রিক্তা রিচি, ঢাকা
ঈদ উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউসগুলো করেছে বর্ণিল আয়োজন। প্রতিটি ফ্যাশন হাউসে এসেছে নতুন কালেকশন। এসেছে নতুন ডিজাইনের পোশাক। কাপড়েও এসেছে ভিন্নতা।
আড়ং
নারী, পুরুষ ও শিশুদের পোশাক পাওয়া যাবে আড়ংয়ের যেকোনো আউটলেটে। নারীদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার–কামিজ, কুর্তি, সিঙ্গেল কামিজ ইত্যাদি। ফুলেল নকশা, বাহারি ছাপার নকশা, এমব্রয়ডারির কাজ করা সুতি, লিনেন, মসলিন, ভিসকস, সিল্কের পোশাক পাওয়া যাবে আড়ংয়ে। এ ছাড়া পাওয়া যাবে নজরকাড়া শাড়ি।
নারীদের পাশাপাশি পুরুষের জন্য পাওয়া যাবে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও কুর্তা। পোশাকগুলো সিল্ক, সুতি, হ্যান্ড লুমের কাপড়ে তৈরি। বর্ষার স্নিগ্ধতা বাড়াতে সাদা, হালকা নীল, বাদামি, গাঢ় নীল, বেগুনি, সবুজ রং গুরুত্ব পেয়েছে আড়ংয়ের পুরুষদের পোশাকে। এ ছাড়া শিশুদের পোশাকে লাল, খয়েরি, মেরুন, হলুদ, গোলাপি, কমলা রংকে গুরুত্ব দেওয়া হয়েছে।
অঞ্জনস
এবারের ঈদ আয়োজনে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে অঞ্জনস এনেছে নতুন কালেকশন। রয়েছে সমসাময়িক ট্রেন্ড। লিনেন ও ভয়েল কাপড়ে মেয়েদের শর্ট ও লং ফতুয়া এবং ছেলেদের শার্ট ও টি—শার্ট এনেছে অঞ্জনস। পোশাকের ফেব্রিক ও রঙের ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া হয়েছে। এবার অঞ্জনসের পোশাকে নীল রঙের বৈচিত্র্য রয়েছে। কিছু পোশাক হালকা নীল, কিছু গাঢ় নীল আবার কিছু পোশাক আকাশি ও ফিরোজা রঙের। পাশাপাশি রয়েছে খয়েরি ও মিষ্টি রঙের পোশাকও। ঈদ উৎসবকে মাথায় রেখে উষ্ণ রংগুলোই বেছে নিয়েছে ফ্যাশন ব্র্যান্ডটি। পুরুষ ও শিশুদের পোশাকেও এই রংগুলোর উপস্থিতি রয়েছে।
অঞ্জনসের অনলাইন স্টোরে (www.anjans.com) রয়েছে ১৫ শতাংশ মূল্যছাড়। মূল্যছাড় শুরু হয়েছে ১ জুলাই থেকে। চলবে ১৪ জুলাই পর্যন্ত।
লা রিভ
ঈদুল আজহা উপলক্ষে লা রিভে এসেছে বাহারি পোশাক। শাড়িতে নীল, সাদা, গোলাপি, লাল, সবুজ, সি গ্রিন রঙের সংমিশ্রণ রয়েছে। সালোয়ার–কামিজ ও কুর্তির হাতার ডিজাইনেও রয়েছে ভিন্নতা। সুতি, জর্জেট, লিনেন, সিল্কের কামিজগুলো প্রাধান্য পাচ্ছে লা রিভে।
পুরুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে লা রিভ নিয়ে এসেছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, প্যান্ট ও কুর্তা। শিশুদের জন্যও রয়েছে ফ্যাশনেবল ফ্রক, টপস, পালাজ্জো, ডেনিম প্যান্ট, সালোয়ার কামিজ, পাঞ্জাবি সেট, পলো শার্ট, কোয়ার্টার প্যান্ট, স্লিভলেস টি-শার্ট ইত্যাদি।
দেশাল
ঈদুল আজহা সামনে রেখে ফ্যাশন ব্র্যান্ড দেশাল নারী, পুরুষ ও শিশুদের জন্য নিয়ে এসেছে বাহারি পোশাক। দেশালের পোশাকে রয়েছে নিজস্বতার ছাপ। রয়েছে এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট ও অ্যাপ্লিকের কাজ। শিশুদের পোশাকের শোভা বাড়িয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারির ও অ্যাপ্লিকের কাজ।
দেশাল এবার উষ্ণ রং, যেমন লাল, সানগ্রিয়া লাল, রাস্পবেরি লাল, কমলা, হলুদ রঙের পোশাক নিয়ে এসেছে। এই ঈদে ঘরে বসে অনলাইনে দেশাল থেকে মনের মতো পোশাক কিনে নিতে পারেন।
নিপুণ
ফ্যাশন ব্র্যান্ড নিপুণের ঈদ পোশাকে ফেব্রিকস হিসেবে প্রাধান্য পেয়েছে সুতি, লিনেন, জয় সিল্ক ও তাঁতের সুতি কাপড়। কামিজের কাটছাঁটে আনা হয়েছে বৈচিত্র্য। নতুনত্ব রয়েছে নকশায়ও। ঈদ আয়োজনে আছে শাড়ি, সালোয়ার–কামিজ, কুর্তি, সিঙ্গেল পিস, দোপাট্টা। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া। রয়েছে শিশুদের পোশাকও। পোশাকে ফ্লোরাল, দেশীয় রাজবাড়ি ইত্যাদি মোটিফ প্রাধান্য পেয়েছে।
ঈদ উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউসগুলো করেছে বর্ণিল আয়োজন। প্রতিটি ফ্যাশন হাউসে এসেছে নতুন কালেকশন। এসেছে নতুন ডিজাইনের পোশাক। কাপড়েও এসেছে ভিন্নতা।
আড়ং
নারী, পুরুষ ও শিশুদের পোশাক পাওয়া যাবে আড়ংয়ের যেকোনো আউটলেটে। নারীদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার–কামিজ, কুর্তি, সিঙ্গেল কামিজ ইত্যাদি। ফুলেল নকশা, বাহারি ছাপার নকশা, এমব্রয়ডারির কাজ করা সুতি, লিনেন, মসলিন, ভিসকস, সিল্কের পোশাক পাওয়া যাবে আড়ংয়ে। এ ছাড়া পাওয়া যাবে নজরকাড়া শাড়ি।
নারীদের পাশাপাশি পুরুষের জন্য পাওয়া যাবে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও কুর্তা। পোশাকগুলো সিল্ক, সুতি, হ্যান্ড লুমের কাপড়ে তৈরি। বর্ষার স্নিগ্ধতা বাড়াতে সাদা, হালকা নীল, বাদামি, গাঢ় নীল, বেগুনি, সবুজ রং গুরুত্ব পেয়েছে আড়ংয়ের পুরুষদের পোশাকে। এ ছাড়া শিশুদের পোশাকে লাল, খয়েরি, মেরুন, হলুদ, গোলাপি, কমলা রংকে গুরুত্ব দেওয়া হয়েছে।
অঞ্জনস
এবারের ঈদ আয়োজনে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে অঞ্জনস এনেছে নতুন কালেকশন। রয়েছে সমসাময়িক ট্রেন্ড। লিনেন ও ভয়েল কাপড়ে মেয়েদের শর্ট ও লং ফতুয়া এবং ছেলেদের শার্ট ও টি—শার্ট এনেছে অঞ্জনস। পোশাকের ফেব্রিক ও রঙের ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া হয়েছে। এবার অঞ্জনসের পোশাকে নীল রঙের বৈচিত্র্য রয়েছে। কিছু পোশাক হালকা নীল, কিছু গাঢ় নীল আবার কিছু পোশাক আকাশি ও ফিরোজা রঙের। পাশাপাশি রয়েছে খয়েরি ও মিষ্টি রঙের পোশাকও। ঈদ উৎসবকে মাথায় রেখে উষ্ণ রংগুলোই বেছে নিয়েছে ফ্যাশন ব্র্যান্ডটি। পুরুষ ও শিশুদের পোশাকেও এই রংগুলোর উপস্থিতি রয়েছে।
অঞ্জনসের অনলাইন স্টোরে (www.anjans.com) রয়েছে ১৫ শতাংশ মূল্যছাড়। মূল্যছাড় শুরু হয়েছে ১ জুলাই থেকে। চলবে ১৪ জুলাই পর্যন্ত।
লা রিভ
ঈদুল আজহা উপলক্ষে লা রিভে এসেছে বাহারি পোশাক। শাড়িতে নীল, সাদা, গোলাপি, লাল, সবুজ, সি গ্রিন রঙের সংমিশ্রণ রয়েছে। সালোয়ার–কামিজ ও কুর্তির হাতার ডিজাইনেও রয়েছে ভিন্নতা। সুতি, জর্জেট, লিনেন, সিল্কের কামিজগুলো প্রাধান্য পাচ্ছে লা রিভে।
পুরুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে লা রিভ নিয়ে এসেছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, প্যান্ট ও কুর্তা। শিশুদের জন্যও রয়েছে ফ্যাশনেবল ফ্রক, টপস, পালাজ্জো, ডেনিম প্যান্ট, সালোয়ার কামিজ, পাঞ্জাবি সেট, পলো শার্ট, কোয়ার্টার প্যান্ট, স্লিভলেস টি-শার্ট ইত্যাদি।
দেশাল
ঈদুল আজহা সামনে রেখে ফ্যাশন ব্র্যান্ড দেশাল নারী, পুরুষ ও শিশুদের জন্য নিয়ে এসেছে বাহারি পোশাক। দেশালের পোশাকে রয়েছে নিজস্বতার ছাপ। রয়েছে এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট ও অ্যাপ্লিকের কাজ। শিশুদের পোশাকের শোভা বাড়িয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারির ও অ্যাপ্লিকের কাজ।
দেশাল এবার উষ্ণ রং, যেমন লাল, সানগ্রিয়া লাল, রাস্পবেরি লাল, কমলা, হলুদ রঙের পোশাক নিয়ে এসেছে। এই ঈদে ঘরে বসে অনলাইনে দেশাল থেকে মনের মতো পোশাক কিনে নিতে পারেন।
নিপুণ
ফ্যাশন ব্র্যান্ড নিপুণের ঈদ পোশাকে ফেব্রিকস হিসেবে প্রাধান্য পেয়েছে সুতি, লিনেন, জয় সিল্ক ও তাঁতের সুতি কাপড়। কামিজের কাটছাঁটে আনা হয়েছে বৈচিত্র্য। নতুনত্ব রয়েছে নকশায়ও। ঈদ আয়োজনে আছে শাড়ি, সালোয়ার–কামিজ, কুর্তি, সিঙ্গেল পিস, দোপাট্টা। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া। রয়েছে শিশুদের পোশাকও। পোশাকে ফ্লোরাল, দেশীয় রাজবাড়ি ইত্যাদি মোটিফ প্রাধান্য পেয়েছে।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫