নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও (জাবি) এর বাইরে নয়। তবে এই বন্ধের মধ্যেই শিক্ষক নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। তিনটি বিভাগে মোট ১১ জন শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলা বিভাগে সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ভূগোল ও পরিবেশ বিভাগে প্রভাষক হিসেবে নেওয়া হবে ছয়জনকে। আর অ্যাকাউন্টিং অ্যান্ড সিস্টেম বিভাগে প্রভাষক পদে নেওয়া হবে তিনজনকে। সবগুলো পদেই নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে। সহকারী অধ্যাপক পদে বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,৫০০ -৬৭,০১০ টাকা। আর প্রভাষক পদে ২২,০০০ -৫৩,০৬০ টাকা।
যখন ক্লাস পরীক্ষাই হচ্ছে না, তখন শিক্ষক নিয়োগ দিয়ে হবেটা কি তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিশ্ববিদ্যালয় বন্ধের সময়ে এই নিয়োগ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে পারে। তবে আমি মনে করি বিশ্ববিদ্যালয় খোলার পরে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই নিয়োগ চূড়ান্ত করা উচিত।
বিশ্ববিদ্যালয় বন্ধের সময়ে শিক্ষক নিয়োগ যৌক্তিক মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী বলেন, ‘যৌক্তিক শব্দটা এখানে ব্যবহার না করে বিরক্তিকর শব্দটা ব্যবহার করি। নানান কারণে নিয়োগ দরকার পড়তে পারে; বিশেষত সামনেই তেড়েফুঁড়ে পরীক্ষা নেওয়া হবে বলে কিছু বাস্তব প্রয়োজন দেখা দিয়েও থাকতে পারে (প্রচুর শিক্ষক ছুটিতে থাকেন)। কিন্তু দেড় বছর ধরে একটা শিক্ষাপ্রতিষ্ঠান কার্যকরী পাঠদানের ব্যবস্থা করে উঠতে পারছে না তখন নতুন শিক্ষক নিয়োগ আসলে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে লোকে যা ভাবেন তারই দলিল হয়ে ওঠে। এটা ঠিকই আমরা প্রশাসককে দায় দেওয়ার আগে আমি বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পরিকল্পনাহীনতাকে দায়ী করব। করোনাকে ১০০ বার দোষ দেওয়া যায়, সারা দুনিয়ার লোকেই দিচ্ছেন বটে। কিন্তু কী ধরনের ব্যবস্থাপনার মধ্যে আমরা কাজ করি, কী ধরনের লঘু স্বার্থ আর অদক্ষ-অদূরদর্শী প্রশাসনিক কাঠামো এখানে সেগুলো উপলব্ধি করার জন্য আমার অন্তত করোনা পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। আমি মনে করি, একটু তৎপর প্রশাসন (বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং রাষ্ট্রীয় পরিসরে) থাকলে এখন থেকে এক বছর আগেই কার্যকরীভাবে শিক্ষাবর্ষ চাঙা করা যেতো। একদিকে প্রশাসন ‘ওপরের হুকুম’ ছাড়া কোনো দিকেই তাকানোর জোর পান না। অন্যদিকে দায়িত্বশীল সহকর্মীদের কল্পনাশক্তি আর ফোকাসও আমার অনেক পছন্দের নয়। ‘
গত এপ্রিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (শাবিপ্রবি) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। তাদের বিজ্ঞপ্তিতে তিনটি পদে পাঁচজনকে নিয়োগের কথা জানানো হয়। তবে এই নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
বন্ধের সময়ে এই নিয়োগগুলোকে হাস্যকর বলে মনে করছেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ছাত্র রাকিবুল রনি বলেন, দেড় বছর যাবৎ ক্যাম্পাস বন্ধ। ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকতে পারে না। অথচ উন্নয়ন কর্মকাণ্ড চলে, শিক্ষক নিয়োগ হয়। এগুলো খুবই হাস্যকর।
ঢাকা: করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও (জাবি) এর বাইরে নয়। তবে এই বন্ধের মধ্যেই শিক্ষক নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। তিনটি বিভাগে মোট ১১ জন শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলা বিভাগে সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ভূগোল ও পরিবেশ বিভাগে প্রভাষক হিসেবে নেওয়া হবে ছয়জনকে। আর অ্যাকাউন্টিং অ্যান্ড সিস্টেম বিভাগে প্রভাষক পদে নেওয়া হবে তিনজনকে। সবগুলো পদেই নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে। সহকারী অধ্যাপক পদে বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,৫০০ -৬৭,০১০ টাকা। আর প্রভাষক পদে ২২,০০০ -৫৩,০৬০ টাকা।
যখন ক্লাস পরীক্ষাই হচ্ছে না, তখন শিক্ষক নিয়োগ দিয়ে হবেটা কি তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিশ্ববিদ্যালয় বন্ধের সময়ে এই নিয়োগ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে পারে। তবে আমি মনে করি বিশ্ববিদ্যালয় খোলার পরে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই নিয়োগ চূড়ান্ত করা উচিত।
বিশ্ববিদ্যালয় বন্ধের সময়ে শিক্ষক নিয়োগ যৌক্তিক মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী বলেন, ‘যৌক্তিক শব্দটা এখানে ব্যবহার না করে বিরক্তিকর শব্দটা ব্যবহার করি। নানান কারণে নিয়োগ দরকার পড়তে পারে; বিশেষত সামনেই তেড়েফুঁড়ে পরীক্ষা নেওয়া হবে বলে কিছু বাস্তব প্রয়োজন দেখা দিয়েও থাকতে পারে (প্রচুর শিক্ষক ছুটিতে থাকেন)। কিন্তু দেড় বছর ধরে একটা শিক্ষাপ্রতিষ্ঠান কার্যকরী পাঠদানের ব্যবস্থা করে উঠতে পারছে না তখন নতুন শিক্ষক নিয়োগ আসলে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে লোকে যা ভাবেন তারই দলিল হয়ে ওঠে। এটা ঠিকই আমরা প্রশাসককে দায় দেওয়ার আগে আমি বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পরিকল্পনাহীনতাকে দায়ী করব। করোনাকে ১০০ বার দোষ দেওয়া যায়, সারা দুনিয়ার লোকেই দিচ্ছেন বটে। কিন্তু কী ধরনের ব্যবস্থাপনার মধ্যে আমরা কাজ করি, কী ধরনের লঘু স্বার্থ আর অদক্ষ-অদূরদর্শী প্রশাসনিক কাঠামো এখানে সেগুলো উপলব্ধি করার জন্য আমার অন্তত করোনা পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। আমি মনে করি, একটু তৎপর প্রশাসন (বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং রাষ্ট্রীয় পরিসরে) থাকলে এখন থেকে এক বছর আগেই কার্যকরীভাবে শিক্ষাবর্ষ চাঙা করা যেতো। একদিকে প্রশাসন ‘ওপরের হুকুম’ ছাড়া কোনো দিকেই তাকানোর জোর পান না। অন্যদিকে দায়িত্বশীল সহকর্মীদের কল্পনাশক্তি আর ফোকাসও আমার অনেক পছন্দের নয়। ‘
গত এপ্রিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (শাবিপ্রবি) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। তাদের বিজ্ঞপ্তিতে তিনটি পদে পাঁচজনকে নিয়োগের কথা জানানো হয়। তবে এই নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
বন্ধের সময়ে এই নিয়োগগুলোকে হাস্যকর বলে মনে করছেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ছাত্র রাকিবুল রনি বলেন, দেড় বছর যাবৎ ক্যাম্পাস বন্ধ। ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকতে পারে না। অথচ উন্নয়ন কর্মকাণ্ড চলে, শিক্ষক নিয়োগ হয়। এগুলো খুবই হাস্যকর।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ইনচার্জ’ পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৯ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১২ আগস্ট ২০২৫স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রংপুর সিভিল সার্জনের কার্যালয় ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৫ ধরনের শূন্য ১৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ৮০০ নার্স নিয়োগ দেবে। গত সোমবার (১১ আগস্ট) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শুক্রবার (১৫ আগস্ট) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১২ আগস্ট ২০২৫জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। আর্থিক প্রতিষ্ঠানটিতে ‘প্রবেশনারি অফিসার’ পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১২ আগস্ট ২০২৫