মুফতি আবু আবদুল্লাহ আহমদ
কোরবানির দিনে একজন ইমানদারের জন্য ইসলামের বেশ কিছু নির্দেশনা রয়েছে, তা তার মেনে চলা উচিত। এখানে তা সংক্ষেপে তুলে ধরা হলো—
ঈদের নামাজ
» ঈদের নামাজের আগে গোসল করা, ভালো পোশাক পরে ঈদগাহে যাওয়া, সুগন্ধি ব্যবহার করা সুন্নত। ঈদুল আজহার নামাজে যাওয়ার আগে কিছু না খাওয়া উত্তম।
» ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া এবং অন্য পথ দিয়ে আসা সুন্নত। সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাবেন।
» ঈদের দিনে বেশি বেশি উচ্চ স্বরে তাকবির পড়া সুন্নত।
» ঈদের নামাজের আগে ফজরের পর থেকে আর কোনো নামাজ নেই।
» ঈদের দিনে ছোট-বড় সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা এবং ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলা উত্তম।
পশু জবাই
» কোরবানির পশু জবাই করার নির্ধারিত সময় হলো ১০ জিলহজ ঈদুল আজহার নামাজের পর থেকে ১২ জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ঈদের নামাজের আগে পশু জবাই করা হলে কোরবানি আদায় হবে না। নির্দিষ্ট সময়ে কোরবানি করতে না পারলে পরবর্তী সময়ে তাকে একটি বকরির মূল্য সদকা করে দিতে হবে।
» ঈদের নামাজের পর দুই খুতবা শেষ হলেই পশু জবাই করা উচিত। উল্লিখিত সময়ের মধ্যে দিনে ও রাতে যেকোনো সময় কোরবানি করা যাবে।
» নিজের কোরবানির পশু নিজে জবাই করাই উত্তম। অভ্যাস না থাকলে অন্য যেকোনো মুসলমানকে দিয়ে জবাই করানো যাবে।
» খুব ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, যাতে পশুর কষ্ট না হয়।
» জবাই করার সময় জবাইকারীর মুখ কিবলার দিকে থাকা সুন্নতে মুয়াক্কাদাহ।
» জবাইয়ের আগে জবাইকারীকে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। একাধিক লোক ছুরিতে হাত রাখলে সবাইকে বিসমিল্লাহ পড়তে হবে। কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না পড়লে ওই পশুর গোশত হালাল হবে না।
» জবাই মানে হচ্ছে পশুর খাদ্যনালি, শ্বাসনালি এবং শ্বাসনালির পাশের দুটি রগ কেটে দেওয়া। জবাইয়ের পর পশু স্বাভাবিকভাবে নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এ অবস্থায় পশুর শরীরের কোথাও দা-ছুরি লাগানো মাকরুহে তাহরিমি।
মাংস বণ্টন
» কোরবানির পশুর আটটি অংশ খাওয়া নিষেধ। পুরুষাঙ্গ, স্ত্রী-অঙ্গ, মূত্রথলি, পিঠের হাড়ের ভেতরের মগজ বা সাদা রগ, চামড়ার নিচের টিউমারের মতো উঁচু করে থাকে এমন বর্ধিত মাংস, অণ্ডকোষ, পিত্ত ও প্রবাহিত রক্ত।
» কোরবানির মাংস কোরবানিদাতা, তার পরিবারের লোক, ধনী-গরিব সবাই খেতে পারবে। আত্মীয়স্বজন, প্রতিবেশী, মুসলিম-অমুসলিম যাকে যে পরিমাণ ইচ্ছা হাদিয়া দেওয়া যাবে। কাউকে না দিয়ে সব নিজের জন্য রেখে দেওয়াও জায়েজ আছে। তবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কোরবানির পশুর একটি অংশ দরিদ্র শ্রেণির জন্য বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মানত বা অসিয়তের কোরবানি হলে তা গরিবদের আবশ্যকভাবে দান করতে হবে।
» কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা বা কাজের পারিশ্রমিক হিসেবে দেওয়া হারাম। কেউ এমনটি করে ফেললে তার মূল্য গরিব-মিসকিনদের দান করে দিতে হবে।
কোরবানির দিনে একজন ইমানদারের জন্য ইসলামের বেশ কিছু নির্দেশনা রয়েছে, তা তার মেনে চলা উচিত। এখানে তা সংক্ষেপে তুলে ধরা হলো—
ঈদের নামাজ
» ঈদের নামাজের আগে গোসল করা, ভালো পোশাক পরে ঈদগাহে যাওয়া, সুগন্ধি ব্যবহার করা সুন্নত। ঈদুল আজহার নামাজে যাওয়ার আগে কিছু না খাওয়া উত্তম।
» ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া এবং অন্য পথ দিয়ে আসা সুন্নত। সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাবেন।
» ঈদের দিনে বেশি বেশি উচ্চ স্বরে তাকবির পড়া সুন্নত।
» ঈদের নামাজের আগে ফজরের পর থেকে আর কোনো নামাজ নেই।
» ঈদের দিনে ছোট-বড় সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা এবং ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলা উত্তম।
পশু জবাই
» কোরবানির পশু জবাই করার নির্ধারিত সময় হলো ১০ জিলহজ ঈদুল আজহার নামাজের পর থেকে ১২ জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ঈদের নামাজের আগে পশু জবাই করা হলে কোরবানি আদায় হবে না। নির্দিষ্ট সময়ে কোরবানি করতে না পারলে পরবর্তী সময়ে তাকে একটি বকরির মূল্য সদকা করে দিতে হবে।
» ঈদের নামাজের পর দুই খুতবা শেষ হলেই পশু জবাই করা উচিত। উল্লিখিত সময়ের মধ্যে দিনে ও রাতে যেকোনো সময় কোরবানি করা যাবে।
» নিজের কোরবানির পশু নিজে জবাই করাই উত্তম। অভ্যাস না থাকলে অন্য যেকোনো মুসলমানকে দিয়ে জবাই করানো যাবে।
» খুব ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, যাতে পশুর কষ্ট না হয়।
» জবাই করার সময় জবাইকারীর মুখ কিবলার দিকে থাকা সুন্নতে মুয়াক্কাদাহ।
» জবাইয়ের আগে জবাইকারীকে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। একাধিক লোক ছুরিতে হাত রাখলে সবাইকে বিসমিল্লাহ পড়তে হবে। কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না পড়লে ওই পশুর গোশত হালাল হবে না।
» জবাই মানে হচ্ছে পশুর খাদ্যনালি, শ্বাসনালি এবং শ্বাসনালির পাশের দুটি রগ কেটে দেওয়া। জবাইয়ের পর পশু স্বাভাবিকভাবে নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এ অবস্থায় পশুর শরীরের কোথাও দা-ছুরি লাগানো মাকরুহে তাহরিমি।
মাংস বণ্টন
» কোরবানির পশুর আটটি অংশ খাওয়া নিষেধ। পুরুষাঙ্গ, স্ত্রী-অঙ্গ, মূত্রথলি, পিঠের হাড়ের ভেতরের মগজ বা সাদা রগ, চামড়ার নিচের টিউমারের মতো উঁচু করে থাকে এমন বর্ধিত মাংস, অণ্ডকোষ, পিত্ত ও প্রবাহিত রক্ত।
» কোরবানির মাংস কোরবানিদাতা, তার পরিবারের লোক, ধনী-গরিব সবাই খেতে পারবে। আত্মীয়স্বজন, প্রতিবেশী, মুসলিম-অমুসলিম যাকে যে পরিমাণ ইচ্ছা হাদিয়া দেওয়া যাবে। কাউকে না দিয়ে সব নিজের জন্য রেখে দেওয়াও জায়েজ আছে। তবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কোরবানির পশুর একটি অংশ দরিদ্র শ্রেণির জন্য বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মানত বা অসিয়তের কোরবানি হলে তা গরিবদের আবশ্যকভাবে দান করতে হবে।
» কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা বা কাজের পারিশ্রমিক হিসেবে দেওয়া হারাম। কেউ এমনটি করে ফেললে তার মূল্য গরিব-মিসকিনদের দান করে দিতে হবে।
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
২২ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
২২ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
২৩ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
২৩ দিন আগে