দিতি আহমেদ, ঢাকা
যদি সে সুগন্ধি শিশি, তবে তাকে নিয়ে যাক অন্য প্রেমিক!
আতরের উষ্ণ ঘ্রাণে একটি মানুষ তবু ফিরে পাবে পুষ্পবোধ পুনঃ
কিছুক্ষণ শুভ্র এক স্নিগ্ধ গন্ধ স্বাস্থ্য ও প্রণয় দেবে তাঁকে। [...]
–কল্যাণ মাধুরী, আবুল হাসান
সুগন্ধি, পারফিউম যা–ই বলি না কেন, বস্তুটিকে নিয়ে আভিজাত্যের শেষ নেই। কোথায়, কীভাবে ব্যবহার করবেন, সেসব নিয়ে তৈরি হওয়া দর্শনেরও শেষ নেই। কিন্তু কিছু সাধারণ নিয়ম আছে, যেগুলো মেনে চললে দীর্ঘ সময় সুগন্ধ ধরে রাখা যায়। এ ছাড়া পারফিউমের ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাওয়া যায়।
কোথায় ব্যবহার করবেন
কীভাবে ব্যবহার করবেন
দূরত্ব বজায় রাখুন
পাঁচ থেকে সাত ইঞ্চি দূর থেকে শরীরে সুগন্ধি স্প্রে করুন। কখনোই কাছ থেকে স্প্রে করবেন না।
স্নানের পর সুগন্ধি ব্যবহার
স্নানের পর শরীরের লোমকূপগুলো খুলে যায়। তাই এ সময় সুগন্ধি ব্যবহার করুন। সুগন্ধ থাকবে অনেকক্ষণ।
আগে ময়েশ্চারাইজার ব্যবহার
সুগন্ধি ব্যবহারের আগে হাতে–পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক মসৃণ আর নরম থাকলে সুগন্ধি স্থায়ী হয়।
কাপড়ের ওপরে ব্যবহার নয়
কখনোই কাপড়ের ওপরে সুগন্ধি ব্যবহার করবেন না। কাপড়ের ওপরে সুগন্ধি ব্যবহার করলে বেশিক্ষণ স্থায়ী হয় না। এতে অনেক সময় কাপড়ের ওপরে দাগ বসে যায়।
ব্যবহারের পর ঘষবেন না
সুগন্ধি ব্যবহারের পর কখনোই ঘষবেন না। সুগন্ধিকে নিজে নিজে শুকাতে দিন। এতে সুগন্ধ অনেকটাই কমে যায়। আঙুল দিয়ে পারফিউমের ভেজা অংশ ঘষারও মানে হয় না।
পরিমাণে কম ব্যবহার করুন
বেশি পরিমাণে পারফিউম ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর। সঠিক জায়গায় অল্প পরিমাণে ব্যবহার করুন। দরকার হলে চার-পাঁচ ঘণ্টা পরপরও কিছুটা পারফিউম দিয়ে নিতে পারেন।
রাত ও দিনের আলাদা সুগন্ধি
কিছু কিছু পারফিউম আছে, যেগুলো নির্দিষ্টভাবে ব্যবহার করা হয় রাতের জন্য এবং কিছু আছে দিনের জন্য। দিনের বেলায় তুলনামূলক ভারী সুগন্ধিগুলো ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাতের বেলায় হালকা পারফিউম ব্যবহার করুন। কারণ, দিনের বেলায় অনেকটা সময় ধরে সুগন্ধের প্রয়োজন।
সূত্র: উইকি হাউ ও ডেইলি মেইল
যদি সে সুগন্ধি শিশি, তবে তাকে নিয়ে যাক অন্য প্রেমিক!
আতরের উষ্ণ ঘ্রাণে একটি মানুষ তবু ফিরে পাবে পুষ্পবোধ পুনঃ
কিছুক্ষণ শুভ্র এক স্নিগ্ধ গন্ধ স্বাস্থ্য ও প্রণয় দেবে তাঁকে। [...]
–কল্যাণ মাধুরী, আবুল হাসান
সুগন্ধি, পারফিউম যা–ই বলি না কেন, বস্তুটিকে নিয়ে আভিজাত্যের শেষ নেই। কোথায়, কীভাবে ব্যবহার করবেন, সেসব নিয়ে তৈরি হওয়া দর্শনেরও শেষ নেই। কিন্তু কিছু সাধারণ নিয়ম আছে, যেগুলো মেনে চললে দীর্ঘ সময় সুগন্ধ ধরে রাখা যায়। এ ছাড়া পারফিউমের ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাওয়া যায়।
কোথায় ব্যবহার করবেন
কীভাবে ব্যবহার করবেন
দূরত্ব বজায় রাখুন
পাঁচ থেকে সাত ইঞ্চি দূর থেকে শরীরে সুগন্ধি স্প্রে করুন। কখনোই কাছ থেকে স্প্রে করবেন না।
স্নানের পর সুগন্ধি ব্যবহার
স্নানের পর শরীরের লোমকূপগুলো খুলে যায়। তাই এ সময় সুগন্ধি ব্যবহার করুন। সুগন্ধ থাকবে অনেকক্ষণ।
আগে ময়েশ্চারাইজার ব্যবহার
সুগন্ধি ব্যবহারের আগে হাতে–পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক মসৃণ আর নরম থাকলে সুগন্ধি স্থায়ী হয়।
কাপড়ের ওপরে ব্যবহার নয়
কখনোই কাপড়ের ওপরে সুগন্ধি ব্যবহার করবেন না। কাপড়ের ওপরে সুগন্ধি ব্যবহার করলে বেশিক্ষণ স্থায়ী হয় না। এতে অনেক সময় কাপড়ের ওপরে দাগ বসে যায়।
ব্যবহারের পর ঘষবেন না
সুগন্ধি ব্যবহারের পর কখনোই ঘষবেন না। সুগন্ধিকে নিজে নিজে শুকাতে দিন। এতে সুগন্ধ অনেকটাই কমে যায়। আঙুল দিয়ে পারফিউমের ভেজা অংশ ঘষারও মানে হয় না।
পরিমাণে কম ব্যবহার করুন
বেশি পরিমাণে পারফিউম ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর। সঠিক জায়গায় অল্প পরিমাণে ব্যবহার করুন। দরকার হলে চার-পাঁচ ঘণ্টা পরপরও কিছুটা পারফিউম দিয়ে নিতে পারেন।
রাত ও দিনের আলাদা সুগন্ধি
কিছু কিছু পারফিউম আছে, যেগুলো নির্দিষ্টভাবে ব্যবহার করা হয় রাতের জন্য এবং কিছু আছে দিনের জন্য। দিনের বেলায় তুলনামূলক ভারী সুগন্ধিগুলো ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাতের বেলায় হালকা পারফিউম ব্যবহার করুন। কারণ, দিনের বেলায় অনেকটা সময় ধরে সুগন্ধের প্রয়োজন।
সূত্র: উইকি হাউ ও ডেইলি মেইল
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৯ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২০ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২০ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২০ দিন আগে