Ajker Patrika

আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৯৭২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০: ১৫
আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৯৭২

আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। উত্তীর্ণ ৫ হাজার ৯৭২ জন আইনজীবী হিসেবে দেশের বিভিন্ন আদালতে পেশা পরিচালনা করতে পারবেন। 

প্রয়োজনীয় নথিপত্র জমা না দেওয়ায় নয়জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। ৩০ দিনের মধ্যে কাগজপত্র জমা না দিলে তাঁদের ফলাফল বাতিল করা হবে। এ ছাড়া একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আরও তিনজনের ফলাফল স্থগিত করেছে বার কাউন্সিল। 

আজ শনিবার বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়েছে। 

এর আগে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে চূড়ান্তভাবে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে উত্তীর্ণ এবং বিগত দুই পরীক্ষায় মৌখিক পরীক্ষায় আটকে পড়ারা এবার মৌখিক পরীক্ষায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত