রিক্তা রিচি, ঢাকা
ভালো বন্ধু জীবনে খুব প্রয়োজন। একজন ভালো বন্ধু তোমাকে অনেক সাহায্য করবে। ভালোবাসবে। বন্ধুরা পাশে থাকলে জীবন অনেক সহজ মনে হয়। তাই বন্ধুত্বের বিকল্প নেই। বন্ধুত্বের বন্ধন নিয়ে লেখা অনেক গল্পের বইয়ের মধ্যে একটি বইয়ের নাম ‘পাতার নৌকা’। তুমি হয়তো ভাবতে পারো, পাতার আবার নৌকা হয় নাকি! এটা দেখতে কেমন? জানো তো, গল্পে সবই সম্ভব। আর এ-ও নিশ্চয় শুনেছ, পিঁপড়া অনেক পরিশ্রমী প্রাণী। পিঁপড়ার দল খুব ধীরে কাজ করে ঠিকই, কিন্তু অনবরত করতে থাকে। একসময় তারা সফল হয়। ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে তারা পাহাড়ের চূড়ায়ও পৌঁছাতে পারে।
গল্পটি পিঁপড়া, মৌমাছি, প্রজাপতিদের নিয়ে। পিঁপড়ার মেয়ে কাটুম একদিন তার মাকে বলল, অন্য এক দেশে বেড়াতে যাবে। মা সন্দিহান হয়ে যায়।
কাটুমকে বলে, নদী পেরিয়ে কেমন করে যাবে। নদীতে যে কাটুম ডুবে যাবে। কিন্তু নাছোড়বান্দা কাটুম নদী পেরিয়ে দূর দেশে যেতে চায়। কাটুম একটা বুদ্ধি বের করে। সে তার মাকে বলে, ‘আমরা পাতার নৌকায় করে যাব।’
কাটুমের এই ইচ্ছে পূরণ করতে ব্যাকুল হয়ে ওঠে গাছ। সে পাতা দিল। আর সেই পাতা দিয়ে মা পিঁপড়া পাতার নৌকা বানাল। কাটুম অন্য দেশে যাবে বলে তার সফরসঙ্গী হওয়ার ইচ্ছে প্রকাশ করে ঘাসফড়িং, মৌমাছি ও প্রজাপতি। কাটুমও তাদের নিতে রাজি হয়ে গেল।
মা পিঁপড়া ও কাটুম পাতার নৌকার মাঝখানে বসল। অন্য দেশে যাওয়ার আনন্দে কাটুম তো খুশিতে গদগদ। নৌকার দাঁড় ধরল ঘাসফড়িং ও পাল তুলল প্রজাপতি।
আর মৌমাছি বইঠা চালানোর দায়িত্ব নিল। সবাই মিলে আনন্দ করতে করতে অন্য এক দেশে বেড়াতে গেল।
বইয়ের নাম: পাতার নৌকা
লেখক: দীপু মাহমুদ
প্রকাশনী: পঙ্খীরাজ
মূল্য: ৬০ টাকা
ভালো বন্ধু জীবনে খুব প্রয়োজন। একজন ভালো বন্ধু তোমাকে অনেক সাহায্য করবে। ভালোবাসবে। বন্ধুরা পাশে থাকলে জীবন অনেক সহজ মনে হয়। তাই বন্ধুত্বের বিকল্প নেই। বন্ধুত্বের বন্ধন নিয়ে লেখা অনেক গল্পের বইয়ের মধ্যে একটি বইয়ের নাম ‘পাতার নৌকা’। তুমি হয়তো ভাবতে পারো, পাতার আবার নৌকা হয় নাকি! এটা দেখতে কেমন? জানো তো, গল্পে সবই সম্ভব। আর এ-ও নিশ্চয় শুনেছ, পিঁপড়া অনেক পরিশ্রমী প্রাণী। পিঁপড়ার দল খুব ধীরে কাজ করে ঠিকই, কিন্তু অনবরত করতে থাকে। একসময় তারা সফল হয়। ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে তারা পাহাড়ের চূড়ায়ও পৌঁছাতে পারে।
গল্পটি পিঁপড়া, মৌমাছি, প্রজাপতিদের নিয়ে। পিঁপড়ার মেয়ে কাটুম একদিন তার মাকে বলল, অন্য এক দেশে বেড়াতে যাবে। মা সন্দিহান হয়ে যায়।
কাটুমকে বলে, নদী পেরিয়ে কেমন করে যাবে। নদীতে যে কাটুম ডুবে যাবে। কিন্তু নাছোড়বান্দা কাটুম নদী পেরিয়ে দূর দেশে যেতে চায়। কাটুম একটা বুদ্ধি বের করে। সে তার মাকে বলে, ‘আমরা পাতার নৌকায় করে যাব।’
কাটুমের এই ইচ্ছে পূরণ করতে ব্যাকুল হয়ে ওঠে গাছ। সে পাতা দিল। আর সেই পাতা দিয়ে মা পিঁপড়া পাতার নৌকা বানাল। কাটুম অন্য দেশে যাবে বলে তার সফরসঙ্গী হওয়ার ইচ্ছে প্রকাশ করে ঘাসফড়িং, মৌমাছি ও প্রজাপতি। কাটুমও তাদের নিতে রাজি হয়ে গেল।
মা পিঁপড়া ও কাটুম পাতার নৌকার মাঝখানে বসল। অন্য দেশে যাওয়ার আনন্দে কাটুম তো খুশিতে গদগদ। নৌকার দাঁড় ধরল ঘাসফড়িং ও পাল তুলল প্রজাপতি।
আর মৌমাছি বইঠা চালানোর দায়িত্ব নিল। সবাই মিলে আনন্দ করতে করতে অন্য এক দেশে বেড়াতে গেল।
বইয়ের নাম: পাতার নৌকা
লেখক: দীপু মাহমুদ
প্রকাশনী: পঙ্খীরাজ
মূল্য: ৬০ টাকা
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৮ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৮ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৮ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৮ দিন আগে