নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধ্বংসস্তূপ থেকে উঠে রূপকথার জন্ম দিয়ে ইউরো ২০২০ জিতে নিয়েছে ইতালি। মাঠের খেলায় তারা যেমন ছিল অন্য রকম এক ফিনিক্স পাখি, ফ্যাশনেও তেমনি ছিল সবার থেকে ভিন্ন। ইউরো ২০২০ উপলক্ষে ইতালিয়ান লাক্সারি ফ্যাশন হাউস আরমানি ইতালি ফুটবল দলের অফিশিয়াল ট্রাভেল স্যুট নকশা করে। জ্যাকেটের কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতীয় সিনথেটিক ফ্যাব্রিক। হালকা নীল ও সাদার মিশেলে বানানো জ্যাকেট ও কালো রঙের ট্রাউজারের এ স্মার্ট স্যুট নজর কেড়েছে গোটা বিশ্বের–এ কথা বলা বাহুল্য। জ্যাকেটের ছিল দুটি ধরন। খেলোয়াড়দের জন্য ছিল কলার ছাড়া আর কোচ ও কোচিং স্টাফদের জন্য ছিল কলারসহ জ্যাকেট। তবে জ্যাকেট ও ট্রাউজারের রং সবার ছিল একই।
ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি বলেন, ‘স্বতঃস্ফূর্ততা, খেলার উপযোগী ও কমনীয়তাকে একত্র করে ডিজাইন করেছি। এমন একটি স্য়ুট তৈরি করেছি, যা পরতে হালকা। সঙ্গে টিমের গৌরব বয়ে বেড়াবে।’
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গ্যাব্রিয়েল গ্র্যাভিনা বলেছেন, ‘তারুণ্য, মার্জিত ও প্রত্যয়–এই তিনটি মৌলিক বৈশিষ্ট্যকে একত্র করে এই স্যুট ডিজাইন করার জন্য আরমানির ধন্যবাদ প্রাপ্য।’
ইউরো ২০২০ অনুষ্ঠিত হয় চলতি বছরের ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে বাজিমাত করে ইতালি।
আরমানির নকশা করা ট্রাভেল স্যুট এ বিজয়ের সঙ্গী হয়। খেলা পরবর্তী বিজয় শোভাযাত্রা, রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করাসহ সব আনুষ্ঠানিকতায় এ জ্যাকেট ও ট্রাউজার ইতালি দলের সঙ্গী ছিল।
ধ্বংসস্তূপ থেকে উঠে রূপকথার জন্ম দিয়ে ইউরো ২০২০ জিতে নিয়েছে ইতালি। মাঠের খেলায় তারা যেমন ছিল অন্য রকম এক ফিনিক্স পাখি, ফ্যাশনেও তেমনি ছিল সবার থেকে ভিন্ন। ইউরো ২০২০ উপলক্ষে ইতালিয়ান লাক্সারি ফ্যাশন হাউস আরমানি ইতালি ফুটবল দলের অফিশিয়াল ট্রাভেল স্যুট নকশা করে। জ্যাকেটের কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতীয় সিনথেটিক ফ্যাব্রিক। হালকা নীল ও সাদার মিশেলে বানানো জ্যাকেট ও কালো রঙের ট্রাউজারের এ স্মার্ট স্যুট নজর কেড়েছে গোটা বিশ্বের–এ কথা বলা বাহুল্য। জ্যাকেটের ছিল দুটি ধরন। খেলোয়াড়দের জন্য ছিল কলার ছাড়া আর কোচ ও কোচিং স্টাফদের জন্য ছিল কলারসহ জ্যাকেট। তবে জ্যাকেট ও ট্রাউজারের রং সবার ছিল একই।
ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি বলেন, ‘স্বতঃস্ফূর্ততা, খেলার উপযোগী ও কমনীয়তাকে একত্র করে ডিজাইন করেছি। এমন একটি স্য়ুট তৈরি করেছি, যা পরতে হালকা। সঙ্গে টিমের গৌরব বয়ে বেড়াবে।’
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গ্যাব্রিয়েল গ্র্যাভিনা বলেছেন, ‘তারুণ্য, মার্জিত ও প্রত্যয়–এই তিনটি মৌলিক বৈশিষ্ট্যকে একত্র করে এই স্যুট ডিজাইন করার জন্য আরমানির ধন্যবাদ প্রাপ্য।’
ইউরো ২০২০ অনুষ্ঠিত হয় চলতি বছরের ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে বাজিমাত করে ইতালি।
আরমানির নকশা করা ট্রাভেল স্যুট এ বিজয়ের সঙ্গী হয়। খেলা পরবর্তী বিজয় শোভাযাত্রা, রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করাসহ সব আনুষ্ঠানিকতায় এ জ্যাকেট ও ট্রাউজার ইতালি দলের সঙ্গী ছিল।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৯ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৯ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২০ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২০ দিন আগে