, লোমশ, স্পর্শে আরামদায়ক ফক্স ফার বা কৃত্রিম লোমশ ম্যাটেরিয়াল দিয়ে ব্যাগ তৈরির ব্যাপারে। আবার ফোমের পুর দিয়ে কুইল্টিং করে বানানো নাদুস-নুদুস ‘পাফি ব্যাগ’ এখনকার জেন জি প্রজন্মের নয়নের মণি হয়ে উঠেছে।
চাংকি চেইন হ্যান্ডেল ব্যাগ
ব্যাগের হাতল বা হ্যান্ডেলের বদলে রীতিমতো শিকল আকৃতির চেইন ব্যবহার করা হয় এই অত্যাধুনিক ডিজাইনের ব্যাগগুলোয় ৷ প্রথাগত রমণীয়-কমনীয় নারীসুলভ সূক্ষ্ম কারুকাজের সম্পূর্ণ বিপ্রতীপ এই ফ্যাশন ট্রেন্ড এখন খুবই জনপ্রিয়।
ধাতব জালিদার ব্যাগ
রেট্রো ধাঁচের এই ধাতব ম্যাটেরিয়ালে তৈরি ঝকমকে ব্যাগগুলো সত্তর দশকের দিনগুলো মনে করিয়ে দিলেও আজকাল পার্টি লুকের সঙ্গে এই ব্যাগের আবেদন একেবারেই অনন্যসাধারণ হয়ে উঠেছে। প্রাচীনকালের বর্মের আদলে বুনানো চেইনমেইল বা নেট প্যাটার্নে ধাতব লিংক দিয়ে বানানো এই ব্যাগগুলো এখন নামী-দামি ফ্যাশন তারকাদের থেকে শুরু করে সাধারণ মানুষ–সবার কাছেই অত্যন্ত জনপ্রিয়।
সূত্র: হার্পার্স বাজার, ভোগ অনলাইন
বেরোতে গেলে তো ব্যাগ নিতেই হয় জীবনের প্রয়োজনে। আবার নারীর প্রধানতম ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও ব্যাগ এক অপরিহার্য বস্তু। তবে যুগের পরিবর্তনশীল হাওয়া এবং সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ডে পাঁচটি ব্যাগ বেশ আলোচিত। জানাচ্ছেন তানিয়া ফেরদৌস।
ঢাউস আকৃতির টটে ব্যাগ
অনিয়মিত শেপের এই ওভারসাইজড বা ঢাউস আকৃতির ঝোলা ব্যাগগুলো আজকের দিনে আমাদের পরম বন্ধু হয়ে উঠছে। সাধারণত নরম ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই ব্যাগগুলোয় প্রয়োজনীয় সবকিছু এঁটে যাওয়ার পরও বেশ জায়গা থাকবে। অত্যন্ত ফ্যাশনেবল এই টটে ব্যাগগুলো আজকাল বেশ রংচঙে করে বানানো হচ্ছে।
মাইক্রো ব্যাগ
নাম শুনেই বোঝা যাচ্ছে, হালফ্যাশনে ব্যাগের জগতে সাম্প্রতিকতম সংযোজনটি অত্যন্ত ছোট আকৃতির পার্সবিশেষ। ব্যবহারিক গুরুত্বের দিক থেকে খুব বেশি তাৎপর্যপূর্ণ না হলেও এই ক্ষুদ্র কিন্তু নজরকাড়া রং ও ডিজাইনের ব্যাগগুলো হাতে নিয়ে সান্ধ্য আয়োজন বা যেকোনো ফরমাল নৈশভোজে যাওয়ার দিকে অত্যন্ত আগ্রহী হচ্ছে তরুণ প্রজন্ম।
লোমশ বা কুশন দেওয়া ব্যাগ
বর্তমান সময়ে সবচেয়ে ফ্যাশনেবল আর অভিনব এই ব্যাগগুলোর ক্রমবর্ধমান বৈশ্বিক জনপ্রিয়তা যে আকাশচুম্বী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বের সব নামী ব্র্যান্ড এখন ঝুঁকছে নরম, লোমশ, স্পর্শে আরামদায়ক ফক্স ফার বা কৃত্রিম লোমশ ম্যাটেরিয়াল দিয়ে ব্যাগ তৈরির ব্যাপারে। আবার ফোমের পুর দিয়ে কুইল্টিং করে বানানো নাদুস-নুদুস ‘পাফি ব্যাগ’ এখনকার জেন জি প্রজন্মের নয়নের মণি হয়ে উঠেছে।
চাংকি চেইন হ্যান্ডেল ব্যাগ
ব্যাগের হাতল বা হ্যান্ডেলের বদলে রীতিমতো শিকল আকৃতির চেইন ব্যবহার করা হয় এই অত্যাধুনিক ডিজাইনের ব্যাগগুলোয় ৷ প্রথাগত রমণীয়-কমনীয় নারীসুলভ সূক্ষ্ম কারুকাজের সম্পূর্ণ বিপ্রতীপ এই ফ্যাশন ট্রেন্ড এখন খুবই জনপ্রিয়।
ধাতব জালিদার ব্যাগ
রেট্রো ধাঁচের এই ধাতব ম্যাটেরিয়ালে তৈরি ঝকমকে ব্যাগগুলো সত্তর দশকের দিনগুলো মনে করিয়ে দিলেও আজকাল পার্টি লুকের সঙ্গে এই ব্যাগের আবেদন একেবারেই অনন্যসাধারণ হয়ে উঠেছে। প্রাচীনকালের বর্মের আদলে বুনানো চেইনমেইল বা নেট প্যাটার্নে ধাতব লিংক দিয়ে বানানো এই ব্যাগগুলো এখন নামী-দামি ফ্যাশন তারকাদের থেকে শুরু করে সাধারণ মানুষ–সবার কাছেই অত্যন্ত জনপ্রিয়।
সূত্র: হার্পার্স বাজার, ভোগ অনলাইন
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫