Ajker Patrika

নৌবাহিনীতে চাকরির সুযোগ

নৌবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনী একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৩.৫০ (৫ এর মধ্যে) থাকতে হবে। তবে এসএসসিতে উচ্চতর গণিতধারী ও বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

উচ্চতা: ১৬৭.৫ সে. মি. (৫ ফুট ৬ ইঞ্চি) 

পদের নাম: মেডিকেল

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান (জীববিজ্ঞানসহ) বিভাগে ন্যূনতম জিপিএ ৩.৫০ (৫ এর মধ্যে) থাকতে হবে। 

পদের নাম: পেট্রলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ (৫ এর মধ্যে) থাকতে হবে। 
উচ্চতা: পেট্রোলম্যনের জন্য ১৭২.৫ সে. মি. (৫ ফুট ৮ ইঞ্চি)। রাইটার এবং স্টোরের জন্য ১৬২.৫ সে. মি. (৫ ফুট ৪ ইঞ্চি)। এমওডিসির জন্য ন্যূনতম উচ্চতা ১৬৭.৫ সে. মি. (৫ ফুট ৬ ইঞ্চি)। 

পদের নাম: কুক ও স্টুয়ার্ড 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ (৫ এর মধ্যে) থাকতে হবে। 
উচ্চতা: ১৬২.৫ সে. মি. (৫ ফুট ৪ ইঞ্চি)। 

পদের নাম: টোপাস 
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস 
উচ্চতা: ১৬২.৫ সে. মি. (৫ ফুট ৪ ইঞ্চি)। 

শর্তাবলি: 
১। বুকের মাপ ৭৬-৮১ সে. মি. হতে হবে 
২। বাংলাদেশের নাগরিক হতে হবে 
৩। সাঁতার জানা আবশ্যক 
৪। অবিবাহিত হতে হবে 

বয়সসীমা: ১ জুলাই, ২০২২ তারিখে নাবিকের ক্ষেত্রে ১৭-২০ বছর এবং এমওডিসি নৌ-এর ক্ষেত্রে ১৭-২২ বছর হতে হবে। 

প্রার্থীর ধরন: পুরুষ 

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই লিংকে আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই নাউ বা চেক নাউ অপশনে ক্লিক করে প্রথমে প্রাক্​–যোগ্যতা যাচাই করতে হবে। যাচাই শেষে অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: নৌবাহিনীর ওয়েবসাইট 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত