নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ (এএমই) পদে চাকরির জন্য আবেদন করেছেন ১১ হাজার ৯০০ জন। এই পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। প্রার্থীরা ১ থেকে ১৯ জুনের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এএমই পদে নেওয়া হবে মোট ১৪ জনকে। সে হিসেবে একটি পদের বিপরীতে আবেদন করেছেন ৮৫০ জন। বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি পদের বিপরীতে এত বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করায় আমরা আবেদনকারীর সংখ্যাটা অফিশিয়ালি প্রকাশ করি না। কারণ এত বিপুল পরিমাণ আবেদনের কথা জানলে অনেক আবেদনকারীই হতাশ হন। অনেকে ভাবতে পারেন, সহজ পথে চাকরি হবে না। অতএব দুই নম্বর পথে চাকরি পাওয়া যায় কিনা দেখি। এতে করে অসৎ উপায় অবলম্বনের ঘটনা ঘটতে পারে।'
‘সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ পদে সরাসরি নিয়োগের জন্য গত ১৮ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছিল, আগ্রহী প্রার্থীকে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ থাকা যাবে না। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ছিল ১৫ এপ্রিল।
এএমই পদে নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত তথ্য - (https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ থেকে বলা হয়েছে, যেসব প্রার্থীর আবেদনপত্র ত্রুটিযুক্ত পাওয়া গেছে, তাঁদের এসএমএস/ই-মেইল করা হয়েছে। তাঁরা ১ থেকে ৫ জুন তারিখের মধ্যে ত্রুটি সংশোধনপূর্বক ৯ জুন থেকে ১৯ জুন তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র নির্ধারণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় এ বিষয়গুলো বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত তারিখের পরে প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।
ঢাকা: বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ (এএমই) পদে চাকরির জন্য আবেদন করেছেন ১১ হাজার ৯০০ জন। এই পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। প্রার্থীরা ১ থেকে ১৯ জুনের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এএমই পদে নেওয়া হবে মোট ১৪ জনকে। সে হিসেবে একটি পদের বিপরীতে আবেদন করেছেন ৮৫০ জন। বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি পদের বিপরীতে এত বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করায় আমরা আবেদনকারীর সংখ্যাটা অফিশিয়ালি প্রকাশ করি না। কারণ এত বিপুল পরিমাণ আবেদনের কথা জানলে অনেক আবেদনকারীই হতাশ হন। অনেকে ভাবতে পারেন, সহজ পথে চাকরি হবে না। অতএব দুই নম্বর পথে চাকরি পাওয়া যায় কিনা দেখি। এতে করে অসৎ উপায় অবলম্বনের ঘটনা ঘটতে পারে।'
‘সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ পদে সরাসরি নিয়োগের জন্য গত ১৮ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছিল, আগ্রহী প্রার্থীকে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ থাকা যাবে না। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ছিল ১৫ এপ্রিল।
এএমই পদে নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত তথ্য - (https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ থেকে বলা হয়েছে, যেসব প্রার্থীর আবেদনপত্র ত্রুটিযুক্ত পাওয়া গেছে, তাঁদের এসএমএস/ই-মেইল করা হয়েছে। তাঁরা ১ থেকে ৫ জুন তারিখের মধ্যে ত্রুটি সংশোধনপূর্বক ৯ জুন থেকে ১৯ জুন তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র নির্ধারণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় এ বিষয়গুলো বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত তারিখের পরে প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ইনচার্জ’ পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৯ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১২ আগস্ট ২০২৫স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রংপুর সিভিল সার্জনের কার্যালয় ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৫ ধরনের শূন্য ১৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ৮০০ নার্স নিয়োগ দেবে। গত সোমবার (১১ আগস্ট) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শুক্রবার (১৫ আগস্ট) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১২ আগস্ট ২০২৫জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। আর্থিক প্রতিষ্ঠানটিতে ‘প্রবেশনারি অফিসার’ পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১২ আগস্ট ২০২৫