মুহাম্মদ হোসাইন সবুজ
ঢাকা: সেন্ট মার্টিন যেতে পারিনি কয়েক বছর। এর মধ্যে কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিনের জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস চালু হয়েছে। ভাবলাম, এ জাহাজে করে একবার যাওয়া দরকার। দু–তিনজন যাব ভাবলেও শেষ পর্যন্ত দেখা গেল সাতজনের ছোটখাটো দল হয়ে গেছি আমরা। অক্টোবরের মাঝামাঝি এক রাতে বাসে করে খুব ভোরে পৌঁছালাম কক্সবাজার।
জাহাজে আমাদের আসন ছিল দোতলার ‘গ্লাডিওলাসে’। বাঁকখালী নদী পার হয়ে যখন সমুদ্রে পড়ল জাহাজ, তখন সামান্য দুলুনি অনুভব হয়েছিল। তেমন ভয়ংকর কিছু নয়, তাতেই অবশ্য নিচতলায় যারা বসেছিলেন তাঁদের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা বেশির ভাগ সময় জাহাজের সামনে বসে কাটালাম।
ছেঁড়া দ্বীপে স্নোরকেলিং করার মজা একেবারে অন্যরকম। আমাদের মূল চাওয়াটা ছিল সে মজাটা নেওয়া। দুপুরে আলু ভর্তা, ডাল, সামুদ্রিক তেলাপিয়া মাছ ভাজা আর সাদা কোরাল মাছের তরকারি দিয়ে ভরপেট খাবার খেয়ে আমরা চলে গেলাম স্নোরকেলিংয়ের জন্য। আমরা দুটো স্নোরকেলিং সেট অতিরিক্ত ভাড়া নিলাম ঘণ্টা ৩০০ টাকা করে। এবার নেমে পড়লাম ছোট্ট একটা লেগুনে। ভাটা চলছে, স্নোরকেলিংয়ের জন্য উপযুক্ত সময়, তবে আকাশে রোদ কম আবার গত রাতের বৃষ্টিতে পানি একটু ঘোলা। তবুও ভালোই দেখা যাচ্ছিল। প্রথমে আমি নেমে একধাপ ঘুরে এলাম। তারপর নামল রিমন। আমরা দুজন আগে থেকেই স্নোরকেলিং জানি। এবার একজন একজন করে দলের সবাইকে স্নোরকেলিং শিখিয়ে দিলাম। এমন মজা পেয়ে গেল তারা আর পানি থেকে ওঠার নাম নেই।
স্নোরকেলিংয়ে পানির নিচে মাছের ঝাঁক দেখাটা দারুণ অভিজ্ঞতার বিষয়। এ যাত্রায় মাছের বড় একটা ঝাঁক চোখে পড়েছিল রিমনের। সেই আমাকে ডিরেকশন দেওয়ার পর আমি ঝাঁপ দিয়ে পড়ে ওই ঝাঁকের মাত্র তিনটা মাছ দেখতে পাই। এক কেজি ওজনের তিনটা লাক্ষা গোত্রের মাছ। এ ছাড়া সামুদ্রিক কই, অ্যাঞ্জেল ফিশ, সামুদ্রিক তেলাপিয়াসহ অসংখ্য মাছ দেখতে পাই। জীবিত কিছু কোরালেরও দেখা পাই সেখানে। বৃষ্টির পানিতে পানি ঘোলা থাকায় ভালো করে পানির নিচে কিছুই দেখা গেল না। ফিরে এসে সমুদ্রের পাড়ে রাখা কটে ঘুম দিলাম একটা। সন্ধ্যার পর ঘুম ভাঙল। তাঁবু যেহেতু আছে তাই নির্দ্বিধায় সৈকতে তাঁবু ফেলব ভাবছিলাম। একটু পরে দেখি জোয়ারে সব তলিয়ে গেলে। শুধু একটা উঁচু বাড়িতে পানি ঢোকেনি।
এবার ফেরার পালা। ঘাটে এসে নাশতা করে সেখান থেকে ফিরে ঘাটে এসে দেখি শেষ ট্রলার ছেড়ে যাচ্ছে। দৌড়ে ট্রলারে উঠলাম আমরা। শাহপরীর দ্বীপের কাছে আসার পর ট্রলারটি নষ্ট হয়ে সমুদ্রে অসহায়ভাবে ভাসতে থাকলাম আমরা। একটু পরে টেকনাফ থেকে ছেড়ে আসা ট্রলারের থেকে মেকানিক ও কিছু পার্টস ধার করে সচল করা গেল আমাদের ট্রলার। ঝুঁকি না বাড়িয়ে শাহপরীর দ্বীপে নেমে সেখান থেকেই সিএনজি করে কক্সবাজার এলাম। সেখান থেকে রাতের গাড়িতে ঢাকা। এভাবেই শেষ হলো সেন্ট মার্টিন অ্যাডভেঞ্চার।
মনে রাখবেন
ঢাকা থেকে কক্সবাজার যেতে হবে সেন্ট মার্টিন যাওয়ার জন্য। সেখান থেকে জাহাজে সেন্ট মার্টিন। আগে থেকেই সব ব্যবস্থা করে রাখা যায় বিভিন্ন ট্যুর অপারেটরকে কাজে লাগিয়ে। সেন্ট মার্টিন গিয়ে কোনো ধরনের অপচনশীল দ্রব্য পানিতে/দ্বীপে ফেলবেন না। স্নোরকেলিং করতে হলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে পানিতে নামবেন। কোনোভাবেই যাতে জীবিত কোরালের ক্ষতি না হয় সেটা লক্ষ রাখবেন।
ঢাকা: সেন্ট মার্টিন যেতে পারিনি কয়েক বছর। এর মধ্যে কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিনের জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস চালু হয়েছে। ভাবলাম, এ জাহাজে করে একবার যাওয়া দরকার। দু–তিনজন যাব ভাবলেও শেষ পর্যন্ত দেখা গেল সাতজনের ছোটখাটো দল হয়ে গেছি আমরা। অক্টোবরের মাঝামাঝি এক রাতে বাসে করে খুব ভোরে পৌঁছালাম কক্সবাজার।
জাহাজে আমাদের আসন ছিল দোতলার ‘গ্লাডিওলাসে’। বাঁকখালী নদী পার হয়ে যখন সমুদ্রে পড়ল জাহাজ, তখন সামান্য দুলুনি অনুভব হয়েছিল। তেমন ভয়ংকর কিছু নয়, তাতেই অবশ্য নিচতলায় যারা বসেছিলেন তাঁদের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা বেশির ভাগ সময় জাহাজের সামনে বসে কাটালাম।
ছেঁড়া দ্বীপে স্নোরকেলিং করার মজা একেবারে অন্যরকম। আমাদের মূল চাওয়াটা ছিল সে মজাটা নেওয়া। দুপুরে আলু ভর্তা, ডাল, সামুদ্রিক তেলাপিয়া মাছ ভাজা আর সাদা কোরাল মাছের তরকারি দিয়ে ভরপেট খাবার খেয়ে আমরা চলে গেলাম স্নোরকেলিংয়ের জন্য। আমরা দুটো স্নোরকেলিং সেট অতিরিক্ত ভাড়া নিলাম ঘণ্টা ৩০০ টাকা করে। এবার নেমে পড়লাম ছোট্ট একটা লেগুনে। ভাটা চলছে, স্নোরকেলিংয়ের জন্য উপযুক্ত সময়, তবে আকাশে রোদ কম আবার গত রাতের বৃষ্টিতে পানি একটু ঘোলা। তবুও ভালোই দেখা যাচ্ছিল। প্রথমে আমি নেমে একধাপ ঘুরে এলাম। তারপর নামল রিমন। আমরা দুজন আগে থেকেই স্নোরকেলিং জানি। এবার একজন একজন করে দলের সবাইকে স্নোরকেলিং শিখিয়ে দিলাম। এমন মজা পেয়ে গেল তারা আর পানি থেকে ওঠার নাম নেই।
স্নোরকেলিংয়ে পানির নিচে মাছের ঝাঁক দেখাটা দারুণ অভিজ্ঞতার বিষয়। এ যাত্রায় মাছের বড় একটা ঝাঁক চোখে পড়েছিল রিমনের। সেই আমাকে ডিরেকশন দেওয়ার পর আমি ঝাঁপ দিয়ে পড়ে ওই ঝাঁকের মাত্র তিনটা মাছ দেখতে পাই। এক কেজি ওজনের তিনটা লাক্ষা গোত্রের মাছ। এ ছাড়া সামুদ্রিক কই, অ্যাঞ্জেল ফিশ, সামুদ্রিক তেলাপিয়াসহ অসংখ্য মাছ দেখতে পাই। জীবিত কিছু কোরালেরও দেখা পাই সেখানে। বৃষ্টির পানিতে পানি ঘোলা থাকায় ভালো করে পানির নিচে কিছুই দেখা গেল না। ফিরে এসে সমুদ্রের পাড়ে রাখা কটে ঘুম দিলাম একটা। সন্ধ্যার পর ঘুম ভাঙল। তাঁবু যেহেতু আছে তাই নির্দ্বিধায় সৈকতে তাঁবু ফেলব ভাবছিলাম। একটু পরে দেখি জোয়ারে সব তলিয়ে গেলে। শুধু একটা উঁচু বাড়িতে পানি ঢোকেনি।
এবার ফেরার পালা। ঘাটে এসে নাশতা করে সেখান থেকে ফিরে ঘাটে এসে দেখি শেষ ট্রলার ছেড়ে যাচ্ছে। দৌড়ে ট্রলারে উঠলাম আমরা। শাহপরীর দ্বীপের কাছে আসার পর ট্রলারটি নষ্ট হয়ে সমুদ্রে অসহায়ভাবে ভাসতে থাকলাম আমরা। একটু পরে টেকনাফ থেকে ছেড়ে আসা ট্রলারের থেকে মেকানিক ও কিছু পার্টস ধার করে সচল করা গেল আমাদের ট্রলার। ঝুঁকি না বাড়িয়ে শাহপরীর দ্বীপে নেমে সেখান থেকেই সিএনজি করে কক্সবাজার এলাম। সেখান থেকে রাতের গাড়িতে ঢাকা। এভাবেই শেষ হলো সেন্ট মার্টিন অ্যাডভেঞ্চার।
মনে রাখবেন
ঢাকা থেকে কক্সবাজার যেতে হবে সেন্ট মার্টিন যাওয়ার জন্য। সেখান থেকে জাহাজে সেন্ট মার্টিন। আগে থেকেই সব ব্যবস্থা করে রাখা যায় বিভিন্ন ট্যুর অপারেটরকে কাজে লাগিয়ে। সেন্ট মার্টিন গিয়ে কোনো ধরনের অপচনশীল দ্রব্য পানিতে/দ্বীপে ফেলবেন না। স্নোরকেলিং করতে হলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে পানিতে নামবেন। কোনোভাবেই যাতে জীবিত কোরালের ক্ষতি না হয় সেটা লক্ষ রাখবেন।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
২৪ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২৪ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২৫ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫