নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীত জেঁকে বসেছে। চাদর গায়ে না জড়ালেই নয়। শুধু শীত কাটালেই চলবে কেন, চাদর হওয়া চাই স্টাইলিশ ও যুগোপযোগী। একসময় চাদরের জমিনে ফুটিয়ে তোলা হতো বিভিন্ন নকশা। এখন ক্রেতাদের চাহিদার কথা ভেবে ফ্যাশন ডিজাইনাররাই সেগুলো নকশাদার করে তুলছেন। তৈরি করছেন বিভিন্ন থিমেটিক নকশার চাদরও। নকশাদার ও থিমেটিক এসব চাদর শাড়ি, কুর্তি, টপস, সিঙ্গেল কামিজ, সালোয়ার-কামিজ সবকিছুর সঙ্গেই পরা যাবে। যেকোনো থিমের চাদর শাড়ি ও পাঞ্জাবির সঙ্গে বেশ মানিয়ে যাবে। সঙ্গে উষ্ণতাও ছড়াবে।
কইন্যার স্ক্রিন প্রিন্টের উলের চাদর
শীত কিছুটা ফ্যাকাশে ঋতু বলেই হয়তো চাদর রঙিন হয়ে ওঠে। ফ্যাশন হাউস কইন্যা তাই নিয়ে এসেছে শীতের রঙিন চাদর। হাতে বোনা উলের চাদরে স্ক্রিন প্রিন্ট করেছে তারা। এই চাদরগুলোর দাম ৬৫৫ টাকা। ঘরে বসে কইন্য়ার ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে শীতের চাদরগুলো।
হরিতকীর প্যাচওয়ার্ক চাদর
হরিতকী নিয়ে এসেছে প্যাচওয়ার্কের চাদর। একেকটি প্রিন্টেড পেইন্টিং হাতের বদলে মেশিনে সেলাই করে ভিসকস ইয়ার্ন চাদরের চারপাশে বসানো হয়েছে। এই চাদরগুলোর দাম পড়বে ১ হাজার ৫০০ টাকা। হরীতকীর ফেসবুক পেজে অর্ডার করে কেনা যাবে চাদরগুলো।
রঙ বাংলাদেশের উইন্টার ট্রিস থিমের চাদর
জনপ্রিয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নিয়ে এসেছে শীতের চাদর। উইন্টার ট্রিস থিমে সাজানো নকশায় নান্দনিক এবারের শীতের চাদর। মূল রং হিসেবে কালো, অ্যাশ, সাদা, কফি, ব্রাউন, অলিভ, ম্যাট ম্যাজেন্টা, নীল, পিচ, লাইট ব্রাউন ব্যবহার করা হয়েছে। ভিসকস কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিনপ্রিন্ট ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার করে।
এই চাদরগুলোর দাম ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই এই চাদরগুলো পাওয়া যাবে। শোরুমের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে শীতের চাদর।
শীত জেঁকে বসেছে। চাদর গায়ে না জড়ালেই নয়। শুধু শীত কাটালেই চলবে কেন, চাদর হওয়া চাই স্টাইলিশ ও যুগোপযোগী। একসময় চাদরের জমিনে ফুটিয়ে তোলা হতো বিভিন্ন নকশা। এখন ক্রেতাদের চাহিদার কথা ভেবে ফ্যাশন ডিজাইনাররাই সেগুলো নকশাদার করে তুলছেন। তৈরি করছেন বিভিন্ন থিমেটিক নকশার চাদরও। নকশাদার ও থিমেটিক এসব চাদর শাড়ি, কুর্তি, টপস, সিঙ্গেল কামিজ, সালোয়ার-কামিজ সবকিছুর সঙ্গেই পরা যাবে। যেকোনো থিমের চাদর শাড়ি ও পাঞ্জাবির সঙ্গে বেশ মানিয়ে যাবে। সঙ্গে উষ্ণতাও ছড়াবে।
কইন্যার স্ক্রিন প্রিন্টের উলের চাদর
শীত কিছুটা ফ্যাকাশে ঋতু বলেই হয়তো চাদর রঙিন হয়ে ওঠে। ফ্যাশন হাউস কইন্যা তাই নিয়ে এসেছে শীতের রঙিন চাদর। হাতে বোনা উলের চাদরে স্ক্রিন প্রিন্ট করেছে তারা। এই চাদরগুলোর দাম ৬৫৫ টাকা। ঘরে বসে কইন্য়ার ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে শীতের চাদরগুলো।
হরিতকীর প্যাচওয়ার্ক চাদর
হরিতকী নিয়ে এসেছে প্যাচওয়ার্কের চাদর। একেকটি প্রিন্টেড পেইন্টিং হাতের বদলে মেশিনে সেলাই করে ভিসকস ইয়ার্ন চাদরের চারপাশে বসানো হয়েছে। এই চাদরগুলোর দাম পড়বে ১ হাজার ৫০০ টাকা। হরীতকীর ফেসবুক পেজে অর্ডার করে কেনা যাবে চাদরগুলো।
রঙ বাংলাদেশের উইন্টার ট্রিস থিমের চাদর
জনপ্রিয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নিয়ে এসেছে শীতের চাদর। উইন্টার ট্রিস থিমে সাজানো নকশায় নান্দনিক এবারের শীতের চাদর। মূল রং হিসেবে কালো, অ্যাশ, সাদা, কফি, ব্রাউন, অলিভ, ম্যাট ম্যাজেন্টা, নীল, পিচ, লাইট ব্রাউন ব্যবহার করা হয়েছে। ভিসকস কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিনপ্রিন্ট ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার করে।
এই চাদরগুলোর দাম ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই এই চাদরগুলো পাওয়া যাবে। শোরুমের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে শীতের চাদর।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
২২ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২২ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২৩ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২৩ দিন আগে