রিক্তা রিচি, ঢাকা
খুলেছে স্কুল। অনেক অনেক বই পড়তে আর বাড়ির কাজ করতে হচ্ছে এখন। একই সঙ্গে থাকতে হবে তরতাজা, চনমনে। করতে হবে আনন্দ। পড়ার ফাঁকে খুঁজে নিতে হবে একটু স্বস্তি। সে জন্যই তোমাদের পরিচিত হতে হবে জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্সের সঙ্গে।
তারা দুজনও তোমাদের মতো স্কুলে পড়ে। তাদেরও পড়াশোনার অনেক চাপ। তাদের স্কুলের প্রিন্সিপাল আবার খুব বদমেজাজি। শিক্ষার্থীদের অনেক চাপ দেন তিনি। হাসি-ঠাট্টা একেবারেই পছন্দ করেন না। কিন্তু জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্স খুব গম্ভীর হয়ে পড়তে চায় না। তারা চায় আনন্দঘন পরিবেশ। তাদের কাজ হলো কমিক লেখা। এভাবে তারা দুই বন্ধু সুপার হিরো চরিত্র ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’ বানিয়ে ফেলে।
দুষ্টুমি করার কারণে জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্সকে আলাদা করে দেন প্রিন্সিপাল। দুজনের শিফট পরিবর্তন করে দেন। একদিন জর্জ প্রিন্সিপালকে একটি আংটির মাধ্যমে সম্মোহিত করে ফেলে।
সে যা আদেশ করে তা-ই করেন তিনি। জর্জের আদেশে প্রিন্সিপাল হয়ে যান ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’। এদিকে স্কুলে আরেকজন শিক্ষক আসেন। তিনি হাসিমুক্ত পৃথিবী বানাতে চান। কিন্তু জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্স সেই শিক্ষকের পরিকল্পনা ধ্বংস করে দেয়। তারা খারাপ মানুষকে পরাজিত করে পৃথিবীতে হাসি টিকিয়ে রাখে। শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করে। এতক্ষণ বলছিলাম ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস: দ্য ফার্স্ট এপিক মুভি’ নামের খুব হাসির একটি ছবির কথা। এটি অ্যানিমেশন ছবি। যুক্তরাষ্ট্রের শিশুসাহিত্যিক ড্যাভ পিলকির লেখা শিশুতোষ উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে এটি। ৮৯ মিনিটের এই ছবিটি পরিচালনা করেছেন ডেভিস সোরেন।
খুলেছে স্কুল। অনেক অনেক বই পড়তে আর বাড়ির কাজ করতে হচ্ছে এখন। একই সঙ্গে থাকতে হবে তরতাজা, চনমনে। করতে হবে আনন্দ। পড়ার ফাঁকে খুঁজে নিতে হবে একটু স্বস্তি। সে জন্যই তোমাদের পরিচিত হতে হবে জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্সের সঙ্গে।
তারা দুজনও তোমাদের মতো স্কুলে পড়ে। তাদেরও পড়াশোনার অনেক চাপ। তাদের স্কুলের প্রিন্সিপাল আবার খুব বদমেজাজি। শিক্ষার্থীদের অনেক চাপ দেন তিনি। হাসি-ঠাট্টা একেবারেই পছন্দ করেন না। কিন্তু জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্স খুব গম্ভীর হয়ে পড়তে চায় না। তারা চায় আনন্দঘন পরিবেশ। তাদের কাজ হলো কমিক লেখা। এভাবে তারা দুই বন্ধু সুপার হিরো চরিত্র ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’ বানিয়ে ফেলে।
দুষ্টুমি করার কারণে জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্সকে আলাদা করে দেন প্রিন্সিপাল। দুজনের শিফট পরিবর্তন করে দেন। একদিন জর্জ প্রিন্সিপালকে একটি আংটির মাধ্যমে সম্মোহিত করে ফেলে।
সে যা আদেশ করে তা-ই করেন তিনি। জর্জের আদেশে প্রিন্সিপাল হয়ে যান ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’। এদিকে স্কুলে আরেকজন শিক্ষক আসেন। তিনি হাসিমুক্ত পৃথিবী বানাতে চান। কিন্তু জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্স সেই শিক্ষকের পরিকল্পনা ধ্বংস করে দেয়। তারা খারাপ মানুষকে পরাজিত করে পৃথিবীতে হাসি টিকিয়ে রাখে। শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করে। এতক্ষণ বলছিলাম ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস: দ্য ফার্স্ট এপিক মুভি’ নামের খুব হাসির একটি ছবির কথা। এটি অ্যানিমেশন ছবি। যুক্তরাষ্ট্রের শিশুসাহিত্যিক ড্যাভ পিলকির লেখা শিশুতোষ উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে এটি। ৮৯ মিনিটের এই ছবিটি পরিচালনা করেছেন ডেভিস সোরেন।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৮ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৮ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৮ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৮ দিন আগে