সানজিদা সামরিন
প্রতিবারের মতো এবারও ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘ব্রেক দ্য বায়াস’। এবারের নারী দিবসে টেকসই আগামী গড়তে সম্মিলিত ও ন্যায়সংগতভাবে লিঙ্গ পক্ষপাতিত্বের বেড়াজাল ভেঙে সমতা গঠনে আহ্বান জানানো হচ্ছে। আশা করা হচ্ছে, বিভিন্ন সম্প্রদায়, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠান একপেশে মনোভাব ও বৈষম্যমুক্ত হলেই গড়ে উঠবে সক্ষম পৃথিবী। বিশ্বের নারীরা আজ সব বাধাকে তুড়ি মেরে নিজের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিভিন্ন পেশায় নক্ষত্রের মতো জ্বলজ্বল করছেন তাঁরা। নিজের মনের কথা শুনে আত্মবিশ্বাস নিয়ে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলেছেন নিজ নিজ ক্ষেত্রে। গ্রন্থনা সানজিদা সামরিন
নারীরা আত্মনির্ভরশীল হয়ে আত্মসম্মান নিয়ে বাঁচুক
রহিমা সুলতানা রীতা, লাইফস্টাইল বিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, হারমনি স্পা
আমি প্রথম বাংলাদেশে স্পা সেবা শুরু করেছি। সে সময় বাংলাদেশে স্যালনের কনসেপ্ট ছিল, কিন্তু স্পা ছিল না। স্পা একধরনের ট্রিটমেন্ট, যা মানুষের শরীর, মন ও আত্মাকে প্রশান্ত করে। খেয়াল করলে দেখা যায়, আমরা শারীরিক স্বাস্থ্য ও বাহ্যিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিই। অন্যদিকে মনের যত্ন নিতে ভুলে যাই।
আমি যখন দেশের বাইরে যেতাম, তখন সব সময় স্পা সার্ভিসটা নিতাম। নেওয়ার পর এত ভালো লাগত, মনে হতো আমি সব ক্লান্তি ভুলে যেন এক নতুন আত্মার অধিকারী হয়ে উঠেছি।
তখন নিজের দেশের কথা পড়ল। সবার পক্ষে আসলে দেশের বাইরে গিয়ে এই সেবা নেওয়া সম্ভব নয়। তখন আমি স্পার ওপর বিদেশে পড়তে শুরু করি। পুরো ৯ মাস থাইল্যান্ডে একটা কোর্স করলাম। ইন্দোনেশিয়া, চায়না ও ভারতের কেরালা থেকেও কোর্স করে দেশে ফিরে আমার ব্যবসায় শুরু করি। এখন আমার এত ভালো লাগে, যখন সেবা নেওয়ার পর মানুষ বলে–তাঁরা ভালো বোধ করছেন, প্রশান্তি অনুভব করছেন।
ভালো থাকার জন্য শারীরিক ও মানসিক যত্ন নেওয়া প্রয়োজন। আমি যত্ন দিয়েই সেবা দিতে চাই। আমার চাওয়া, নারীরা শারীরিক ও মানসিকভাবে ভালো থাকবেন। আমি চাই নারীরা আত্মনির্ভরশীল হয়ে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকুন।
নিজেকে অবদমিত না রেখে ন্যায্য সিদ্ধান্ত নেবেন
তানিন তানহা, মডেল ও অভিনেত্রী
আমার অনুপ্রেরণা আমি নিজেই। বরাবরই বেশি নির্ভর করেছি নিজের ওপর।
ভবিষ্যতে কিছু করতে হবে এই ভাবনা থেকেই ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ছবি জমা দিই। যখন সিলেক্ট হই, তখন আমার মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, হ্যাঁ, আমার দ্বারা অনেক কিছু সম্ভব। প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলাম। এরপর প্রথম দুই বছর মডেলিং করি, তারপর নাটক ও সিনেমায় নিয়মিত হই।
ছোটবেলায় অভিনয় ভালো পারতাম। বাবা আমাকে অভিনয় শেখাতেন। আর নিজের ওপরও আত্মবিশ্বাস ছিল, সব মিলিয়েই আজকের আমি।
আশা রাখি, বাংলাদেশের নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন, উঁচু গলায় সত্য প্রকাশ করবেন, নিজেকে অবদমিত না রেখে, নিজেকে কষ্ট না দিয়ে ন্যায্য সিদ্ধান্তটাই নেবেন।
নারীদের আরও পথঘাটে দেখতে চাই
ফোয়ারা ফেরদৌস, উদ্যোক্তা, স্বত্বাধিকারী পটের বিবি
সব সময়ই নিজে কিছু করতে চেয়েছি। স্বাধীনতা ও আনন্দ– দুটোই পাব এমন কিছু করার তাগিদ ছিল। চাকরির পাশাপাশি ছোট পরিসরে পেইন্টিংয়ের সঙ্গে জড়িত ছিলাম। ২০১৫ সালের ১৫ মে শুরু হয় ‘পটের বিবি’র যাত্রা। দেশি শাড়ি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। আমার মনে হয়েছিল, এটাকে ধরে রাখতে পারলে মানুষ পছন্দ করবেই। দেশি পণ্যের একটা বড় বাজার তৈরি হবে। স্বাধীনভাবে কাজ করার তাড়নাই মূলত আমাকে ব্যবসা করতে সাহস জুগিয়েছে।
বাংলাদেশি নারীদের আমি আরও পথঘাটে দেখতে চাই। আমি চাই তারা তাদের জীবনের সিদ্ধান্তগুলো স্বাধীনভাবে নিতে পারুক।
নারী-পুরুষের দৃশ্যমান বৈষম্য দূর হোক
মুবাশশীরা কামাল ইরা, নৃত্যশিল্পী
ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল। ধীরে ধীরে নাচের প্রতিও অন্য রকমের ভালোবাসা জন্মায়। নাচের মধ্য দিয়েই আমি কিছু করতে চাই। রাজু ভাস্কর্যের সামনে আমি যে নাচ করেছি তা মূলত ব্যালে নয়, কনটেমপোরারি ড্যান্স। সামনে ব্যালে নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে। চীনে বেইজিং ড্যান্স কোম্পানিতে ব্যালে শেখানো হয়। ইচ্ছে আছে সেখানে যাওয়ার। ব্যালে নিয়ে আমি অনেক ধরনের ডকুমেন্টারি দেখেছি। আফ্রিকার বিভিন্ন জায়গায় ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে, যারা ব্যালে অনেক পছন্দ করে। নেট জগতের বিভিন্ন ভিডিও দেখে ওরা ব্যালে শিখেছে। আমি একটা ভিডিওতে দেখেছি, আফ্রিকার দুর্গম একটি এলাকায় একটি ছেলে বৃষ্টির মধ্য়ে নাচছিল। সেই ভিডিওটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। মনে হয়েছে, সে যদি ওখানে ব্যালে করতে পারে, তাহলে আমি কেন পারব না!
আমি চাই, নারী-পুরুষের বৈষম্য যা এখনো চোখে পড়ে, তা দূর হোক। আশা রাখি প্রত্যেক নারীর ভেতর যে সুপ্ত প্রতিভা রয়েছে, তা প্রস্ফুটিত হবে। একজন নারীর যে কাজটি পছন্দ তিনি যেন তা নির্দ্বিধায় করতে পারেন।
প্রতিবারের মতো এবারও ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘ব্রেক দ্য বায়াস’। এবারের নারী দিবসে টেকসই আগামী গড়তে সম্মিলিত ও ন্যায়সংগতভাবে লিঙ্গ পক্ষপাতিত্বের বেড়াজাল ভেঙে সমতা গঠনে আহ্বান জানানো হচ্ছে। আশা করা হচ্ছে, বিভিন্ন সম্প্রদায়, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠান একপেশে মনোভাব ও বৈষম্যমুক্ত হলেই গড়ে উঠবে সক্ষম পৃথিবী। বিশ্বের নারীরা আজ সব বাধাকে তুড়ি মেরে নিজের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিভিন্ন পেশায় নক্ষত্রের মতো জ্বলজ্বল করছেন তাঁরা। নিজের মনের কথা শুনে আত্মবিশ্বাস নিয়ে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলেছেন নিজ নিজ ক্ষেত্রে। গ্রন্থনা সানজিদা সামরিন
নারীরা আত্মনির্ভরশীল হয়ে আত্মসম্মান নিয়ে বাঁচুক
রহিমা সুলতানা রীতা, লাইফস্টাইল বিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, হারমনি স্পা
আমি প্রথম বাংলাদেশে স্পা সেবা শুরু করেছি। সে সময় বাংলাদেশে স্যালনের কনসেপ্ট ছিল, কিন্তু স্পা ছিল না। স্পা একধরনের ট্রিটমেন্ট, যা মানুষের শরীর, মন ও আত্মাকে প্রশান্ত করে। খেয়াল করলে দেখা যায়, আমরা শারীরিক স্বাস্থ্য ও বাহ্যিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিই। অন্যদিকে মনের যত্ন নিতে ভুলে যাই।
আমি যখন দেশের বাইরে যেতাম, তখন সব সময় স্পা সার্ভিসটা নিতাম। নেওয়ার পর এত ভালো লাগত, মনে হতো আমি সব ক্লান্তি ভুলে যেন এক নতুন আত্মার অধিকারী হয়ে উঠেছি।
তখন নিজের দেশের কথা পড়ল। সবার পক্ষে আসলে দেশের বাইরে গিয়ে এই সেবা নেওয়া সম্ভব নয়। তখন আমি স্পার ওপর বিদেশে পড়তে শুরু করি। পুরো ৯ মাস থাইল্যান্ডে একটা কোর্স করলাম। ইন্দোনেশিয়া, চায়না ও ভারতের কেরালা থেকেও কোর্স করে দেশে ফিরে আমার ব্যবসায় শুরু করি। এখন আমার এত ভালো লাগে, যখন সেবা নেওয়ার পর মানুষ বলে–তাঁরা ভালো বোধ করছেন, প্রশান্তি অনুভব করছেন।
ভালো থাকার জন্য শারীরিক ও মানসিক যত্ন নেওয়া প্রয়োজন। আমি যত্ন দিয়েই সেবা দিতে চাই। আমার চাওয়া, নারীরা শারীরিক ও মানসিকভাবে ভালো থাকবেন। আমি চাই নারীরা আত্মনির্ভরশীল হয়ে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকুন।
নিজেকে অবদমিত না রেখে ন্যায্য সিদ্ধান্ত নেবেন
তানিন তানহা, মডেল ও অভিনেত্রী
আমার অনুপ্রেরণা আমি নিজেই। বরাবরই বেশি নির্ভর করেছি নিজের ওপর।
ভবিষ্যতে কিছু করতে হবে এই ভাবনা থেকেই ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ছবি জমা দিই। যখন সিলেক্ট হই, তখন আমার মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, হ্যাঁ, আমার দ্বারা অনেক কিছু সম্ভব। প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলাম। এরপর প্রথম দুই বছর মডেলিং করি, তারপর নাটক ও সিনেমায় নিয়মিত হই।
ছোটবেলায় অভিনয় ভালো পারতাম। বাবা আমাকে অভিনয় শেখাতেন। আর নিজের ওপরও আত্মবিশ্বাস ছিল, সব মিলিয়েই আজকের আমি।
আশা রাখি, বাংলাদেশের নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন, উঁচু গলায় সত্য প্রকাশ করবেন, নিজেকে অবদমিত না রেখে, নিজেকে কষ্ট না দিয়ে ন্যায্য সিদ্ধান্তটাই নেবেন।
নারীদের আরও পথঘাটে দেখতে চাই
ফোয়ারা ফেরদৌস, উদ্যোক্তা, স্বত্বাধিকারী পটের বিবি
সব সময়ই নিজে কিছু করতে চেয়েছি। স্বাধীনতা ও আনন্দ– দুটোই পাব এমন কিছু করার তাগিদ ছিল। চাকরির পাশাপাশি ছোট পরিসরে পেইন্টিংয়ের সঙ্গে জড়িত ছিলাম। ২০১৫ সালের ১৫ মে শুরু হয় ‘পটের বিবি’র যাত্রা। দেশি শাড়ি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। আমার মনে হয়েছিল, এটাকে ধরে রাখতে পারলে মানুষ পছন্দ করবেই। দেশি পণ্যের একটা বড় বাজার তৈরি হবে। স্বাধীনভাবে কাজ করার তাড়নাই মূলত আমাকে ব্যবসা করতে সাহস জুগিয়েছে।
বাংলাদেশি নারীদের আমি আরও পথঘাটে দেখতে চাই। আমি চাই তারা তাদের জীবনের সিদ্ধান্তগুলো স্বাধীনভাবে নিতে পারুক।
নারী-পুরুষের দৃশ্যমান বৈষম্য দূর হোক
মুবাশশীরা কামাল ইরা, নৃত্যশিল্পী
ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল। ধীরে ধীরে নাচের প্রতিও অন্য রকমের ভালোবাসা জন্মায়। নাচের মধ্য দিয়েই আমি কিছু করতে চাই। রাজু ভাস্কর্যের সামনে আমি যে নাচ করেছি তা মূলত ব্যালে নয়, কনটেমপোরারি ড্যান্স। সামনে ব্যালে নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে। চীনে বেইজিং ড্যান্স কোম্পানিতে ব্যালে শেখানো হয়। ইচ্ছে আছে সেখানে যাওয়ার। ব্যালে নিয়ে আমি অনেক ধরনের ডকুমেন্টারি দেখেছি। আফ্রিকার বিভিন্ন জায়গায় ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে, যারা ব্যালে অনেক পছন্দ করে। নেট জগতের বিভিন্ন ভিডিও দেখে ওরা ব্যালে শিখেছে। আমি একটা ভিডিওতে দেখেছি, আফ্রিকার দুর্গম একটি এলাকায় একটি ছেলে বৃষ্টির মধ্য়ে নাচছিল। সেই ভিডিওটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। মনে হয়েছে, সে যদি ওখানে ব্যালে করতে পারে, তাহলে আমি কেন পারব না!
আমি চাই, নারী-পুরুষের বৈষম্য যা এখনো চোখে পড়ে, তা দূর হোক। আশা রাখি প্রত্যেক নারীর ভেতর যে সুপ্ত প্রতিভা রয়েছে, তা প্রস্ফুটিত হবে। একজন নারীর যে কাজটি পছন্দ তিনি যেন তা নির্দ্বিধায় করতে পারেন।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
২২ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২২ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২৩ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২৩ দিন আগে